নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

ছোট কালে লেখা একখানা অ-কবিতা :P :P B-) B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

চিলে কোঠায় শেষ বিকেলের আলোয়

একটি কিশোর ছেলে

শুন্যতায় একাকার হয়ে যেতে চায়

কষ্ট গুলোকে মেসাতে চায় অন্ধকারে

অথবা বসে থাকে আলোর আশায়

দূর দিগন্তে অস্তমান সূর্য

কষ্টের রং ধারন করে ,

বেদনার নীল আকাশের বুকে

হয়তো তা বেলা ফুরোবার অভীমানে

তারপর অন্ধকার !

কিশোর উদাস মনে-

তাকিয়ে থাকে শুন্যে

যেখানে একরাশ জমাট বাঁধা অন্ধকার

নিরবে ভেবে যায় ,

হঠাত্ চিত্কার করে বলে

আমি আলো চাই !

আমাকে আলে দাও !

নিভিয়ে দাও আঁধার প্রদ্বীপ !

তারপর আবার নীরবতা

চোখের বৃষ্টিতে ভীজে যায়-

তার লাল শার্ট

রাতের গভীরতায় সব স্তব্ধ

বিরহের সুরে ঢেকে ওঠে

কিশোর মত নিশাচর কোনো পাখি

যেন তার চোখেও এসেছে বর্ষা

রাতের আঁধার কেটে-

পূর্ব দিগন্তে সূর্য ওঠে

চারদিক ভেসে যায় আলোর বন্যায়

শুরু হয় নতুন একটা দিন

আর এই নতুন দিনেই আশা বাঁধে

নতুন করে বাঁচার

.

.

ক্লাস সিক্স এ থাকতে লেখা একটা অ-কবিতা

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: সর্বনাশ আপনার প্রতিভা তো দেখি বহুকাল আগেই বিস্ফোরণ হইছে। বেশ ভালো লাগল। আমার ব্লগে দাওয়াত রইল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৩

উদাস কিশোর বলেছেন: :P
সময়ের স্রোতে ভাসতে থাকি , প্রতিকূলতার সাথে যুদ্ধে মত্ত ।
সময়ের বড় অভাব । বেশ কয়েকটা গল্প অর্ধেক লেখা হয়ে পরে আছে নোটস অথবা ড্রাফটে ।
.
ভাল থাকুন । শুভ কামনা

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫

উদাস কিশোর বলেছেন: হেঃ হেঃ হেঃ
থ্যাংকু প্রিয় ভ্রাতা :)
ভাল থাকুন , শুভ কামনা নিরন্তন

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

মামুন রশিদ বলেছেন: ক্লাস সিক্সে এটা লিখেছেন!! দারুণ!!


২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১

উদাস কিশোর বলেছেন: জ্বী ভাইয়া ।
২০০৬ সালে জুলাই এ লেখা ।
তখন ক্লাস সিক্সেই পড়ি ।
ধন্যবাদ আপনাকে ।
অনেক ভাল থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.