![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
ডিসেম্বর মানে শুধু বিজয়ের মাস ই নয়,এটা পরাজয়ের ও মাস। তবে এই পরাজয় শুধু ভাড়া বাসায় থাকা ব্যাচেলরদের। মাস শেষে জানুয়ারী এলেই জমিদার বাপু তার বিরাট ভেপু নাড়াতে নাড়াতে এসে হাতে ধরিয়ে দিয়ে যাবেন ভাড়া বৃদ্ধির ফরমায়েশনামা । আর সেই সাথে হয়ে যাবে ব্যাচেলরদের আরো একটি পরাজয়। এই পরাজয় প্রতিটি ব্যাচেলরকে প্রতি বছর ই স্বীকার করে নিতে হয়। কি নিদারুনভাবেই না পরাজিত হ-ই আমরা,ব্যাচেলররা ।
©somewhere in net ltd.