নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

জার্মানী এক তরুনীর মার্মান্তিক মৃত্যু , সত্য ঘটনা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩২



( ২ঙ. যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়। ) মোতাবেক আজ আমি একটি লেখাই পোষ্ট করলাম , আরো বলছি যে ; -এই রুল-কে সন্মান করে এবং আন্তর্জাতিন আইন মোতাবেক মতবাদ প্রকাশ ও বাকস্বাধীনতা প্রকাশ করার অধিকার "রাইট্স অফ ওপেনিয়ন" এর আইন অনুযায়ী আমি সমস্ত প্রমান হাতে রেখে মানব ইতিহাসের জগন্য-তম এক করুন কিন্তু সত্য ঘটনা বা একটা কাহিনী প্রকাশ করলাম , আমার এ সত্য ঘটনা আজ-ও যদি প্রথম পাতা থেকে মুছে ফেলা হয় অথবা অন্য কোন পাঠকের জন্য আমার ব্লক বা পোষ্ট-কে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং যদি তার প্রমান পাই তা"হলে আমি "রাইট্স অফ ওপেনিয়ন" আন্তর্জাতিন আদালতে হাজির হবো , আমি এ কাজ-টি করবো শুধু আমার জন্য"ই নয় , সমাজে আমার মতই আরো যারা আছেন সত্য-সত্য"ই দেশের উন্নতি চান , চান দেশের পরিবর্তন নতুন ধারায় কিন্তু কিছু তবে শক্তী-শালী সুবিদা-বাদীদের জন্য কিছু করতে পারেন-না তাঁদের জন্য , ধন্যবাদ ।



"মা" ! মা , আজ তোমাকে বিশেষ একটা তথ্য-বিষয়ক লেখা-লেখবো ; -একটা তরুনীর জীবনে বয়ে যাওয়া দুই বছরের করুন এবং সত্য ঘটনা , সমভ্রান্ত ইহুদী পরিবারের মেয়ে নাম তার "আন ফ্রাঙ্ক" , ১২"ই জুন ১৯২৯ সালে জন্ম , জার্মানের এই ফ্রাঙ্কফোর্ট-শহড়েই জন্ম নিয়েছিলো ! সম্ভবত পিতার কর্ম-প্রয়োজনে ১৯৩৩ সনে হলান্ডের আর্মস্টাডাম শহড়ে বসবাস করতে শুরু-করে ! ১৯৪২ সাল পর্যন্ত এই ইহুদী মেয়েটি তার পরিবারের সাথে সুখ এবং সাচ্ছন্দে জীবন কাটায় ! আমরা সবাই"ই জানি ১৯৩৯ সনে দ্বীতীয় বিশ্ব-যুদ্ধ শুরু হয় ! হিটলার কিন্তু প্রথমেই যুদ্ধ শুরু করে দেয়-নাই , প্রমথে হিটলার জার্মানের"ই কিছু বুর্জোয়াদের সহযোগিতায় ( সংখেপে ) খমতা নেয় , খমতা নেয়ার পর ঐ বুর্জোয়াদের অর্থাৎ যারা মূলত নিজের স্বার্থ উদ্দ্যারের জন্য হিটলার-কে রাষ্ট্র-খমতায় বসায় এবং এদের মূল উদ্যেশ্ব্য"ই ছিলো ইহুদী ধংশ করা এবং এই নীল নকশা অনুযায়ী"ই প্রথমে হিটলার-কে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয় , এই বুর্জোয়াদের পরিকল্পনা ছিলো প্রথমে হিটলার-কে দিয়ে জার্মান থেকে ইহুদী-জাতী ধংশ করবে -শেষে হিটলার-কে সরিয়ে রাষ্ট্র-খমতায় তারা নিজেরা বসবে কিন্তু সে সুযোগ আসার পূর্বেই হিটলারের মাথায় হিংশ্রতার দানা বাধতে শুরু করে , যখন একের পর এক ইহুদী এবং ইহুদী-পরিবার বলতে গেলে প্রায় বিনা বাধায় হত্যা করতে লাগলো তখন হিটলারের মাথায় চিরতরে রাষ্ট্র-খমতা পাওয়ার নেশা পেয়ে বসে এবং তা করতে সে সখ্যম হয় ! জার্মানে যখন সে ইহুদী-ধংশ মানব হত্যার তান্ডব-লীলা নিজের পখ্যে নিতে থাকলো তার উদাহরন নিয়ে শুরু করলো সারা ইউরোপে ইহুদী-ধংশ মানব হত্যা ও যুদ্ধ ! ১৯৪২ সনে সারা ইউরোপে ঘোষনা করলো "তোমাদের দেশে যে-সব ইহুদী এবং ইহুদী-পরিবার বসবাস করছে তাদের জার্মান পাঠিয়ে-দাও" , কিছু-কিছু দেশ ইতিমধ্যে হিটলার দখল-ও করে নেয় "ওর সৈন্য-বাহিনীতে "ওর হিংশ্র কমান্ড কতটুকো গুরুত্ব সহকারে পালন করে "ওর সৈন্য-বাহিনী তার প্রমান দেখিয়ে , হিটলারের এই হিংশ্রতার সংবাদ সবার"ই জানা হয়ে গেছে , জানে হলান্ডের আর্মস্টাডাম সরকার-ও , তখন গোটা ইউরোপ থেকেই হাজার-হাজার ইহুদী-পরিবার জার্মানে পাঠাতে শুরু করলো , ব্যাতিক্রম ঘটলো-না হলান্ডের সরকারের-ও , সরকাররা বাধ্য ছিলো কিন্তু কোন দেশের পাবলিক-তো আর বাধ্য ছিলো-না ! তখন আর্মস্টাডামের এক পরিবার এই "আন ফ্রাঙ্ক" পরিবার কে আশ্রয় দেন , কিন্তু কি-ভাবে ? একটা পরিবার লুকিয়ে রাখা খুব একটা সহজ ছিলো-না , তখন (আমরা গ্রামে ঘড়রের "কার" বা "ছাউনী" বলতে যা বুঝি) বাড়ীর উপরের অংশে তাঁদের থাকার আশ্রয় দেন , সেই সময় ইউরোপে বাড়ীর উপরের অংশে কেউ বাস করতো-না তাই এই জায়গাটাই ছিলো লুকিয়ে থাকার জন্য নিরাপদ ( পরে "আন ফ্রাঙ্ক" এর এই ডায়রী প্রকাশ হলে ইউরোপে বাড়ীর উপরের এই অংশে বাস করা একটা মডেল হয়ে দাড়ায় ) ! "ওরা ঐ "কার" বা "ছাউনী" থেকে কখন-ও বাইরে বের হতে পারতে-না কেউ দেখে হিটলার বাহিনী কে জানিয়ে দিবে এই ভয়ে ! তখন "আন ফ্রাঙ্ক" তার প্রিয় বান্ধবী "কেটী"-কে চিঠি লেখে কিন্তু চিঠি পোষ্ট কি ভাবে করবে ? পয়সার যে সমস্যা তা-নয় ! যে বাড়ীওয়ালা থাকার আশ্রয় দিয়েছে , তিন বেলা খাবার পরিবেষণ করতেছে তাঁরা-তো একটা চিঠি-ও পোষ্ট করে দিতে পারবে ? সমস্যা হলো চিঠি পোষ্ট করলে তো দু"জনের"ই বিপদ , হিটলার বাহিনী ঠিকানা জেনে যাবে দু"জনের"ই , তাই "আন ফ্রাঙ্ক" "কেটী"-কে যা বলার , যা জানানোর তা তার "ডায়রী"-তে লেখে রাখতো , ৬-ই জুলাই ১৯৪২ থেকে ৪-ঠা আগষ্ট ১৯৪৪ পর্যন্ত ! "আন ফ্রাঙ্ক" এবং "আন ফ্রাঙ্ক" পরিবার-কে বাড়ী ওয়ালা শেষ রখ্যা করতে পারে-নাই , এক সময় এক প্রতিবেশী "আন ফ্রাঙ্ক" পরিবারের অবস্থান হিটলার বাহিনীকে জানিয়ে-দেয় , ৪-ঠা আগষ্ট ১৯৪৪ সনে ধরা পরে "আন ফ্রাঙ্ক" এর পুরো পরিবার , ১৯৪৫ সনে ৮"ই মে হিটলারে পতন ঘটার মাত্র তিন মাস পূর্বে "টাইফয়েট" "জরে" এ ভুগে , কাড়াঘাড়ে বন্ধী অবস্থায় এবং বিনা চিকিৎসায় "আন ফ্রাঙ্ক" মারা যান "নাজী" দের নির্মম আত্যাচারে জর্জরিত হয়ে ! "আন ফ্রাঙ্ক" এর এই "ডায়রী" টি পৃথিবীর অনেক ভাষায় প্রকাশ হয়েছে , বাংলা ভাষায়-ও হওয়ার কথা , তুমি "নিউ-মার্রকেটের" লাইব্রেরী গুলোতে খোজ নিয়ে দেখতে পার সেখানে পাওয়ার সম্ভবনা আছে , বাংলায় নাম হয়তো হবে "আন ফ্রাঙ্ক এর "ডায়রী" ! জানতে পারবে পৈচাশীক হিটলারের লোমহর্শক মানব হত্যার কাহিনী , জানতে পারবে পৈচাশীক হিটলারের লোমহর্শক ইহুদী নিধনের কাহিনী ! যদি বই"টি পাও তা"হলে অবশ্বই কাউকে সাথে নিয়ে পড়বে , কারন তুমি বা যে কেউ বইটি একা পড়লে মানষীক-ভাবে স্থির থাকতে পারবে-না !( ২ঙ. যদি কোন ব্লগার অথবা কোন গ্রুপ স্বল্প সময়ের মধ্যে বহুসংখ্যক পোস্ট দিতে শুরু করেন, যা প্রথম পাতায় প্রভাব বিস্তার করতে থাকে (যাকে আমরা ফ্লাডিং বলে জানি) সেসব পোস্ট আমরা সরিয়ে দিতে পারি । যাতে করে সব লেখকের পোস্ট প্রথম পাতায় সমানভাবে স্থান পায়। ) মোতাবেক আজ আমি একটি লেখাই পোষ্ট করলাম , আরো বলছি যে ; -এই রুল-কে সন্মান করে এবং আন্তর্জাতিন আইন মোতাবেক মতবাদ প্রকাশ ও বাকস্বাধীনতা প্রকাশ করার অধিকার "রাইট্স অফ ওপেনিয়ন" এর আইন অনুযায়ী আমি সমস্ত প্রমান হাতে রেখে মানব ইতিহাসের জগন্য-তম এক করুন কিন্তু সত্য ঘটনা বা একটা কাহিনী প্রকাশ করলাম , আমার এ সত্য ঘটনা আজ-ও যদি প্রথম পাতা থেকে মুছে ফেলা হয় অথবা অন্য কোন পাঠকের জন্য আমার ব্লক বা পোষ্ট-কে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং যদি তার প্রমান পাই তা"হলে আমি "রাইট্স অফ ওপেনিয়ন" আন্তর্জাতিন আদালতে হাজির হবো , আমি এ কাজ-টি করবো শুধু আমার জন্য"ই নয় , সমাজে আমার মতই আরো যারা আছেন সত্য-সত্য"ই দেশের উন্নতি চান , চান দেশের পরিবর্তন নতুন ধারায় কিন্তু কিছু তবে শক্তী-শালী সুবিদা-বাদীদের জন্য কিছু করতে পারেন-না তাঁদের জন্য , ধন্যবাদ ।



"মা" ! মা , আজ তোমাকে বিশেষ একটা তথ্য-বিষয়ক লেখা-লেখবো ; -একটা তরুনীর জীবনে বয়ে যাওয়া দুই বছরের করুন এবং সত্য ঘটনা , সমভ্রান্ত ইহুদী পরিবারের মেয়ে নাম তার "আন ফ্রাঙ্ক" , ১২"ই জুন ১৯২৯ সালে জন্ম , জার্মানের এই ফ্রাঙ্কফোর্ট-শহড়েই জন্ম নিয়েছিলো ! সম্ভবত পিতার কর্ম-প্রয়োজনে ১৯৩৩ সনে হলান্ডের আর্মস্টাডাম শহড়ে বসবাস করতে শুরু-করে ! ১৯৪২ সাল পর্যন্ত এই ইহুদী মেয়েটি তার পরিবারের সাথে সুখ এবং সাচ্ছন্দে জীবন কাটায় ! আমরা সবাই"ই জানি ১৯৩৯ সনে দ্বীতীয় বিশ্ব-যুদ্ধ শুরু হয় ! হিটলার কিন্তু প্রথমেই যুদ্ধ শুরু করে দেয়-নাই , প্রমথে হিটলার জার্মানের"ই কিছু বুর্জোয়াদের সহযোগিতায় ( সংখেপে ) খমতা নেয় , খমতা নেয়ার পর ঐ বুর্জোয়াদের অর্থাৎ যারা মূলত নিজের স্বার্থ উদ্দ্যারের জন্য হিটলার-কে রাষ্ট্র-খমতায় বসায় এবং এদের মূল উদ্যেশ্ব্য"ই ছিলো ইহুদী ধংশ করা এবং এই নীল নকশা অনুযায়ী"ই প্রথমে হিটলার-কে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয় , এই বুর্জোয়াদের পরিকল্পনা ছিলো প্রথমে হিটলার-কে দিয়ে জার্মান থেকে ইহুদী-জাতী ধংশ করবে -শেষে হিটলার-কে সরিয়ে রাষ্ট্র-খমতায় তারা নিজেরা বসবে কিন্তু সে সুযোগ আসার পূর্বেই হিটলারের মাথায় হিংশ্রতার দানা বাধতে শুরু করে , যখন একের পর এক ইহুদী এবং ইহুদী-পরিবার বলতে গেলে প্রায় বিনা বাধায় হত্যা করতে লাগলো তখন হিটলারের মাথায় চিরতরে রাষ্ট্র-খমতা পাওয়ার নেশা পেয়ে বসে এবং তা করতে সে সখ্যম হয় ! জার্মানে যখন সে ইহুদী-ধংশ মানব হত্যার তান্ডব-লীলা নিজের পখ্যে নিতে থাকলো তার উদাহরন নিয়ে শুরু করলো সারা ইউরোপে ইহুদী-ধংশ মানব হত্যা ও যুদ্ধ ! ১৯৪২ সনে সারা ইউরোপে ঘোষনা করলো "তোমাদের দেশে যে-সব ইহুদী এবং ইহুদী-পরিবার বসবাস করছে তাদের জার্মান পাঠিয়ে-দাও" , কিছু-কিছু দেশ ইতিমধ্যে হিটলার দখল-ও করে নেয় "ওর সৈন্য-বাহিনীতে "ওর হিংশ্র কমান্ড কতটুকো গুরুত্ব সহকারে পালন করে "ওর সৈন্য-বাহিনী তার প্রমান দেখিয়ে , হিটলারের এই হিংশ্রতার সংবাদ সবার"ই জানা হয়ে গেছে , জানে হলান্ডের আর্মস্টাডাম সরকার-ও , তখন গোটা ইউরোপ থেকেই হাজার-হাজার ইহুদী-পরিবার জার্মানে পাঠাতে শুরু করলো , ব্যাতিক্রম ঘটলো-না হলান্ডের সরকারের-ও , সরকাররা বাধ্য ছিলো কিন্তু কোন দেশের পাবলিক-তো আর বাধ্য ছিলো-না ! তখন আর্মস্টাডামের এক পরিবার এই "আন ফ্রাঙ্ক" পরিবার কে আশ্রয় দেন , কিন্তু কি-ভাবে ? একটা পরিবার লুকিয়ে রাখা খুব একটা সহজ ছিলো-না , তখন (আমরা গ্রামে ঘড়রের "কার" বা "ছাউনী" বলতে যা বুঝি) বাড়ীর উপরের অংশে তাঁদের থাকার আশ্রয় দেন , সেই সময় ইউরোপে বাড়ীর উপরের অংশে কেউ বাস করতো-না তাই এই জায়গাটাই ছিলো লুকিয়ে থাকার জন্য নিরাপদ ( পরে "আন ফ্রাঙ্ক" এর এই ডায়রী প্রকাশ হলে ইউরোপে বাড়ীর উপরের এই অংশে বাস করা একটা মডেল হয়ে দাড়ায় ) ! "ওরা ঐ "কার" বা "ছাউনী" থেকে কখন-ও বাইরে বের হতে পারতে-না কেউ দেখে হিটলার বাহিনী কে জানিয়ে দিবে এই ভয়ে ! তখন "আন ফ্রাঙ্ক" তার প্রিয় বান্ধবী "কেটী"-কে চিঠি লেখে কিন্তু চিঠি পোষ্ট কি ভাবে করবে ? পয়সার যে সমস্যা তা-নয় ! যে বাড়ীওয়ালা থাকার আশ্রয় দিয়েছে , তিন বেলা খাবার পরিবেষণ করতেছে তাঁরা-তো একটা চিঠি-ও পোষ্ট করে দিতে পারবে ? সমস্যা হলো চিঠি পোষ্ট করলে তো দু"জনের"ই বিপদ , হিটলার বাহিনী ঠিকানা জেনে যাবে দু"জনের"ই , তাই "আন ফ্রাঙ্ক" "কেটী"-কে যা বলার , যা জানানোর তা তার "ডায়রী"-তে লেখে রাখতো , ৬-ই জুলাই ১৯৪২ থেকে ৪-ঠা আগষ্ট ১৯৪৪ পর্যন্ত ! "আন ফ্রাঙ্ক" এবং "আন ফ্রাঙ্ক" পরিবার-কে বাড়ী ওয়ালা শেষ রখ্যা করতে পারে-নাই , এক সময় এক প্রতিবেশী "আন ফ্রাঙ্ক" পরিবারের অবস্থান হিটলার বাহিনীকে জানিয়ে-দেয় , ৪-ঠা আগষ্ট ১৯৪৪ সনে ধরা পরে "আন ফ্রাঙ্ক" এর পুরো পরিবার , ১৯৪৫ সনে ৮"ই মে হিটলারে পতন ঘটার মাত্র তিন মাস পূর্বে "টাইফয়েট" "জরে" এ ভুগে , কাড়াঘাড়ে বন্ধী অবস্থায় এবং বিনা চিকিৎসায় "আন ফ্রাঙ্ক" মারা যান "নাজী" দের নির্মম আত্যাচারে জর্জরিত হয়ে ! "আন ফ্রাঙ্ক" এর এই "ডায়রী" টি পৃথিবীর অনেক ভাষায় প্রকাশ হয়েছে , বাংলা ভাষায়-ও হওয়ার কথা , তুমি "নিউ-মার্রকেটের" লাইব্রেরী গুলোতে খোজ নিয়ে দেখতে পার সেখানে পাওয়ার সম্ভবনা আছে , বাংলায় নাম হয়তো হবে "আন ফ্রাঙ্ক এর "ডায়রী" ! জানতে পারবে পৈচাশীক হিটলারের লোমহর্শক মানব হত্যার কাহিনী , জানতে পারবে পৈচাশীক হিটলারের লোমহর্শক ইহুদী নিধনের কাহিনী ! যদি বই"টি পাও তা"হলে অবশ্বই কাউকে সাথে নিয়ে পড়বে , কারন তুমি বা যে কেউ বইটি একা পড়লে মানষীক-ভাবে স্থির থাকতে পারবে-না !

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

শরৎ চৌধুরী বলেছেন: পোষ্টে রেফারেন্স দেয়া দরকার মনে হয়।

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

উদদিন বলেছেন:

নমস্কার "অন্যমনস্ক শরৎ" বাবু এবং ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য ও তথ্যের জন্য , আপনার মন্তব্য পাওয়ার পর-পর"ই জরুরী এক কাজে অফিসের বাইরে চলে যাওয়াতে আমি আপনাকে বিস্তারিত কিছু লেখে-যেতে পারি-নাই , আমাকে খমা করবেন ! আপনার মূল্যবান মন্তব্যের পরিপ্রেখিতে আমি মূলত জানতে চেয়েছি দয়া করে যদি বলে দিতেন কোন রেফারেন্স-টা আপনাদের দেয়া দরকার বা জানতে চান , তা যদি আপনারা আমাকে নিদৃষ্ট করে জানাতেন আমার জন্য সুবিদা হতো "কেন-না « রাইট্স অফ ওপেনিয়ন » liberté d’expression উপড় হাজার-হাজার "রেফারেন্স" আছে , সুতরাং বুঝতে পারছি-না কোন রেফারেন্স-টা আমি আপনাদের দিবো ? হাজার-হাজার "রেফারেন্স" থেকে নিন্মে আমি শুধু একটা"রেফারেন্স" তুলে ধরলাম , আমি ইংরেজী ভালো জানি-না , -যে ভাষা আমি জানি তা"হলো "ফরাসী-ভাষা" , তাই আমি "রেফারেন্স"-টি "ফরাসী-ভাষা"ই দিলাম , চাইলে আমি বাংলায়-ও করে দিতো পারবো । আবার-ও ধন্যবাদ , ভালো থাকবেন ।
Elle est citée à l'article 19 de la Déclaration universelle des droits de l’homme de 1948 « résolution sans valeur contraignante) comme suit  » :

« Tout individu a droit à la liberté d'opinion et d'expression, ce qui implique le droit de ne pas être inquiété pour ses opinions et celui de chercher, de recevoir et de répandre, sans considérations de frontières, les informations et les idées par quelque moyen d'expression que ce soit. »

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২২

উদদিন বলেছেন: 02 SEPTEMBRE 2014

দয়া করে যদি বলে দিতেন কোন রেফারেন্স-টা দেয়া দরকার « রাইট্স অফ ওপেনিয়ন » liberté d’expression
liberté de la presse
le droit à la connaissance
liberté de publication
liberté d’opinion
তা"হলে আমার জন্য সুবিদা হতো ( ফরাসী ভাষায় লেখা দয়া করে ইংরেজী করে নিবেন ) ধন্যবাদ !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :(

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৮

উদদিন বলেছেন: "অনন্য দ্বায়িত্বশীল আমি" ধন্যবাদ , ভালো থাকবেন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৯

মামুন ইসলাম বলেছেন: :| :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮

(উৎপল) বলেছেন: :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

উদদিন বলেছেন: http://www.somewhereinblog.net

এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার !

"পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।"
লেখক কাল্পনিক ভালোবাসার লেখা এই নিবন্ধে যা উল্যেখ করা হয়েছে তা আগে থেকেই সবার জানা, কিন্তু যা কেউ জানে-না তা জানার জন্য পড়ুন, জানুন লেখকের আসল চরিত্র আর রূপ এবং সত্য-কথা বললে তারা কি-ভাবে ১৯৭১ তথা তৎ-কালিন একজন বালক-কে "জামাতী" বানিয়ে তাঁর "মা"-কে কি-ভাবে পাকিস্তানী সৈন্যদের বিছনায় শোয়া ? কি ভাবে তাঁ "মা"-কে অপমান করে ? কি-ভাবে "জামাতী" বানিয়ে পিটিয়ে মারে, করে হত্যা, কি-ভাবে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে খুন করে, কি-ভাবে একটি শিশু-কে জীবন্ত দগ্ধকরে আগুনে পুড়িয়ে মারে, কি-ভাবে রাজাকার বানিয়ে ভারত থেকে হিন্দু ভাড়া করে এনে যুদ্ধাপরাধে অপরাধী বলে দোষী স্বাব্যস্ত করে জেলে ভরে, ফাসিতে ঝুলায় ? তার"ই এক চুল পরিমান প্রমান বুঝে-নিন এই নিবন্ধে "উদদিন" এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ে, পড়ুন প্লিজ, আর যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখোস উন্মোচন করে প্রমান করে দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, ওরাই বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকো ।


এই ছিটের হর্তা-কর্তা প্রায় সবাই বাংলাদেশের "ইসলামী ট্রেরিষ্টদের" আন্ডার-গ্রাউন্ড লীডার ! পড়ুন লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা।" নিবন্ধ-টি এবং পড়ুন মন্তব্য নং এর ৭৮ নং এবং ৭৯ নং মন্তব্যের জবাব হিসাবে লেখক -কাল্পনিক ভালোবাসা-"র জবাব .দু"টি পড়ুন প্লিজ ! পড়ে যদি মনে করেন এই সমস্ত সাধুদের মুখ উন্মোচন করে বাংলাদেশের আসল "জামাতী" "রাজাকার" "যুদ্ধাপরাধীদের" এবং "ইসলামী ট্রেরিষ্টদের" চিহ্নিত করে বিশ্বের চোখে হাজির করাতে পারলে সত্য-সত্য"ই পৃথিবীতে শান্তি আসবে, শান্তি আসবে পৃথিবীর সমস্ত মানুষের, যেখানে যাচাই বাছাই করা হবে-না কে হিন্দু কে মুসলমান ? কে ইহুদী আর কে খৃষ্টান ? তা"হলে প্লিজ পোষ্ট-টি রি-পোষ্ট করুন, বন্ধুদের পড়তে বলুন, তাঁরাও জানুক স্বাধীনতার ভিতরের আসল ইতিহাস, ধন্যবাদ । বিঃ দ্রঃ -আমার করা সমস্ত মন্তব্য মুছে ফেলা হয়েছে, শুধু এক-টুকরা অংশ আছে তা লেখকের দেয়া ৭৮ নং জবাবের প্রথম অংশ-টুকোতে উল্যেখ করা আছে । দিতে পারি আসলে ওরাই বাংলাদেশের আসল ইসলামী ট্রেরিষ্টদের লীডার, দিনে ওদের এক রূপ আর রাতে ওদের ভিন্ন রূপ, এই আওয়ামী ইসলামী ট্রেরিষ্টদের লীডার-গুলো অত্যান্ত দ্রুত, ওদের দ্বারা সব"ই সম্ভব, এমন-কি দিন-কে রাত আবার রাত-কে দিন-ও "ওরা বানাতে সখ্যম, এমন-ও সম্ভব এবং করেছে-ও "নিবন্ধ মুছে-ফেলা", তেমনি ভাবে এই "নিবন্ধটি-ও মুছে-ফেলতে পারে বা করতে পারে, -তাই আমি লেখক কাল্পনিক ভালোবাসার লেখা "পাকিস্তানিদের ২৫শে মার্চ দর্শন এবং আমাদের বীরদের কথা। "নিবন্ধ-টি মন্তব্য সহ কপি করেছি এবং তা পোষ্ট করলাম ;-....আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪৭

লেখক বলেছেন:
বাংলাদেশের সমস্ত "বুদ্ধী-জীবিদের হত্যা দ্বায় এবং দ্বায়িত্ব শুধু আওয়ামী লীগের , জামাত বা মুসলীম লীগ রাজাকার বা বুদ্ধী-জীবিদের হত্যাকারী তা আওয়ামী মুসলিম ট্রেরিষ্টদের সাজানো কাহিনী মাত্র

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৮ নং জবাবটি এই ঃ -"আবে হাউয়ার পুত, আমার এই ব্লগ এমনিতেই ঽজামাতিঽ ছাগলদের জন্য সম্পূর্ন রূপে নিষিদ্ধ তার উপর তুমি হইলা গোয়াজমের পটু দিয়া জন্ম নেয়া একটা থার্ড ক্লাস ছাগল। গোয়াজমের বীর্যে এত নেশা? খাইতে খাইতে পুরাই দেখি টাল হইয়া গেছস!

আফসোস! তোমার বোকচোদ জারজ বাপেরা তোমারে এখনও ঠিকমত তালিম দেয় নাই। কোন প্রকার তথ্য প্রমান ছাড়া এই জাতীয় কথা বললে পাবলিক যে তোমারে পোদে বাঁশ দিয়া বলৎকার করবে এডি কেউ কয় নাই? অবশ্য কইয়াও লাভ কি? গোয়াজমের মাল খাইয়া টাল হইলে কি আর সেন্স মাথায় থাকে?

আবার এইখানে ল্যাদাইতে আসলে তোমার জন্য সেটা ভালো হবে না।"

৭৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫




উদদিন বলেছেন:
আমার লেখা মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫২

আমাকে দেয়া লেখক কাল্পনিক ভালোবাসার ৭৯ নং জবাবটি এই ঃ - "আফসোস, তোর জন্ম তো কোন মহিলা দিয়া হয় নাই। হইলে তোর মারে তুইলা গালি দিতে পারতাম। শুধু তাই না যে রাস্তা দিয়া তুই বাইর হইস, সেই রাস্তা দিয়া তোরে কয়েকবার ঢুকাইয়া বাইর করতে পারতাম। সে আবার পাকিস্থানী সৈনিকদের স্বাধ পাইত।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.