নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাবা আর মা তোমরা আমার প্রাণ তোমরা আমার সব।

দেশকে ভালবাসতে চায় আমার বাবা মায়ের মত।

রক্ত জবা ফুল

ভালবাসেত চায় দেশেক আমার বাবা,মায়ের মত।

রক্ত জবা ফুল › বিস্তারিত পোস্টঃ

বি,এন,পি রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জিকে প্রত্যাখ্যান করলেও সামান্য মন্ত্রী সুষমা স্বরাজকে জানিয়েছে সাদর সম্ভাষণ

২৮ শে জুন, ২০১৪ বিকাল ৩:২২



গত বছর ২০১৩ সালের ৩,৪,৫ ই মার্চ বাংলাদেশ সফল করেছিলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এই সময় খালেদা জিয়ার সাথে প্রণব মুখার্জির সাথে বৈঠক ও সাক্ষাতের কথা ছিল, সবকিছু চুড়ান্ত ছিল, কিন্তু বৈঠকের ঠিক পূর্ণ মুর্হুতে বি,এন,পি কর্তৃপক্ষ হতে বাতিল করা হয় খালেদা মুখার্জি সাক্ষাত সিডিউল, এবং মুখার্জি সফরের ঐ তিন দিন বি,এন,পি জামাত কর্তৃক হরতাল পালন করা হয়।



তখন বি,এন,পি কর্তৃক বলা হয় নিরাপত্তার কারণে খালেদা জিয়ার পক্ষে মুখার্জির সাথে দেখা করা সম্ভব নয়।



ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দিল্লি হতে ঢাকা আসতে পারলেও মাত্র কয়েক কিলোমিটার দুরে নিজ দেশের নিজ শহরের মুখার্জি অবস্থানে হোটেল গিয়ে দেখা করতে পারেনি বি,এন,পি নেত্রী খালেদা। ব্যাপারটা তখন অদ্ভুদ আর মহাঠাট্ট মশকারী মনে হয়েছিল। বি,এন,পির ঐ আচরণ ছিল রাজনৈতিক শিষ্টাচার বর্হিভুত,কারণ মুখার্জি ছিল একজন সম্মানিত বিদেশী রাষ্ট্রীয় অতিতি।



গত ২৫ হতে ২৭ শে জুন ভারতের নবনির্বাচিত সরকারের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফর করে গেলেন, মান সম্মান পদমর্যাদায় প্রণব মুখার্জির চেয়ে অনেক নিচে সুষমা স্বারাজের অবস্থান, হায় রাজনৈতিক মেধা শুন্য নির্বোধ বি,এন,পি সামান্য মন্ত্রীর সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেল। সুষমা স্বরাজ বাংলাদেশ সফরের আগে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করার কথা ছিলনা, কিন্তু বি,এন,পির পক্ষ হতে ভারতীয় দুতাবাস ও ভারতীয় কর্তৃপক্ষের কাছে র্ধনা দিয়ে অনেক কাকুতি মিনতি করে শেষ পর্যন্তু সুষমা স্বরাজের সাথে সাক্ষাতের সিডিউল পান বি,এন,পি।



কোন রকম রাষ্ট্রীয় প্রটোকল ছাড়া ২৭ শে জুন বি,এন,পি নেত্রী সুষমা স্বরাজরে সাথে দেখা করেন শেষ পর্যন্ত। অথচ বিরুধী দলীয় পদমর্যদা ও রাষ্ট্রীয় প্রটোকল নিয়ে সম্মানের সহিত মুর্খাজির সাথে বৈঠক করেনি খালেদা জিয়া।

একেউ বলে ( গাধাঁ কখনো পরিষ্কার স্বচ্ছ পানি পান করেনা, উল্টো পরিষ্কার পানিকে নোংরা ও গোলা করে পানি পান করে) বি,এন,পির অবস্থা টিক একই।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.