| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত জবা ফুল
ভালবাসেত চায় দেশেক আমার বাবা,মায়ের মত।
সাকিবখান ও সালমান খান। দুই জনেই বাংলা ও হিন্দী দুই জগৎতের খুবই জনপ্রিয় চলচিত্র নায়ক। আমাদের সাকিব খান ভারতের সালমান খানের চেয়ে কম নয়, তার চেহেরা , শাররীক গঠন, গায়ের রং, চুলের ষ্টাইল সবই একজন সেরা পারফেক্ট ফ্লীম নায়ক হবার জন্য যতেষ্টের চেয়ে বেশী। আমাদের দেশ ও চলচিত্র র্মাকেট দর্শক সংখ্যা কম বলে সাকিব সালমান খানের পর্যায়ে হয়তো পৌচাতে পারেনি। যদি ভারতের মত বিশাল চলচিত্র র্মাকেট ও দর্শক পেত আমাদের শাকিব খান জনপ্রিয়তার অনেক অনেক উপরে উঠতে পারতো।
আসুন দেখা যাক বাংলা ও হিন্দী দুই জগৎতে দুই খানের কিছু মিল।
২|
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আশিক আহমেদ বাপ্পী বলেছেন: সালমানের অভিনয় যদিও তেমন ভালোনা কিন্তু তার মধ্যে একটা ম্যানলি ভাব আছে এন্ড সালমান অনেক স্টাইলিশ। আর সাকিবের অভিনয় তো ভালোই না তার উপর ব্যাটা একটা হিজরা ।
৩|
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
ঘুড়িবাবা বলেছেন: বাপ্পী আর স্বপ্নবাজ অভি...শাকিব খান আপনাদের কাছে হিজড়া হতে পারে। কিন্তু বাংলাদেশের কোটির ও উপরে সমাজের নিন্মবর্গীয় মানুষের কাছে বিনোদনের প্রধান উৎস। গার্মেন্টস কর্মী,রিকশাওয়ালা অনেকেই তার ছবি দেখেন।গার্মেন্টস কর্মী,রিকশাওয়ালা বলে তাদের আপনি অবহেলা করতে পারেন না। তাদেরও বিনোদনের দরকার আছে। আর সালমান খান তো তাদের সে বিনোদন দিতে পারেনা।ভাষা ভিন্ন তাই।
৪|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৫
তাসজিদ বলেছেন:
সাকিবের ১০ টি মুভি দেখেন। সব গুলর কাহিনী সেম।
৫|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩১
ঘুড়িবাবা বলেছেন: তাসজিদ আপনি শাকিব খানের ১০ টা মুভির নাম বলতে পারবেন, এই মূহুর্তে কোন রকমের ধূর্তামি ছাড়া?
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১
আশিক আহমেদ বাপ্পী বলেছেন: সালমানের অভিনয় যদিও তেমন ভালোনা কিন্তু তার মধ্যে একটা ম্যানলি ভাব আছে এন্ড সালমান অনেক স্টাইলিশ। আর সাকিবের অভিনয় তো ভালোই না তার উপর ব্যাটা একটা হিজরা ।