নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবা আর মা তোমরা আমার প্রাণ তোমরা আমার সব।

দেশকে ভালবাসতে চায় আমার বাবা মায়ের মত।

রক্ত জবা ফুল

ভালবাসেত চায় দেশেক আমার বাবা,মায়ের মত।

রক্ত জবা ফুল › বিস্তারিত পোস্টঃ

সোনালী দিনের জনপ্রিয় ও সিনেমার পর্দা কাপাঁনো চলচিত্র নায়িকারা।

২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮











































































দেশে বিনোদন মিডিয়া যত বৃদ্ধি পাচ্চে তার সাথে পাল্লা দিয়ে আমাদের চলচিত্র জগৎতের সিনামা ও সিনেমা নায়িকারাও হারিয়ে যাচ্ছে। উল্টো পথে যাচ্ছে আমাদের চলচিত্র জগৎত, যত আধুনিক হচ্ছে সিনেমা জগৎ তত হারিয়ে যাচ্ছে আমাদের সিনেমা জগৎতের জনপ্রিয়তা ও সৌন্দর্যতা, এর পেচনের বড় কারণ ঘরে ঘরে স্যটেলাইট টিভি কানেকশন ও উন্নত প্রযুক্তির ডিভিডি, কম্পিটার ইন্টার নেট । অতি সস্তায় খুব সহজে পাওয়া যাচ্ছে বিদেশী সুন্দর সুন্দর সিনেমা , কিন্তু বিদেশী সিনেমা গুলোর সাথে ও আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ব্যার্থ হয়েছে আমাদের চলচিত্র। ১৯৯৫/১৯৯৬ সাল পর্যন্ত ছিল আমাদের দেশের চলচিত্র ছিল খুবই জনপ্রিয় একটি শিল্প। সেই সোনালী দিনগুলোর নায়িকারাও হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের স্মৃতি হতে। এদের মাধ্যে কেউ কেউ মাঝে মাঝ ছোট পর্দায় অভিনয় করেন। আর চির তরে চলে কবিতা, সবচেয়ে অবাক করা মত কান্ড ঘটালেন শাবনাজ। তার তুমুল জনপ্রিয়তার মুর্হুতে গুড বাই জানালেন চলচিত্রকে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪১

রক্ত জবা ফুল বলেছেন: সরি আমার এই পোষ্টটি পুরো প্রথম পাতার অর্ধেক দখল করে নিয়েছে। ছোট করতে চায় , কিন্তু পারতেছিনা। কেউ কি বলবেন কি ভাবে প্রথম পাতায় ছোট আকারে প্রদর্শন করা যায়?

২| ২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১৯

স্বপ্নবাজ অভি বলেছেন: আগে লিখা দিন তারপর ছবি দিন ! এতে জায়গা কম নিবে ! একটা ছবি রাখতে পারেন উপরে !

৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন, এক সময় আমি ছিলাম সিনেমা পাগল, সপ্তাহের শুক্রবারটা আসার জন্য অপেক্ষা করতাম, আর প্রায় সাতদিনই সিনেমা দেখতাম।

৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩১

জরিণা বলেছেন: সাবানা অাপােক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.