![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের যশোর অভিমূখে রোড মার্চ।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোড মার্চের বিস্তারিত কর্মসূচিঃ-
১০ জানুয়ারি/১৪খ্রিঃ রোজঃ- শুক্রবার।
*সকাল ৭টায় শাহবাগ প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে জমায়েত,
* সাড়ে ৭টায় রোডমার্চ শুরু,
*সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডেইরি গেইটে পথসভা,
* সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভা,
* দুপুর ১টায় ফেরিঘাটে জম্মার নামাযের বিরতি,
* বিকাল ৩টায় ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সমাবেশ,
* বিকাল ৪টায় মধুখালীতে মধুবন মার্কেটের সামনে পথসভা,
* বিকাল ৫টায় মাগুরা খানপাড়া বটতলায় পথসভা,
* সন্ধ্যা ৭টায় যশোর শহরে পৌঁছে প্রথমদিনের রোডমার্চের মূলতবি ও রাত্রিযাপন।
১১জানুয়ারি/১৪ খ্রিঃ রোজঃ- শনিবার।
* সকাল ৮টায় অভয়নগরে উপজেলা সাম্প্রদায়িক সন্ত্রাস কবলিত এলাকা মালোপাড়ার উদ্দেশে যাত্রা শুরু।
* সকাল ৯টা থেকে দুপুর ২টা মালোপাড়ার আক্রান্ত এলাকা পরিদর্শন, আক্রান্ত মানুষদের সঙ্গে মতবিনিময় ও সহমর্মিতা জ্ঞাপন, সাম্প্রদায়িক সন্ত্রাস ধর্মবর্ণ নির্বিশেষে জনসাধারণকে উদ্বুদ্ধ করণ, দুর্গত মানুষের মাঝে ত্রান বিতরণ।
জনসমাবেশঃ-
* বিকাল ৩টায় যশোর চিত্রামোড়ে জনসমাবেশ।
নিম্নোক্ত দাবিগুলো সামনে রেখে রোড মার্চঃ-
১. সাম্প্রদায়িক সন্ত্রাস রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে।
২. সাম্প্রতিক প্রতিটি নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠিকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. সারাদেশে আক্রান্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপন করে তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
সারা দেশে জামায়াত-শিবিরের হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
গণজাগরণ মঞ্চের আহ্বানঃ-
☞ গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে আমরা শাহবাগে একটি সমন্বয় সেল গঠন করছি। এই সেল থেকে সারাদেশের দরিদ্র নির্যাতিত পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য শাহবাগে ত্রান সংগ্রহ করা হবে। এই সেলের মাধ্যমে ত্রাণ সহায়তা করার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। কেন্দ্রীয় সেলের পক্ষ থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা সারাদেশে আক্রান্ত এলাকা পরিদর্শন করবে। আক্রান্ত পরিবারগুলোকে আমরা প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার চেষ্টা করবো।
☞ এই লক্ষ্যে গণজাগরণ মঞ্চ আগামী ১০ ও ১১ জানুয়ারি ঢাকা থেকে যশোর মালোপাড়া পর্যন্ত “সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে রোডমার্চ” করবে। বিস্তারিত কর্মসূচী পরবর্তীতে জানানো হবে।
☞ একই সঙ্গে সারাদেশের যেসব এলাকায় এমন হামলা হচ্ছে এবং হামলার আশংকা আছে, সেই এলাকাগুলোর জনসাধারণ বিশেষ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল তরুণদের নিয়ে আমরা স্থানীয় পর্যায়ে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি’ গঠন করবো। সারাদেশের আগ্রহী তরুণদেরকে সমন্বয় সেলের সাথে যোগাযোগ করবার অনুরোধ জানাচ্ছি, যার ফোন নাম্বার ০১৭৮১-৬২৮১১১।
আমরা সকল তরুণ সমাজের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, এই মহান দেশে সকল ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করার যে স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিলেন, আসুন, আমরা সবাই মিলে সেরকম দেশ গড়ে তুলতে এগিয়ে আসি। আমাদের প্রত্যেকের তিলতিল শ্রম আর ত্যাগে একটি সুন্দর সুখী অসাম্প্রদায়িক দেশ গড়ে উঠবে, আমাদের সেই স্বপ্নে শামিল হতে সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের রোডমার্চ।
* ‘সংখ্যালঘুদের দেশছাড়া করে গণতন্ত্র-সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না’-প্রথম আলো।
* অভয়নগরে মিজানুর রহমানের প্রশ্ন
মালোপাড়ার মানুষ কেন নিজভূমে পরবাসী?-প্রথম আলো।
*দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ-বিডি নিউজ২৪।
সাম্প্রদায়িক সন্ত্রাসের ক্ষত নিয়ে নির্ঘুম রাত কর্ণাইয়ে-বিডি নিউজ২৪।
*সংখ্যালঘু নির্যাতন মামলা দ্রুতবিচার ট্রাইবুনালে পাঠাতে চিঠি-বিডি নিউজ২৪।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৩
তুহিন সরকার বলেছেন: ভালই বলেছেন!
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৬
ভিটামিন সি বলেছেন: বিরানী খাওয়ার ধান্দা। পারলে ভোটারবিহীন একদলীয় নির্বাচনের বিরুদ্ধে একটা কর্মসুচী দিয়ে দেখাও তো বানরের বাচ্চারা।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬
তুহিন সরকার বলেছেন: বিরানীর স্বাদ আজও ভুলতে পারেননি ভাই!
গণজাগরণ মঞ্চ রাজনৈতিক দল নয়।
ঠিকই বলেছেন মানুষের আদিরুপ কিন্তু বানর ছিল, সেহেতু আপনিও একটা বানরের বাচ্চা।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫
চলতি নিয়ম বলেছেন: আমার জানা মতে গণজাগরণ মঞ্চ কোনো রাজাকারের বাচ্চা গো দাবীর সাথে একাত্মতা প্রকাশ করতে পারে না।
আর এই সকল রোডমার্চ করে কোনো সমাধান হবে না। ইহা একটি চলমান প্রক্রিয়া, চলতেই থাকবে। এই সমস্যার সমাধান কখনই এই দেশে হবে না। লিখে রাখেন।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৮
তুহিন সরকার বলেছেন: ভাই আপনি দেখছি খুবই হতাশাগ্রস্থ লোক।
আমরা আশাবাদি, সমস্যার সমাধান ইনশাল্লাহ্ একদিন হবেই।
ধন্যবাদ, শুভকামনা রইল, ভঅল থাকবেন।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১২
হাসিব০৭ বলেছেন: @ভিটামিন সি বলেছেন: বিরানী খাওয়ার ধান্দা। পারলে ভোটারবিহীন একদলীয় নির্বাচনের বিরুদ্ধে একটা কর্মসুচী দিয়ে দেখাও তো বানরের বাচ্চারা।
এক সরকারের জ্বালাই বাচি না আবার আরো সরকার।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
তুহিন সরকার বলেছেন: একটু ধৈর্ষ্য ধরুণ গলায় দড়ি দিয়ে মরতে হবে।
শুভকামনা রইল।
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩২
বিডি আমিনুর বলেছেন: সরকারের পোষা কুত্তা ।
১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
তুহিন সরকার বলেছেন: আপনি যেমন রাজাকারের বাচ্চা, দুঃখিত রাজাকারের কুত্তা...........
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪২
পাঠক১৯৭১ বলেছেন: কয়জন ইডিয়ট একত্রত হওয়ার কথা?