নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০২)

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৩

নিঃসঙ্গ সময় গুলোয় এলোমেলো কিছু চিন্তা মাথায় ঘুরপাক খায় ।

বড় কষ্ট হয় !

এই ছোট্ট জীবনে আনেক কষ্ট বুকেরভেতর গুমরে কাঁদে ।

অতীত আর বর্তমানকে রমন্থন করে আমার সময় কেটে যাচ্ছে ।

অধিকাংশ রাতই কাটাই নির্ঘুম ।রাতের অঁধারের সাথে কষ্ট গুলোকে মেসাতে চাই ।

রাতের চাঁদকে ,জোস্ছনাকে একসময় অপূর্ব লাগতো ।

আর এখন জোস্ছনাকে মনে হয় মরুর তপ্ত বালির উত্তাপ ।মনে হয় যেন আমার অন্তর টাকে জ্বালিয়ে দিল ।

কষ্ট গুলো নিরবে গুমরে কাঁদে,তবু চোখ দিয়ে আজো বর্ষা নামেনি ।

আমার হৃদয়ের রক্ত ক্ষরন নিজ চোখে তাকিয়ে দেখি ।



"কি অপূর্ব সেই নীল কষ্ট

কি অপূর্ব সেই বেদনা

কি অপূর্ব হৃদয়ে ক্ষরন হওয়া লাল রক্ত ।"

একাকিত্বই আজ আমার সঙ্গী ।



আমাকে স্বান্তনা দেওয়ের মত আজ আমার পাশে কেউ নেই ।

হয়তো আসবার মত কেউই নেই আমার ।

"কোন তারা কবে নিভে গেল , আকাশ কি তা মনে রাখ ?

হয়তো একদিন আমিও এ ভাবেই হারিয়েযাব ।"

জানি কেউ মনে রাখবেনা ।

"জানি পৃথিবীর বৃন্ত হতে ঝরে যাব একদিন ,

কত আশায় ভরসায় বাঁধি বুক ,

কেটে যায় অষ্ট প্রহর"

আঁধারে জেগে থাকি জোস্ছনার আশায়

তবু কেউ পাশে আসেনি

জানি আসবেও না



আমি সময়ের ফেরিওয়ালা । সময়ের ফেরিওয়ালাদের কাছে সময় স্থবির ।তারা তাদের নির্দিষ্ট মানুষেটার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে রাজি । সময়ের ফেরিওয়ালা সারাটা জীবন একজন নির্দিষ্ট মানুষের জন্য অপেক্ষা করে , যাকে সে তার সব জিনিস উজার করে দেয় ।

এখনো অপেক্ষায় আছি ,জানিনা আর কত দিন থাকতে হবে. . . . . . . . . . . . . .

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০১)

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
শুভ কামনা

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪০

অপ্রচলিত বলেছেন: আমি সময়ের ফেরিওয়ালা । সময়ের ফেরিওয়ালাদের কাছে সময় স্থবির ।তারা তাদের নির্দিষ্ট মানুষেটার জন্য সারাটা জীবন অপেক্ষা করতে রাজি । সময়ের ফেরিওয়ালা সারাটা জীবন একজন নির্দিষ্ট মানুষের জন্য অপেক্ষা করে , যাকে সে তার সব জিনিস উজার করে দেয় ।
এখনো অপেক্ষায় আছি ,জানিনা আর কত দিন থাকতে হবে


তবে আমিও সময়ের ফেরিওয়ালা।
আপনার প্রতীক্ষার অবসান ঘটুক।
অশেষ শুভ কামনা।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯

উদাস কিশোর বলেছেন: :)
সময়ের ফেরিওয়ালা কাছে সুসময় একদিন ধরা দেবেই ;)
আপনার জন্য নিরন্তর শুভকামনা

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

অনিকেত রহমান বলেছেন: আমার মনে হয় একদিন ঠিকই আপনার গন্তব্য পাবেন।। আশা কে বাঁচিয়ে রাখুন সবসমায়।।
স্বার্থের পৃথিবীতে কে পাশে থাকলো না থাকলো সেটা ভেবে মন খারাপ না করে নিজের মত চলতে থাকুন।।



আপনার লেখার প্রশংসা করতেই হয়।। যথেষ্ট আবেগ দিয়ে লেখা ।। প্রতিটি শব্দ প্রতিটি লাইন ভালো লেগেছে।।
শুভ কামনা রইল।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

উদাস কিশোর বলেছেন: ভাইয়া ,
অনূর্বর মস্তিষ্কের কিছু প্রলাপ যদি আপনার সত্যিই ভাল লেগে থাকে !
তবে এ অধমের লেখার এটাই সার্থকতা :)

অনেক অনেক ভাল থাকুন ।
শুভ কামনা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

মুনেম আহমেদ বলেছেন: "কোন তারা কবে নিভে গেল , আকাশ কি তা মনে রাখ ?
হয়তো একদিন আমিও এ ভাবেই হারিয়েযাব ।"
জানি কেউ মনে রাখবেনা ।
_
উদাস কিশোর ভাই আপনার এলোমেলো ভাবনাগুলো খালি কষ্টের হয় কেন? সামনে আনন্দের ভাবনা চাই। শুভকামনা নিরন্তর

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

উদাস কিশোর বলেছেন: হবে হয়তো কোন একদিন !
অপেক্ষায় থাকুন !
অনেক শুভ কামনা ।
ভাল থাকবেন

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মশিকুর বলেছেন:
এলোমেলো ভাবনা গুলো এলোমেলো হলেও আনন্দদায়ক। অপেক্ষা শেষ হোক...

শুভকামনা।।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ !
অনেক দিন পর পদ ধুলি দিলেন ।
অনেক অনেক ভাল থাকুন মশিকুর ভাই ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৭

-আরোহী বলেছেন: আমরা সবাই অপেক্ষা করি - ব্যক্তি, বস্তু, সময় অথবা এমন কিছুর যা নিজেই জানি না।

আপনার লিখা পরে বিখ্যাত নাটক Waiting for Godot মনে পরে গেলো। পারলে একবার পড়বেন। মাথাটা খারাপ হয়ে যায় :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ।
আসলেই আমার কখনো কখনো অজানা কিছুর জন্যেও অপেক্ষা করি ।
হ্যা , নাটক টি সময় করে পড়ে দেখবো ।
তবে ভাই ,মাথা নষ্ট হলেই তো প্রবলেম !
অবশ্য আমার বাড়ি থেকে পাগলা গারোদ এর দূরত্ব মাত্র ১ কিঃলোঃ :P

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে।
বানানের দিকে আরো খেয়াল রাখতে হবে।
শুভরাত্রি ||

১৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৪

উদাস কিশোর বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আসলেন !
ধন্যবাদ প্রিয় মুন ভাইয়ু !
অনেক ভাল থাকুন

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৩

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অনেক আবেগি আর কষ্টের লেখা :)

সুন্দর

শুভ সকাল

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন
শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.