নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতি সাধারণ একজন মানুষ হবার প্রচেষ্টায়......................।

আজ তুমি অন্যের...........প্রীতি!

তুহিন সরকার

অমরে একুশে..............\nআমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি............\nএকাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। প্রজন্মের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। “রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ অনিঃশেষ” সাঈদী/জব্বার সহ অন্যান্য সকল মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই, ফাঁসি। জয়বাংলা।

তুহিন সরকার › বিস্তারিত পোস্টঃ

বিলম্ববিত মীর কাসেম আলীর রায়ের রিভিউ এবং জন কেরির বাংলাদেশ সফর নামক কোন কি কেরামতি!

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

মিলিয়ন ডলার লবিস্টম্যান কুখ্যাত রাজাকার আলবদর কমান্ডার মীর কাসেম আলীর রায় কার্যকরটা যেন গলার কাাঁটা হয়ে দাড়িয়েছে। গত ৮ মার্চ/২০১৬ খ্রিষ্টাব্দে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদকে খুনের দায়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য বদর কমান্ডার মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহালের রায় দেন সর্বোচ্চ আদালত থেকে।
এরপর বিভিউয়ের নামে চুড়ান্ত রায়ের পর কালক্ষেপন। এর আগে রায় কার্যকরে এত সময় ক্ষেপন এর আগে লক্ষ্য করা যায়নি। বরাবরের মত এবারও রায়ের ব্যপারে নানা আশংকা দেখা দিয়েছে। বিচার বিভাগের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থানান্তরের চিঠি প্রেরণ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মৃত্যুদন্ডাদেশ বাতিল করে পুনরায় শুনানির আহ্বান।এরপর অন্তিম মুহূর্তে মার্কিন পররাষ্টমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফর! এখন দেখার বিষয় জাতির সামনে জন কেরির কেরামতি না Money is Second God......................! আমাদের বিশ্বাস যে কোন মূল্যে বাংলাদেশকে কলংক মুক্ত করা এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও শোধ করা। প্রতীক্ষায় গোটা জাতি...........
পূর্বে প্রকাশিত আমার একটি পোস্টঃ
ব্রেকিং নিউজ- মানবতাবিরোধী যুদ্ধাপরাধী কুখ্যাত রাজাকার আল-বদর নেতা মীর কাশেম আলীর ফাঁসির আদেশ।
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"

জয়বাংলা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৯

চলতি নিয়ম বলেছেন: সন্দেহ অমূলক নয়।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

তুহিন সরকার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"

২| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সাকা, নিজামীর পর আর কোন ভয় পাওয়ার কথা না সরকারের...

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

তুহিন সরকার বলেছেন: আপনার কথা সঠিক, তারপরও জুজুর ভয়......!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৬

দুর্গম পথের যাত্রী বলেছেন: আপিলের রায় এখনও দেয় নি ...আপনি প্রিডিকশন দিলে আর ট্রাইবুনালের প্রয়োজন হত না.....

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৪

তুহিন সরকার বলেছেন: বন্ধু আপনি মনে হয় আফ্রিকার কোন গহীন অরণ্যে কিংবা গুহায় বাস করেন। আপনার জানার খাতিরে বলছি, মহামান্য আপিল বিভাগ ইতিমধ্যে এই কুলাঙ্গারের ফাঁসির রায় বহাল রেখেছেন। এখন রায় পুর্নবিবেচনার শুনানি চলছে। আমার নিজস্ব কোন প্রিডিকশন নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
"রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ"

জয়বাংলা।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৮

দুর্গম পথের যাত্রী বলেছেন: আপনাদের কারণে ট্রাইব্যুনাল বিতর্কিত হয়ে যায়....সিস্টেমে আগাতে দিন

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬

তুহিন সরকার বলেছেন: আমাদের কারণে নয় বলুন আপনার মত তথাকথিত জ্ঞানপাপীদের জন্য বাংলাদেশ বিতর্কিত হয় বারবার.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.