![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
সন্ধ্যা হতে বেশি দেরি নেই
বদ্ধ ঘরে একাই বসে আছি
ঘরটা অন্ধকার
জানালা দিয়ে আলো
উকি দিচ্ছে ঘরের ভেতর
যেমনটা তোমার কথায়
আশা খুজে পাই নতুন করে বাঁচার
স্বপ্ন দেখি তোমায় নিয়ে ঘর বাঁধার
জানিনা তা সত্যি হবে কিনা
তোমার ভালবাসার আকাঙ্খায়
আমি মাতাল প্রায়
তোমাকে নিয়ে ভাবতেই সময় কেটে যায়
চারিদিক নিরবতা ভঙ্গ করে আজান
সুমধুর সে সুর
ঘরটা অন্ধকারে ডুবে গেছে
তবু জ্বালিনি সন্ধ্যা প্রদীপ
মনের আকাশে মেঘের আনাগোনা দেখি
দেখতে দেখতে সময় কেটে যায়
আমি একই জায়গায় বসে থাকি
ডাইরি আর কলমটা নিয়ে
অসমাপ্ত ডাইরি টা শেষ করতে চাই
অপূর্ন ভালবাসার গল্প দিয়ে
লেখা হয়ে উঠে না কিছুই
আরো কিছুক্ষন কেটে যায় এভাবেই
তোমাকে ভেবে
তোমাকে ভালবেসে
তোমাকে নিয়ে স্বপ্নের মেঘে ভেসে
ভাবতে থাকি আমি উদাসিন
এখনো ঘর অন্ধকার
জ্বলেনি সন্ধ্যা প্রদীপ
জ্বালানোরও কেউ নেই
বন্ধ ঘরে আমি একা
অসাড় ভাবে বসে থাকি
ঘরে একটুও অলো নেই
অন্ধকারে আমি মিসে একাকার হই
অন্ধকারও আমাকে জাপটে ধরে অছে
বুকের গভীরে অসীম শুন্যতা
আমি চাই
তুমি এসে জ্বেলে দাও সন্ধা প্রদীপ
পরম মমতায় বলো ভালবাসি
ভালবাসার কথায় করে তোল মাতাল
অবশেষে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরো
বলো ভালবাসি ,ভালবাসি
তোমায় ভালবাসি
হয়তো এই স্বপ্ন গুলো মুখ থুবরে লুটে পড়বে
তোমার পায়ের কাছে
আর সেগুলো মাড়িয়ে
তুমি এগিয়ে যাবে সামনে
আর আমিও আস্তে আস্তে হারিয়ে যাবো
এই আঁধারেই
তোমাকে ভালবেসে
শুধু তোমাকে
হৃদয়ের সব টুকু জড়তা ভেঙ্গে
হঠাত্ই চিত্কার করে উঠি
তোমাকে ভালবাসি মেঘ
ভালবাসি শুধু তোমাকেই
আরো ভালবাসবো সময়ের সাথে পাল্লা দিয়ে
যদি একটু সুজোগ দাও
এখনো আমি অন্ধকারে
জ্বালেনি কেউ জীবন প্রদীপ
তবু আশায় থাকি
তুমি আসবে
আমাকে ভালবাসবে
এখনো আমি. . . . . . . .
.
.
.
১৩/০২/২০১৩
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৪
উদাস কিশোর বলেছেন: ক্যারি অন
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩১
অপ্রচলিত বলেছেন: বেশ বড় কবিতা , তবে ভালো লিখেছেন। +++
বেশ কিছু বানান ভুল পেলাম, সমর পেলে ঠিক করে নিবেন।
নিরন্তর ভালো থাকুন।
০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন সুস্থ থাকুন
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮
বেলা শেষে বলেছেন: Brother i am siting-singing-blogging-sleeping.