![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
আঁতাতের রাজনীতিতে পরাজয়ের সুর..............পরাজিত মানবতা
নিশ্চুপ,নিথর জয়বাংলা
যাচ্ছি রেখে তোমাদের তরে উষ্ণ এই পৃথিবীতে
জামায়াত রূপী বিষাক্ত সাপের ডিম...........সাবধান!
হাস্যকর এই রায় দেখেই বুঝা যায় এটি কোন স্বাভাবিক রায় নয়, এটা আঁতাতের রায়। কয়েক দিন অাগে বঙ্গবন্ধুর ভাষণ বিকৃতি নিয়ে ৭১ চ্যানেলের একটি প্রতিবেদনে জামাতের এক প্রবাসী নেতার মুখে বঙ্গবন্ধু শব্দটি উচ্চারিত হওয়ায় একটা সংশয় জেগে ছিল.....সেটার আজ ষোলকলা পূর্ণ হয়। প্রতিবাদ করার ভাষা নেই, প্রতিবাদ করেও লাভ নেই মুক্তিযুদ্ধের পক্ষের সরকারই এখন যে টুটি চেপে ধরবে! ইতিমধ্যে তার নমুনা দেখানো হয়েছে সরকারের পক্ষ থেকে। জাতি আজ আবার হতাশ, হতাশার এই রায়ের রেশ কাটবে না আমৃত্য কুখ্যাত রাজাকার মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সাঈদী আমৃত্য রায়ের মত।
“আমাদের প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তা বহাল থাকবে এটাই ছিল প্রত্যাশা। সেটা থাকেনি। আমার খুব খারাপ লাগছে।”
তবে আপিলের রায়ে সাঈদীর নারী নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “এই রায়ে একটি বিষয় জনগণ বুঝতে পারছে; ধর্মীয় নেতা হিসাবে দেলাওয়ার হোসাইন সাঈদীর যে পরিচিতি ছিল, তার মুখোশ আজ জনগণের সামনে উন্মোচিত হলো।
“এখন থেকে তিনি জনগণের সামনে নারী নির্যাতনকারী এবং ধর্ষণকারী হিসাবে পরিচিত হবেন।”
- অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
* মানবতাবিরোধী অপরাধের বিচারে আপিলের রায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে দেয়ায় প্রত্যাশা পূরণ না হলেও এতে ‘ধর্মীয় নেতা’ হিসাবে তার মুখোশ খুলে গেছে।-অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
‘আঁতাতের এই রায় মানি না/প্রহসনের এই রায় মানি না’, ‘আপোসকারীর আস্তানা/জ্বালিয়ে দেও, পুড়িয়ে দাও’
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"
জয়বাংলা!
গণজাগরণ মঞ্চে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
“জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে এই রায় দেয়া হয়েছে। এটা পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।”-ইমরান এইচ সরকার।
গণজাগরণ মঞ্চের আগামী কর্মসূচীঃ-
* আগামীকাল ১৮ সেপ্টেম্বরর বিকাল ৪টায় সারাদেশের সকল গণজাগরণ মঞ্চে বিক্ষোভ সমাবেশ।
* আগামী শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে গণসমাবেশ।
* সাজা কমিয়ে সাঈদীর আমৃত্যু কারাদণ্ড
* ‘রায় আঁতাতের, পরিকল্পিত’ ‘রায় আঁতাতের, পরিকল্পিত’
রায়ে হতাশা, শাহবাগে ‘হামলায়’ ক্ষোভ সিপিবির
* প্রসিকিউশনে বদল চান ‘মর্মাহত’ আইনমন্ত্রী
* শাহবাগে কাঁদুনে গ্যাস-গরম জল, আহত বেশ কয়েকজন
* ‘প্রমাণিত হয়েছে, সাঈদী ছিলেন রাজাকার’
* সাঈদীর আমৃত্যু কারাদণ্ড
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
তুহিন সরকার বলেছেন: আঁতাতের রাজনীতিতে পরাজয়ের সুর..............পরাজিত মানবতা
নিশ্চুপ,নিথর জয়বাংলা
যাচ্ছি রেখে তোমাদের তরে উষ্ণ এই পৃথিবীতে
জামায়াত রূপী বিষাক্ত সাপের ডিম...........সাবধান!
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"
জয়বাংলা।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: oh shame,
oh politics