নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০৩)

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

আমার ফুসফুসের টানে যেমন

একটার পর একটা সিগরেট শেষ হয় !

ঠিক তেমন সময়ের টানে আমার জীবনও শেষ হয়ে আসছে

কাউকে ভালবাসা বা আপন ভাবা হয়তো আমার অপরাধ

যখনই যাকে আপন ভেবেছি ,সেই আমাকে ভুল বুঝে চলে গেছে ।

আমি তো কখোনো চাইনি কেউ আমাকে ছেড়ে চলে যাক । তবে কেন এমন হয় ?

আমার কষ্ট গুলো আমার যন্ত্রনা গুলো আমি কেউকে দিতে চাইনি

সব সময় লুকিয়ে রেখেছি এই বুকের মাঝ ,

আর যখনই কাউকে কষ্ট গুলো দেখিয়েছি সেই চলে গেছে ।

কারন আমার কষ্ট গুলো অন্য রকম ।

.

আমার জন্মই আঁধারে ,তাই আলো আর সহ্য হয় না ।

রাতের জোসনায় প্রমিক প্রেমিকা ভালবাসার সপ্ন দেখে

আর আমার জোসনাকে এখন অসহ্য লাগে

আমি তার মাঝে স্নিগ্ধ আলো খুজে পাই না ,খুজে পাই মরুর বুকের ভীষন জ্বালাময়ী উষ্ণতা ।

যেন পুড়িয়ে ছারখার করে দেয় এই হৃদয়

রাতের আঁধারের সাথে সখ্যতা করি

রাতের আঁধারে সিগরেটের ধোঁয়ার সাথে কষ্ট গুলো উড়িয়ে দিতে চাই ,

ধোঁয়া মালিয়ে যায় কিন্তু কষ্ট আবার বুকের মাঝে জমাট বাঁধে

তাই আর কষ্ট দূর করতে চাই না

আকরে ধরি অক্টপাসের মত ।

জানি তুমিও ভুল বুঝেছো ।

জানি না কি অপরাধ আমার

যদি আমার কোন আচরনে বা কথায় কষ্ট পেয়ে থাকো তবে আমাকে ক্ষমা করবে কিনা জানি না ।আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি ,বাকিটা তোমার ইচ্ছা । ভাল থাকো ।

হারিয়ে যাওয়ার সময় পিছু ডেকো না

যদি কখনো হারিয়ে যাই তবে আমাকে আর খুজো না ।

আর কিছু লিখতে পারছি না ,. . . . . . . . . .

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০২)

আনমনে কিছু এলোমেলো ভাবনা (০১)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: আমার জন্মই আঁধারে ,তাই আলো আর সহ্য হয় না । রাতের জোসনায় প্রমিক প্রেমিকা ভালবাসার সপ্ন দেখে আর আমার জোসনাকে এখন অসহ্য লাগে আমি তার মাঝে স্নিগ্ধ আলো খুজে পাই না।

ভালো লাগলো।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৫

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ
তবে কমেন্ট লিংক দেওয়া থেকে বিরত থাকলে খুশি হবে ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার জন্মই আঁধারে ,তাই আলো আর সহ্য হয় না ।
নাইস কিশোর ||

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

মামুন রশিদ বলেছেন: বিষাদ বিষাদ বিষাদ! বিষাদময় কাব্য!

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

উদাস কিশোর বলেছেন: :(( :(( :(( :((
ধন্যবাদ ।
ভাল থাকবেন :((

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


বিষাদের কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

উদাস কিশোর বলেছেন: আপনার ভাল লাগায় , আমিও আনন্দিত :) :)
ভাল থাকুন , ধন্যবাদ

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

ইখতামিন বলেছেন:
ভালো লাগা জানবেন

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩১

উদাস কিশোর বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ইখতামিন ভাই ।
ভাল থাকুন

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো এলোমেলো ভাবনা।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

উদাস কিশোর বলেছেন: গরিবের বাড়িতে হাতির পা ! B-) ;)
স্বাগতম আমার ব্লগে ।
অনেক ধন্যবাদ
শুভ কামনা নিরন্তন

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

সকাল রয় বলেছেন:

আমার জন্মই আঁধারে ,তাই আলো আর সহ্য হয় না ।
রাতের জোসনায় প্রমিক প্রেমিকা ভালবাসার সপ্ন দেখে
আর আমার জোসনাকে এখন অসহ্য লাগে
আমি তার মাঝে স্নিগ্ধ আলো খুজে পাই না ,খুজে পাই মরুর বুকের ভীষন জ্বালাময়ী উষ্ণতা ।
যেন পুড়িয়ে ছারখার করে দেয় এই হৃদয়
রাতের আঁধারের সাথে সখ্যতা করি



আপনার হাতে কবিতার শব্দ আছে। বেশি করে কবিতার বই পড়ুন বিশেষ করে ৭০-৮০ দশকের তাহলে হাত থেকে সুন্দর কবিতা বের হবে।

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ সকাল রয় ।
ধন্যবাদ পরামর্শের জন্য ।
বই পড়ি , তবে বেশীর ভাগই উপন্যাস । আমিও ভেবেছি এখন থেকে পুরোনো কবিতার বই পড়বো ।
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.