![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !
সন্মানীত ব্লগ কমিউনিটি
ব্লগ টিম এবং সম্পাদক সাহেব
সাথে আমার সন্মানীত বন্ধু-গন
"বাঁধ ভাঙ্গার আওয়াজ" , আজের এই সকাল ‘যা আমার জন্ম-ভুমী বাংলাকে , বাংলার মানুষ-কে খুব কাছে থেকে দেখার , জানার এবং তাঁদের ভালোবাসা পাওয়ার জন্য এক সু-বর্ন-সুযোগ নিয়ে আসার একটি সকাল , আজ এমন একটি সকাল আমি পেলাম -যে সকাল আমার লেখার "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ কে বেশ শক্তী-শালী করে তুললো , আমার এই "আগ্রহ "অনুপ্রেরনা ও "বিশ্বাষ এর পিছনে এবং সামনে যারা আছেন বা মূল-শক্তী ও বিশ্বাষ" তাঁর "মূল-উৎস" আমার স্ত্রী এবং আঁপনারা ! আমার স্ত্রী এবং আপনাদের "ব্রড-হার্ট"ই পাওনা আজকের আমার এই "শুভ-সকাল"এর "মিষ্টি-ধন্যবাদ" ! বিশেষ ধন্যবাদ সন্মানীত ব্লগ কমিউনিটি ব্লগ টিম এবং সম্পাদক সাহেব "বাঁধ ভাঙ্গার আওয়াজ" , অফুরন্ত ধন্যবাদ সন্মানীত বন্ধু-গন "বাঁধ ভাঙ্গার আওয়াজ" এবং আমার সন্মানীত পাঠক ও সহমনা সাথী "বাঁধ ভাঙ্গার আওয়াজ" ! আগেই বলেছি দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে আমি , দেশে যে আসি-নাই "তা-নয় , এসেছি এবং আসি -যে সময় নিয়ে তা কেটে-যায় আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব নিয়ে , ঐ সময় টাতে না পড়া হয় বই না পড়া হয় পত্রিকা , তাই বানান ভাষা সব-কিছুতেই আমার নিয়ন্ত্রন-নাই , আরো একটি বড় কথা হলো দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বাইরে থাকাতে এবং দেশে থাকাবস্থায় ইউরোপামেরিকা সম্পর্কে যা শুনেছি এবং বাস্তবে এই-সব দেশে বসবাস করে , স্থানীয়দের সাথে চলা-ফেরা ও বন্ধুত্ব স্থাপনের মাধ্যমে ইউরোপামেরিকা সম্পর্কে যে বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতা হয়েছে তা থেকে আজ আমার মধ্যে ব্যাক্তি-গত মতবাদ এর শৃষ টি হয়েছে , সুতরাং আমার এই ব্যাক্তি-গত মতবাদ বা বাস্তব ও প্রাকটিক্যাল অভিগ্যতার আলোকে যদি কিছু লেখি এবং আমার সে-সব লেখার কারন যদি আপনাদের কারোর মনে আঘাত দেয়া হয়ে-যায় তার জন্য আমি অগ্রীম-খমা চেয়ে নিচ্ছি , তা"ছাড়া ইউরোপামেরিকা সম্পর্কে শুধু-যে আমার"ই ব্যাক্তি-গত মতবাদ প্রাকটিক্যাল অভিগ্যতা আছে সেটা-ও দাবী করছি-না , আমার মত লাখ-লাখ বাংলা-ভাষী ভাই-বোন শুধু ইউরোপামেরিকা তেই নয় পৃথিবীর আরো সুন্দর-সুন্দর দেশ-গুলোতে বসবাস করছেন এবং তাঁদের ধ্যান-ধারনা ও মতামত আমার ধ্যান-ধারনা ও মতামত থেকে উত্তম হবে বলে-ও বিশ্বাস করি , তাই আমি আপনাদের সবার মতামত-কে"ই "স্বাগতম" জানাই , সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের-দ্বারা করা আমার লেখার যে-কোন মন্তব্য আমি সাদরে গ্রহন করবো , এবং সাথে এ-ও কথা দিচ্ছি আপনাদের প্রয়োজনে আমার লেখার ভিতর অথবা বাহিরে যে-কোন তথ্য আপনাদের চাওয়ার অপেখ্যায় নিজেকে প্রস্তুত রাখলাম ঃ - আবার-ও "ধন্যবাদ" সবাইকে , ভালো-থাকুন , সুস্থ-থাকুন এবং যে-খানেই থাকুন অবশ্ব্যই সাবধানে থাকবেন , নিজে ড্রাইভ করে অফিস করলে "ট্রাফিক-সিগন্যাল" অবশ্ব্যই মেনে-চলবেন , -প্লীজ !
©somewhere in net ltd.