নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার দেয়াল . . . .ঘর অন্ধকার . . .গুনগুন কথা বলি . . . .আমি আর আমার ভাঙ্গা গিটার . . .

উদাস কিশোর

নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা

উদাস কিশোর › বিস্তারিত পোস্টঃ

হিমুর কবিতা . . .

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

হ্যা ঠিক তাই !

আমি হিমু নই

আমার নেই রুপা

যে কিনা জোসনা রাতে

নীল শাড়িতে ব্যালকোনিতে

অপেক্ষা করবে আমার জন্য

হলুদ পান্জাবি পড়ে

খালি পায়ে তার সামনে দাড়ালে

বকবে ,মানুষ হতে বলবে

আর সবার আড়ালে

দেবে অশ্রু বিসর্জন

আমার বাবা নয় কোন

মহাপুরুষ বানানোর কারিগর

নেই আমার মাজেদা খালা

বকা শেষে যে কিনা অমাকে

আদর করে পেট পুড়ে খাওয়াবে

তার একটু প্রসংসাতে

আনন্দে আট খানা হবে

নেই বাদল

যে কিনা আমাকে নিয়ে

খুলে বসবে না হিমু ধর্ম

তুখড় ছাত্র হয়েও

আমার মত পাগলকে গুরু মানবে

আমার মত ছন্নছাড়া

অথবা পথে পথে ঘোরার চেষ্টা করবে

নেই খালু

যিনি প্রত্যেকটা সময় আমাকে

চোখ রাঙাবেন

আর আমি তাকে

রাগানোর চেষ্টায় থাকবো

যিনি মদ খাওয়ার সময়

আমাকে কাছে ডেকে

সবচেয়ে ভাল ব্যাবহার করবেন

আর লিমিট ক্রস করে বমি ঝাড়বেন

নেই রমিজের ভাতের দোকান

যেখানে আমার খাওয়া ফ্রি

রাতে একজন গেষ্ট সহ

নেই করিমের ডাবল পাতি চা

তবু কিছু তো আছে !

আছে নিশ্চুপ নিঃসঙ্গ রাত্রী

আছে মাতাল জোসনা

কদমে ঝুম বৃষ্টি আর

ঠাটানো মধ্য দুপুর

রুপা নেই , আছে মেঘ

যাকে অকাশ পানে তাকালেই

দেখতে পাবো যখন ইচ্ছে

আর আছে কালো পিচের পথ

নিঃসঙ্গতা আর ছন্ন ছাড়া জীবন

তবে হিমু হতে দোষ কি ?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

সংবাদ সংযোগ বলেছেন: ভালোইতো

ভালো লাগলো

বলা যায় অসাধারণ

উপহার সরূপ কিছু সংবাদের লিংক দিলাম
সময় পেলে পড়বেন আশা করি....

মিউজিক ভিডিওর নামে রমমরা দেহ ব্যবসা! [ভিডিওসহ] http://lnkd.in/bPnAAKw

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা http://lnkd.in/bY3GaYg

তরুণীকে গণধর্ষণের ছবি মোবাইলে http://lnkd.in/bHjt5sU

মোটা কণের জন্য বাড়তি যৌতুক! http://lnkd.in/bTrMTDw

মিথি-আরিফের বাসা ছিল বন্ধুদের ডেটিং স্পট http://lnkd.in/bcSm--G

পহেলা বৈশাখে ইত্যাদি'র নতুন চমক! http://lnkd.in/b4q5xCA

'বিজেপি ক্ষমতায় এলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে' http://lnkd.in/bpQpFG2

মহিলার ৬ অন্তর্বাস থেকে ২.১৪ কেজি সোনা আটক http://lnkd.in/bx-a5pq

সর্বত্র বাংলা চালুর নির্দেশনা : ছয় সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ http://lnkd.in/bPZBnXu

মা হবেন সানি লিওন! http://lnkd.in/bqQbCkm

অভিনব কৌশলে ঢাকায় চলছে রমরমা যৌন ব্যবসা (ভিডিওসহ)!- See more at: http://lnkd.in/b3eCPbb

অতিরিক্ত মোবাইল ব্যবহার আনতে পারে বন্ধ্যাত্ব! http://lnkd.in/bMPFXQj

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি http://lnkd.in/buRr6RU

বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে ১৩ দিন! http://lnkd.in/bwaa2PJ

ভারপ্রাপ্ত সিইসিকে হত্যার হুমকি http://lnkd.in/bgfyhrN

বিডিবিএল এ ৩ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের প্রস্তুতি http://lnkd.in/bM2D3NS

স্বার্থের রাজনীতিতে দেশের সর্বনাশ http://lnkd.in/bGRZ2pG

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪

উদাস কিশোর বলেছেন: নেক্সট টাইমে এরকম লিংঙ্ক দিলে রোপোর্ট করবো

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

মামুন রশিদ বলেছেন: হুম !

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

উদাস কিশোর বলেছেন: B-) B-) B-) B-) :P

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমরা অনেকেই হিমু হতে চাই , আশেপাশের এসব নেই বলেই আমরা হিমু হয়ে উঠতে পারিনা !
সুন্দর কবিতা উদাস কিশোর !

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০

উদাস কিশোর বলেছেন: ঠিক তাই ।
তবে আমার মনে হয় নিজের মত করেও হিমু হওয়া যায় :P
ছন্ন ছাড়া ছন্দপতিত জীবন নিয়ে আর রাস্তাকে ভালবেসে :P
ভাল থাকুন ।
ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: প্রথম কমেন্টারের কাহিনী বুঝলাম না। তার যে অনলাইন পত্রিকার লিংক সেখানে খবর না দিয়ে রসময় গুপ্তের বাংলা চটি লিখলেই তো হয়ে যায়।

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩

উদাস কিশোর বলেছেন: উনি হচ্ছেন ধর্ষণ বিষেশ-অজ্ঞ !
তাই তার এই ছোট খাট প্রয়াস :P

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০

অদৃশ্য বলেছেন:






লিখাটি খুব ভালো লেগেছে আমার...


শুভকামনা...

০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪

উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।
ভাল থাকুন

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৯

হাসান মাহবুব বলেছেন: বাহ! চরিত্রগুলো সবই তুলে এনেছেন। ভালো লাগলো পড়তে।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২

উদাস কিশোর বলেছেন: চেষ্টা করেছি ।
ভাল থাকুন হামা ভাই :)

৭| ১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৯

অদ্ভুত সমীকরণ বলেছেন: চমত্‍কার লিখেছেন :)
আমাদের সবারই কিশোর একটু আধটু হিমু হবার সাধ জাগে ! কিন্তু আপনজনের মায়া আর বাপের ভয়ে হিমু হওয়া হয়ে উঠে না :P
শুভকামনা

১১ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৫

উদাস কিশোর বলেছেন: :P
হুম কথা সত্য , আপনজনের মায়া আর বাপের ভয় :P

৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

সাজিদ উল হক আবির বলেছেন: সবাই হিমু হলে হবে ভাই, আপনি কি উদাস কিশোর হয়ে খারাপ আছেন? হিমু লিখতে পারত আপনার মত কবিতা? X(

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৩

উদাস কিশোর বলেছেন: হাঃ হাঃ হাঃ হাঃ
খুব মন খারাপ , আপনার কমেন্ট পড়ে হেসে দিলাম :P
সত্যিই ভাই , হাসি কান্না নিয়ে উদাস হয়ে বেশ আছি :)
ভাল থাকুন প্রিয় আবির ভাই

৯| ২৭ শে মে, ২০১৪ রাত ৯:১৩

বিষন্ন রাত্রি বলেছেন: সত্যি খুব সুন্দর...
আমিতো জেলাস ফিল করছি..
আমি কেন লিখতে পারি না..!!. :(

২৭ শে মে, ২০১৪ রাত ৯:১৯

উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময় :)

বহুদিন লিখতে না পারার যন্ত্রনা শেষে আজই একটা কবিতা লিখে ফেল্লাম । পোষ্ট করবো রাতেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.