![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
১।
তবুও ভয় হয়
কোথা কি হয়
কোন সে সময়
আলো বা আধার
কে যায় কে রয়
জীবনটা স্বপ্নময়
বহেমিয়ান নদী নয়
অনেক কিছু ভুল হয়
কিছু মায়া কিছু আবেগ
সবই তো সত্যি নয়
তাই এতো ভয় হয়
{'.'}>
<
__/__
২।
সব কথা জমা হোক চায়ের কাপে ,
আর কষ্ট গুলো উড়ে যাক সিগারেটের ধোয়ার সেথে. . . . .
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:০১
উদাস কিশোর বলেছেন: ধন্যবাদ ।
ভাল থাকুন সবসময়
২| ০১ লা আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
মামুন রশিদ বলেছেন: সহজ কথার ছলে গভীর বোধের কাব্য ভাল লেগেছে ।
কেমন আছেন কিশোর?
০১ লা আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
উদাস কিশোর বলেছেন: সময় খুব একটা ভাল যাচ্ছে না মামুন ভাই । নিজের ক্যারিয়ার আর ফিউচার নিয়ে শঙ্কায় আছি ।
দোয়া করবেন ।
আপনার জন্য শুভকামনা ।
আপনি কেমন আছেন ভাই ?
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫
দুঃখ বিলাস বলেছেন: ভালো লাগল।