নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভ্যালেন্টাইন শুভেচ্ছা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

ব্যাস্ততাময় একটা দিন

তবু আমার কোন ব্যাস্ততা নেই

নেই কোন পিছুটান

একা বসে পার করি

বসন্তের সময় গুলো

নীল আকাশে কোন মেঘ নেই

রৌদ্র উজ্জল একটা দিন

নিরবে বসে আছি

বইছে বাসন্তি বাতাস

মাঝে মাঝে বাতাসের ঝাপটায়

এলোমেলো করে দেয় চুলগুলো

আর মন পাতা উল্টায় স্মৃতির

খোলা আকাশের নিচে উদাস হই

চারিদিক ভর করে নিরবতা

হাত ঘড়ির শব্দটা পর্যন্ত শুনতে পাই

আর হিসেব মেলাতে ব্যাস্ত থাকা হৃদয়ের

সময় বয়ে যায়

তবুও আমি নিশ্চুপ

যেন আমার কিছুই করার নেই

তোমাকে ভেবে লেখা কিছু গান

কিছু আকুলতায় ভরা কবিতা

সব আজ আমার মতই নিরব ,উদাসীন

তোমার চোখে কখনো দেখিনি

আমার জন্য একটু খানি ভালবাসা

তবুও ভালবেসে গেছি

নিঃস্বার্থ ভাবে

আজ ভালবাসা দিবসে

তোমাকে জানাই আমার

রক্তিম ভালবাসা

ভালো থেকো তুমি

ভুলে ভরা গল্প গুলো নাহয়

রাতের তারাকেই শোনাবো

নাই বা শুনলে একটা পাগলের প্রলাপ

নাই বা শুনলে একটা হৃদয়ের

ক্ষত বিক্ষত হওয়ার গল্প

হয়তো প্রতিটা বসন্ত এবাই কাটিয়ে দেবো

অথবা সে সুজোগই পাবো না

হয়তো হবে না কখনো একটি ভালবাসার পরিনয়

দুমড়ে মুচড়ে লুটে পরবে নর্দমায়

অথবা সময়ের স্রোতে ভেসে

ভিরবো কোন এক অচেনা ঘাটে

আর হয়তো সেখানেই মৃত্যু ঘটবে

একটি উদাস কিশোরের

আর তার ভালবাসার

ভালবাসা দিবসে আবারো জানাই

আমার রক্তিম শুভেচ্ছা

আর আমার রক্তাক্ত হৃদয়

নিংড়ানো ভালবাসা

.

.

.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

গত ১৪-২-২০১৩ তে লেখা কবিতা । বিকেলে ছাদে একা একা বসেছিলাম । কোন এক কারনে তার সাথে ঝগড়া হয়েছিলো ঐ দিন । যদিও মাত্র একদিনই বয়স সম্পর্কের তারপরও ঝগড়া হয়েছিল কি নিয়ে ঠিক মনে পড়ছে না । তাকে অল্পদিনেই খুব ভালবেসে ফেলেছিলাম । তাই ঝগড়া করে অনেক কষ্ট পেয়েছিলাম বলে কবিতাটা লিখে তাকে FB তে ম্যাসেজ করেছিলাম :P !

এখন মনে পড়লে বেশ হাসি পায় ।

একবছর হয়ে গেল আমাদের সম্পর্কের !

ইচ্ছে আছে বাকি সময়টও তার সাথেই কাটাতে । কিন্তু জন্ম ,মৃত্যু বিয়ে তো আল্লাহর হাতে । তাই বাকিটা তার উপরেই ছেড়ে দিয়েছি । নিজের চেষ্টাতেও ত্রুটি রাখছি না । দেখা যাক কি হয় ! :)

সবার জীবন ভালবাসায় ভরপুর হোক । সবার জন্য শুভ কামনা ।

প্রত্যেকটা দিন হোক ভালবাসা দিবস :)

স্পেসাল একটা দিনেই ভালবাসা চাই না , ভালবাসা থাক আজীবন । :)

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

নিশাত তাসনিম বলেছেন: ভালো লাগল । ১ম +

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

উদাস কিশোর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন :)
ভালবাসা দিবসের শুভেচ্ছা :)

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালবাসা দিবসে আবারো জানাই
আমার রক্তিম শুভেচ্ছা
আর আমার রক্তাক্ত হৃদয়
নিংড়ানো ভালবাসা

চমৎকার বলেছেন ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

মামুন রশিদ বলেছেন: ভালোবাসা দিনের শুভেচ্ছা!


আর শুভকামনা দুজনের জন্য । :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই ।
কৃতজ্ঞতা জানবেন ।
অনেক অনেক ভাল থাকুন ।
অন্তরের অন্তস্থল থেকে ভালবাসা দিবসের শুভেচ্ছা :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালোবাসায় থাকুন উদাস কিশোর !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৪

উদাস কিশোর বলেছেন: :)
ধন্যবাদ ভাই ।
অনেক ভাল থাকুন ।
ভালবাসা দিবসের শুভেচ্ছা

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২০

রাসেলহাসান বলেছেন: সুন্দর হয়েছে।।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০০

অপ্রচলিত বলেছেন: কবিতার অনুভূতিগুলো মন ছুঁয়ে গেল। মিষ্টি উৎসর্গও চমৎকার এবং যথাযথ। নিরন্তর শুভ কামনা আপনাদের জন্য।তবে কবিতাটি মোটামুটি লাগলো। অনেক বানান ভুল দেখতে পাচ্ছি।

ভালো থাকুন উদাস কিশোর।
ভালোবাসা দিবসের বিলম্বিত শুভেচ্ছা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
বানান এর দিকে নজর দেওয়া হয়নি । গত বছর ফেসবুক নোট করেছিলাম । ওখান থেকেই কপি পেষ্ট করেছি ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন :)

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৩

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো। কবিতায় প্লাস।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

উদাস কিশোর বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকুন নিরন্তন

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

পাঠক১৯৭১ বলেছেন: " যদিও মাত্র একদিনই বয়স সম্পর্কের তারপরও ঝগড়া হয়েছিল কি নিয়ে ঠিক মনে পড়ছে না ।"



ইন্টারেস্টিং,

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

উদাস কিশোর বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
আমারও এখন খুব হাসি পায় সেই প্রথম দিকের কথা মনে পড়লে অথবা যখন ডাইরি পড়ি :)
ধন্যবাদ :)

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

হালি্ বলেছেন: ++++++্

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.