![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্বাক ঠিক ঐ কেটে ফেলা পালকের পাখীর, মত দু-চোখ দিয়ে ঠিকরে বেরোয়, জীবনের প্রতি অথবা জন্মানোয়, প্রবল ঘৃনা
জোসনায় এক রাতে দেখেছিলাম
দু-জোড়া ঠোটের উষ্ণ আবেগ
আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা দুটি দেহ
শুনেছিলাম ভারী হয়ে উঠা নিশ্বাস
দুজনের আত্ব তৃপ্তির শব্দ
আর চিরদিন পাশে থাকার প্রতিজ্ঞা
রাঙা সূর্যে নিশীর অবসান
আর তখন আনমনে হেসেছিলাম
গল্পটা ছিল স্বপ্ন
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
উদাস কিশোর বলেছেন: মন্তব্যে ধন্যবাদ ভাই ।
ভাল থাকুন সব সময়
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮
কানিজ রিনা বলেছেন: জড়িয়ে থাকা আগুন্তকের আশ্বাস ছিল কাশফুল মন।
৩০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
উদাস কিশোর বলেছেন: বহেমিয়ান বাতাসে ভেসে গেছে কে কোথায় কখন !!
মন্তব্যে ধন্যবাদ
ভাল থাকুন সব সময় ।
৩| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৯
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটার আরেকটা নাম হতে পারতো, "উদাস কিশোর এর স্বপ্নভঙ্গ"!
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:২৩
আহমাদ ওয়াদুদ বলেছেন: এক কথায় ‘চমৎকার’!