নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

সামহোয়‍্যার ইন...ব্লগ-এর সম্মানিত সকল ব্লগার, পাঠক, লেখক, মডারেটর, পৃষ্টপোষক,বিজ্ঞাপনদাতা সহ সকলক শুভানুদ্ধায়ীকে জানাচ্ছি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর।



ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ...............
সবাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা....................
ঈদ মোবারক।


ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায়, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর।
সামহোয়‍্যার ইন...ব্লগ-এর সকল ব্লগার, পাঠক, লেখক, মডারেটর, পৃষ্টপোষক,বিজ্ঞাপনদাতা সহ সকলক শুভানুদ্ধায়ীকে জানাচ্ছি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

ধর্ম প্রতিমন্ত্রী চাঁদ দেখা এবং আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতরের ঘোষণা দিচ্ছেন।
(ছবিঃ- এটিএন নিউজ টেলিভিশনের সৌজনে।)
সামহোয়‍্যার ইন...ব্লগ-এর সম্মানিত সকল ব্লগার, পাঠক, লেখক, মডারেটর, পৃষ্টপোষক বিজ্ঞাপনদাতা সহ সকলক শুভানুদ্ধায়ীকে জানাচ্ছি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।
আসুন সবাই এক হ‍য় ধনী-দরিদ্রের সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে একই কাতারে সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র ঈদের আনন্দ ছড়িয়ে দেই সমাজের সকল স্তরে সবার মাঝে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়, সকলকে পবিত্র ঈদ-ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক।
পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে সমাজের নানা প্রকার মানবিক অবক্ষয় থেকে নিজেকে, সমাজ ও দেশকে রক্ষাকরি।
নৃশংসতা শিকার হয়ে অকাল প্রয়াত রাজনসহ অন্যান্য সকলের আত্মার মাগফোত কামনা ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আসুন সবাই মিলে রাজনদের পা্শে দাড়াই এবং ভবিষ্যতে এই ধরণের নৃশংসতা প্রতিরোধে বরাবরের মত সবাই মিলিতভাবে এগিয়ে আসি।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী
সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,
তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।
তোরে মারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।


আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাইলাহা ইল্লাললাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়ালিলল্লাহিল হামদ।

পরিশেষে আবারও সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি।
ঈদ মোবারক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.