নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুশি মারইয়াম

আমার মাটি , আমার মা রাজাকারের হবে না

তুশি মারইয়াম › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক সাক্ষাতকার

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

উপস্থাপক-সুপ্রিয় দর্শক , আজ আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় নায়ক অনন্ত জলিল...

নায়ক- নো বাদার একটু কারেকশন হোবে । আমি নায়ক না , আমি হিরু । আর নামটা অনন্ত যলিল না , এ যে অনন্ত

উপস্থাপক- সুপ্রিয় ...

নায়ক- সোরি বাদার , আরেকটু কারেকশন হোবে । শুদু হিরু না , একশোন হিরু । ইউ নো আমার অনেক জনপিয়তা , সো অনলি হিরু শব্দটা আমার সাথে যায় না ।

ক্রিং ক্রিং...

উপস্থাপক- জ্বী দর্শক , পরিচয় দিয়ে কথা বলুন আমাদের অতিথির সাথে ।

দর্শক- আমি সালমা বলছি , ভাইয়ার সাথে কথা বলবো

নায়ক- যি , ছিছটার ছালমা , আপনার কুচ্চেন করেন । আই অ্যাম এনচার ইউ ।

দর্শক- ভাইয়া , আপনার অভিনয় আমার খুবই ভালো লাগে । আপনি কোথায় পড়াশোনা করেছেন ?

নায়ক- আপনাকে ধোন্যবাদ । ছিছটার লিচেন টু মি , ইউ নো আই মিন আই অ্যাম ম্যানছিছটার থেকে পড়াশোনা করেছি ।

দর্শক- এটা কোথায় ? মানে জানতে চাচ্ছিলাম এটা কোন দেশে ?

নায়ক - ওহ ছিছটার ইউ নো এটা গানার ড়াযধানী ।

দর্শক- ধন্যবাদ ভালো থাকবেন

উপস্থাপক - আচ্ছা , মিস্টার অনন্ত আপনি কি ছোটবেলা থেকেই নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন ?

নায়ক - বাদার , লিচেন টু মি , ছুটোবেলা থেকেই আমার চিক্স পেক বোডি। আমি ছুটোবেলা থেকেই নায়ক ।

উপস্থাপক -কার অভিনয় আপনার ভালো লাগে ?

নায়ক - কারো অবিনয় ভালো লাগে না । আমি ছারা আর কেউ অবিনয় করতে পারে না । টোম কুরুজ আমার মোত অবিনয় করার চেস্টা করে । কিন্তু লাব হয় না

উপস্থাপক - দর্শক মহলে নিজের জনপ্রিয়তা কোন পর্যায়ের মনে করেন ?

নায়ক- আই অ্যাম ওনেক জনপিয় নায়ক । মেয়েরা আমার অবিনয় দেখে পশ্ন কোরে বাইয়া আপনি কিবাবে এত ভাল অবিনয় করেন ? আমি তাদেরকে বলি , আমি এবাবেই অবিনয় করি ।

উপস্থাপক - কোন নায়িকার সাথে কাজ করতে ভালো লাগে বা কার সাথে কাজ করতে চান ?

নায়ক- আমি বোর্ষা ছারা আর কুনু নাইকার সাতে কাজ করতে ছাই না

উপস্থাপক - আচ্ছা । অনেকেই বলেন আপনার উচ্চারনে ত্রুটি আছে

নায়ক- ককোনোই না । আমি ওনেক দিন বাইরে চিলাম তাই বাংলা বলতে একটু অসুবিদা হয় । বাট ইউ নো আই অ্যাম ইংলিচে খুব ভালো । তাই বেসি বেসি করে ইংলিচ বলি , আই অ্যাম পিল চাম সোমোস্যা উইত বাংলা চো আই ইউচ ইংরেজি ...

এমন অসাধারণ মুহূর্তে বিদ্যুৎ চলিয়া গেল...

ইহা একটি কাল্পনিক সাক্ষাতকার । কোন কারণে যদি জ্বলন্ত খলিলের সাথে মিলিয়া যায় তাহলে আমি দায়ী থাকিবো না

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ হা বিদ্যুস যাওয় আর ছুময় পাইল না!!!!!

পুরা জাতি বিনোদুন থেকে বঞ্চিত হইলে... :) =p~ =p~ =p~ =p~

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

তুশি মারইয়াম বলেছেন: ঠিকই বলছেন বিদ্যুতের বুদ্দি নাই :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.