![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।
মেঘলা আকাশ, মেঘলা মন অশ্রুতে বৃষ্টির ছোঁয়া
একাকার আজ ভালবাসায় স্মৃতি রোমন্থন!
কোন এক বৃষ্টিভেজা দিনে
লজ্জাভিরু পায়ে হৃদয় কড়া নেড়ে তোমার আগমন।
দমকা হাওয়ার ঝাঁপটায় কেঁপে ছিল ঠোট
আচমকা মেঘের গর্জনে জড়িয়ে ছিলে,
না বলা কথা শেষ এক নিমিষে।
বৃষ্টির সেই পিছন ফেরা হাসিমাখা মুখ,
আজ অলিক সেই সুখ।
আজও আমি বৃষ্টিতে একা অনুভবে তোমার ছোঁয়া।
তুমি আর তুমিতে নেই, আজও আছি সেই আমি.......................!
©somewhere in net ltd.