নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ামার জিবনের াজানা রহস্যগুলো

তূর্য ঢাকা

তূর্য ঢাকা › বিস্তারিত পোস্টঃ

চলো এয়ারটেল বন্ধ করি (একযোগে ১৮ তারিখ সারাদিন)

১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

বাঙালি হইলে যোগ দিবেন

এবং কাজটা করবেন

# ইন্ডিয়ার বাড়াবাড়ি দেখে আর
চুপ থাকতে পারলাম না।
প্রথমে একটা সত্য গল্প বলি। মনযোগ
দিয়ে পড়েন প্লিজ। নরওয়ের
কোম্পানি টেলিনর। টেলিনরের
সিস্টার কনসার্ন হল গ্রামীণফোন।

# এই কোম্পানি টা তাদের সূক্ষ্ম
বিজনেস পলিসির এক অংশ প্রয়োগ
করে ডিজুস সিম দিয়ে। সারারাত
প্রায় ফ্রি কথা বলা যায়।
হায়রে হুলস্থুল সিম কেনার জন্য।
কিছুদিন পর কোম্পানি তাদের আসল
রুপ প্রকাশ করে। কর্পোরেট
কোম্পানি আলটিমেট ব্লাড সাকার
হয় এটা সবাই জানেন। কিন্তু
মজা দিয়ে অফার বন্ধ করে ডিরেক্ট
ব্লাড সাকিং তখনকার
তরুনেরা মানতে পারেনি। তারা করল
কি প্রতিবাদ স্বরুপ সকল গ্রামীন
সিম একদিনের জন্য বন্ধ রাখল এক
যোগে। এতে কোম্পানির
কোটি টাকা লস হল। তাও এই বন্ধ
রাখার ব্যাপারটা ছড়িয়ে দিল
ফোনে এসএমএস দিয়ে। আমি ২০০৫
সালের কথা বলছি। তখন
আমি টিনেজার। তবে স্পষ্ট
মনে আছে সব। ফেসবুক তো আসেই
নি বাংলাদেশে। তবুও দাবানলের মত
ছড়িয়ে পড়েছিল ব্যাপারটা।
সত্যিই সবার সিম ২৪ ঘন্টা অফ ছিল।
হেল্পিং সোস্যাল সাইট
বলতে মিগ-৩৩ ছিল। এই অভিনব
প্রতিবাদের পর কোম্পানি ঠিকই
নমনীয় হয়েছিল। এখন আসল কথায়
আসি। মওকা মওকা ভিডিওটা নিশ্চয়
দেখেছেন। পেপসি ইন্ডিয়ার
স্পন্সরে এত জঘন্য একটা ভিডিও
তৈরি হবে আমি স্বপ্নেও ভাবিনি।
বাংলাদেশকে নাকি ১৯৭১
সালে ইন্ডিয়া তৈরি করেছে।
মিত্র বাহিনীর প্রধান
লেফট্যানেন্ট জেনারেল "জগজিৎ
সিং অরোরা" ২০০৫
সালে মারা গেছেন।
উনি বেচে থাকলে নিশ্চয় উনিও
লজ্জা পেতেন। আমাদের ত্রিশ লক্ষ
শহীদের রক্ত কি তবে ভুয়া? দুই
লক্ষ নারীর সম্ভ্রম কি তবে ভুয়া?
ক্রিকেট খেলা নিয়ে এমন
জায়়গায় হাত দিল ইন্ডিয়া! আবার
ভিডিওতে দেখায়
ওরা নাকি আমাদের বড় ভাই।
বুঝিনা প্রসেনজিত, জাদেজা,
সিধুদের এত চুলকানি কেন? খেলার
ফলাফল যাই হোক, আমার দেশের
অবমাননা আমি কোন মতেই সহ্য করব না।
বিশ্বাস করি আপনিও সহ্য করবেন না।
চলুন প্রথমে এয়ারটেল সিম বন্ধ
রেখে ওদের মওকা মওকা ভিডিওর জবাব
দেই। কারন এয়ারটেল বাংলাদেশ
লিমিটেড ভারত ভিত্তিক "ভারতী"
গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান
এবং বাংলাদেশের একটি জিএসএম
ভিত্তিক মোবাইল টেলিকম
অপারেটর। অন্যদিকে পেপসি হল মূলত
যুক্তরাষ্ট্রীয় কোমল পানীয়
প্রতিষ্ঠান। আমরা পেপসি খাওয়াও
বন্ধ রাখতে পারি। তবে সরাসরি হিট
করার উপায় এয়ারটেল একযোগে বন্ধ
রাখা। এই পোষ্টটি দেখামাত্র
এয়ারটেল সিমটা অফ করে দিবেন।
অন্তত ২৪ ঘন্টা অফ রাখবেন।
পারলে ১৯ তারিখ পর্যন্ত। আপনার
ক্লোজ বন্ধু যার এয়ারটেল
আছে তাকে এই পোষ্টের
কমেন্টে মেনশন করে সিম বন্ধ
করতে অনুরোধ করবেন। জানিনা এই
ফেসবুকের যুগে কাজটা কতজন করবেন।
বিশাল বাংলার এক অতি দরিদ্র
লেখকের ডাকে কতজন সারা দিবেন।
তবে আপনারা করেন আর নাই করেন
আমি অবশ্যই এ
কাজটা করব। হোক না সংখ্যায় অল্প।
তবুওতো প্রতিবাদ। আর আপনারা সহ
বন্ধ রাখলে তো জিতেই যাব।
দাদাদের দাদাগিরি ছুটিয়ে দিব।
এই দেশে বিজনেস খাইয়ে দিব।
অন্তত এ লেখাটা যারা পড়বেন
তারা তো কাজটা করবেন ই।
বাংগালী কে ক্ষেপানোর ফল
কখনোই শুভ হয়না। এবারও
হবেনা ইন্ডিয়া। ধিক্কার
ইন্ডিয়ান নাগরিক দের। ধিক্কার
ভারতের মওকা ভিডিওটা দেখেছেন?

"1971,India created Bangladesh "

এটা দেখে বাংলাদেশ বুকে ধারণ
করা ছেলেটি ইন্ডিয়াকে কদমবুচি করে।
ইন্ডিয়া সগৌরবে হাত
উঠিয়ে তার শ্রেষ্ঠত্ব দেখায়।
তারপরও চুপ থাকবেন?ভারত সাপোর্ট
করবেন?
দেশের অপমানে বিবেক যদি একবারও
অারও ইন্ডিয়া সাপোর্ট
করতে বলে,তাহলে অাপনি করতে পারেন।
তবে বিবেকের দংশনে একদিন অাপনিও
পুড়বেন।হয়তো বেশি দেরীই
হয়ে যাবে তখন

দেশপ্রেম থাকলে ইভেন্টে গোয়িং দিয়েই দায়িত্ব শেষ না করে নিজের ওয়ালে শেয়ার করুন । ইনভাইট করুন আপনার পরিচিত দের ।

এবার দেখিয়ে দেয়ার সময় যে আমরাও পারি......।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: খেলার
ফলাফল যাই হোক, আমার দেশের
অবমাননা আমি কোন মতেই সহ্য করব না।


ভালো বলেছেন। সিম বন্ধ রাখার ব্যাপারটি অামার মনে অাছে, করলে খারাপ হয় না। অামি বন্ধ রাখবো।

২| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

পুরান লোক নতুন ভাবে বলেছেন: থাপড়াইয়া ভন্ডামি বন্ধ করমু!! আগে টিভি চ্যানেল রিয়াজ রসুন খাওয়া বন্ধ কর তারপর আসিস সিম বন্ধ করতে!! ছাগলের দল!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.