নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

ব্যস্ত জীবন.......!

০৫ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৫৩

শর্ত ছাড়াই মত্ত আছি জীবনটা বড় ব্যস্ত,
তোমার কথা ভুলে বন্ধু আজ আসক্ত।
বিত্ত-বৈভবের উষ্ণতায় সিক্ত,
কে তুমি বন্ধু আমি ব্যস্ত।
নেশায় চুর জীবন ভর পাপ কি বুঝিনা
আজব জীবন মেলায়।
সখি তোমার মন ভাঙ্গিনী মসজিদ ভাঙ্গায়
বিছানায় হয়েছি সিক্ত!
কালের খেলায় খেলিছি খেলা স্মরণে নাই
রেখেছি বাঁধা পায়ে তোমার এই মাটি সম্বলিত দেহ।
সুখ টানের থোঁয়ার আছন্ন পরিবেশ
কোথায় নিজেই দেখিনা জীবনটা বড় ব্যস্ত বন্ধু, জীবনটা বড় ব্যস্ত!
সুখ নাই সুখের খোঁজে হন্যে বাকী সব জলাঞ্জলী
পেলেই একটু সুধা-অমৃত মিক্সট কাঁচা মাংস।
জলে ঝাপটায় ভাঙ্গেনা নেশার ঘুম চারিদিকে হরিলুট
চোখ কচলিয়ে হাত পেতেছি ভাগে তুমি দিওনা হাত
কড়ায় গন্ডায় হিসাব নির্ভুল।
দামী গাড়ী চেপে এসিতে বসে পাচ্ছিনা আরাম
দুলছে শরীর তোমার দোলানোয় এসেছিল ঘুম!
প্রতিকারের ভরসায় পকেট পুরেছি ড্রাইভার শালা জানেইনা,
চাপকে পিঠের ছাল তুলে নেব অবস্থা যে কাহিল।
সংযমের কালে সংযম হারিয়ে পেতেছি দুহাত
ব্যস্ত আমি বুঝনা কেন অনেক কাজ আমার উপরই যে ন্যস্ত...............
দিচ্ছিতো ভাগ সিকি পরিমাণ ঢাক-ঢোল পিটিয়ে
মসজিদ-মন্দির গড়ায় কি প্রশান্তি ধোঁকায় আজ আড়াল করেছি কি ভাল, কি মন্দ।
কালো টাকায় পেয়েছি ছবক, জাতের মেয়ে কালোই ভাল!
ভাগ্যিস বউটা হলোনাতো আর কালো!
নিরাপত্তা হীনতায় নিরাপত্তায় নিয়োজিত,
নিরাপত্তা কি দেবে ভেবেই পাইনা পেটের পীড়ায় পুষ্টিহীনতায় রুচি নাকি নষ্ট।
হয়নিতো বলছি ফুড পয়জনিং সনদ নিতেই ব্যস্ত।
তারপরেও বেশ ভাল আীছ বন্ধু আমি যে ব্যস্ত।
ভিক্ষুক পাইনা ভিক্ষা দেব রাস্তায় টহলরত একোন ভিক্ষুক!
যাচ্ছে দিন এদের পাহাায় নিাপত্তা ন্যস্ত,
সস্থা জীবনে তাই ব্যস্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.