নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন্তব্য

উদদিন

"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" !

উদদিন › বিস্তারিত পোস্টঃ

ইসরায়িলী শিশুদের কথা ভুললেন কি-করে ? "সু-শীল হস্তী" !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৬



"সামহোয়্যার ইন ব্লগের ব্লগার হিসাবে নিবেদিত প্রাণ যারা" প্রসঙ্গে ঃ আমার বক্তব্য টি সংযোযন করলাম ;- ব্লগার যাযাবর বেদুইন-কে বলছি ; "আপনার পোষ্ট পড়ে অন্তত কিছু "সু-শীল ব্লগার হস্তীদের" চিনতে পারলাম, এই-সব "সু-শীল হস্তী" বা রাঘব-বোয়ালদের কারনেই হয়তো আমাদের লেখার সাথে সম্পৃক্ত ছবিগুলো "সু-শীল ব্লগার হস্তীদের" মত বা "রাঘব-বোয়ালদের লেখার মত লেখার পূর্ব-লাইনে সংযোযন করা হয়-না ; -যেমন তাদের পোষ্টে সংযোযন করা হয় এবং "সু-শীল ব্লগার হস্তীদের" সাদা-বিষের ছোবলে সত্যের সন্ধ্যানীদের জন্য আমাদের লেখা-গুলো প্রথম পাতা থেকে বাদ-দেয়া হয় অথবা মুছে ফেলা-হয় , বন্ধ করে দেয়া হয় অন্যান্য পাঠকদের জন্য পড়ার লিংক ! ধন্যবাদ আপনাকে "যাযাবর বেদুইন" ! সমাজের "সু-শীল" হস্তীদের প্রতি জাতীয় সন্মান জানিয়ে এবং তাদের দেয়া সমম্ত সন্মানীত বানী-কে সন্মান জানিয়ে তাদের"ই বলা কিছু বক্তব্যের জাতীয় সমালোচনা ! বিসমিল্লাহের রহমানের রাহিম ;-

‘ওবামা-কে মানুষ হওয়ার পূর্বে আমাদের মা-জননী সোনার কন্যা শেখ হাছিনা-কে মানুষ হতে বলি-না কেন ? যিনি নিজ সন্তানদের মানুষ করার পরিবর্তে হাতে অশ্র তুলে দিয়ে তৈরী করছে জঙ্গীবাদ আর সন্ত্রাসী মূলক অ-মানবিক কৃত-কর্ম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য জঙ্গীবাদী-গ্রুপ ? পূরো বাংলাদেশটা-কে বানিয়ে রেখেছে একটা "মহা শ্মশান", নিজ প্রয়োজনে যখত-তখন জীবন্ত শিশু পুড়িয়ে খুন করছে আর নাম দিচ্ছে বিরোধী দলের উপর এবং সোনার কন্যা শেখ হাছিনার করা সেই সব বিভৎশৎ হত্যার কাহিনী ওবামার"ই দোষর "ডেন মজিনা" সার্টিকেট দিচ্ছে সোনার কন্যা শেখ হাছিনার পখ্যে এবং আপনারা সু-শীল সমাজ তা"ই মেনে নিচ্ছেন ! ঝোল হারাম আর মাংশ হালাল এ আবার কেমন হাদিস ? তারপর যদি "সাম্রাজ্যবাদের জন্য নোংরা খেলা"র কথা বলি, তার আগে প্রশ্ন আসে ওবামা যদি সাম্রাজ্যবাদের জন্য নোংরা খেলা করতে পারে তবে আমরা কেন পারছি-না ? চাপা-তো আমাদের কম-নাই ? "ফ্রান্সের সাংবাদিকের, গবেষকদের করা রিপোর্টগুলো"র কথা বলতে গেলে তো একই প্রশ্ন আসে "ফ্রান্সের সাংবাদিকরা, গবেষকরা রিপোর্ট তৈরী করতে পারছে তবে আমরা , আমাদের সাংবাদিকরা, গবেষকরা কেন "ফ্রান্সের সাংবাদিকের মত মানুষের মনে বিশ্বাষ ও গ্রহনযোগ্য একটা রিপোর্ট তৈরী করতে কেন পারে-না ? চাপা-তো আমাদের সাংবাদিক, মিডিয়া ও গনমাধ্যম গুলোর কম-নাই ? আমাদের সাংবাদিকের, গবেষকদের বলুন-না কেন ওদের মত একটা রিপোর্ট তৈরী করতে ? কি করে আমাদের সাংবাদিকরা, গবেষকরা ? "টক-শো" করতে গিয়ে সরকারের চামচামী তো বেশ করে ? ওবামার কাছে জবাব চায়-না কেন ? "ডেন মজিনা"-কে বাংলাদেশ থেকে উৎখাত করে-না কেন ? পূর্তগীজ, হলান্ডী, ইংরেজ, ফ্রাঁন্স ওদের আগে-তো আমরা"ই ধনী ছিলাম ? এই জন্য"ই তো পূর্তগীজ, হলান্ডীরা আমাদের দেশে ডাকাতী করতে গিয়েছিলো, এই ডাকাতদের ভারত শ্বাষণ করার সুযোগ কারা দিয়েছিলো ? তা কি আমরা নিজেরাই দেই-নাই ? ফরাসীরা, ইংরেজরা ব্যাবসা করতে গিয়েছিলো ভারতে, কেন গিয়েছিলো ? কারন ওদের তুলনায় আমরা ভারতী অনেক ধনী ছিলাম , বিদায় লাভ জনক কারনেই ওরা ভারতে এসেছিলো , ব্যাবসা করতে এসে কি-করে শ্বাষণ খমতা হাতে নিলো ? সেই-সব সুযোগ এবং রাস্তা কি আমরা"ই দেখিয়ে দেই-নাই ? আজ যদি ওরা আমাদের মারে তো এই নতজানু অপারগতা, অখ্যমতা এবং ল্জ্জা তো আমাদের’ই হওয়া উচিৎ! ওরা মারছে অন্য দেশের লোক ওদের নিজ দেশ, নিজ দেশের জনগনদের নিরাপদে রাখার জন্য !আর ফিলিস্তিনি, কাশ্মীরি, ইরাকী, আফগানদের সোনার প্রসিডেন্টরা কাদের মারছে ? ওরা মারছে নিজ-দেশের জনগন , নিজেরা মুসলমান হয়ে মারছে মুসলমান ! মারছে আপন ধর্মের মানুষ, ভাই-বোন, নবজাতক শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে-না, সাথে মারছে ভিন্ন ধর্মের মানুষ, তারা রেহাই পাচ্ছে শিশু, শিশুর মা" হয়ে-ও ? এই সব লোম হর্ষক এবং অ-মানবিক কৃত-কর্মের জন্য লজ্জা ওবামার না আমাদের মুসলমানদের হওয়া উচিৎ ? আমরা ওবামা-কে মানুষ হওয়ার কথা বলার আগে আমাদের লজ্জা থাকা উচিৎ বলে আমি মনে করি ! তা-ছারা কোন পিতা যদি নিজ সন্তান রখ্যনা-বেখ্যন, উপযুক্ত শিখ্যায় শিখ্যিত করে আদর্শ মানুষ করে গড়ে তোলার জন্য পাড়া-প্রতি বেশীর উপর খোব প্রকাশ করে পাড়া-প্রতি বেশীর করা সমস্ত জঙ্গীবাদ ও সন্ত্রাসী কাজ কর্মের জন্য -তা"হলে সে পিতার অপরাধ কোথায় বা কোন অপরাধ আছে বলেতো কোন কারন আমি দেখছি-না ? বরং সে পিতা বাহবাহ পাওয়ার যোগ্যতা অর্যন করেছে এবং তাঁকে জাতীয় সন্মানে ভূষিত করতে হবে এবং হবে ! পাড়া-প্রতি বেশীর যন্ত্রনায় নিজ সন্তান মানুষ করতে পারবো-না তা আমি পিতা হয়ে সহ্য করবো এমন পিতা আমি হতো চাই-না , দুঃখিত ! ওবামা-কে বরং ধন্যবাদ ‘আমার মার পেটের ভাই-বোনদের বাচানোর চেষ্টা করছে ! ফিলিস্তিনি, কাশ্মীরি, ইরাকী, আফগানদের শিশুর জন্য আপনার দরদ আছে "তাতে স্পষ্ট আপনি একজন রূদয়-বান ব্যাক্তি, কিন্ত রূদয়-বান ব্যাক্তি হয়ে ইসরায়িলী শিশুদের কথা ভুললেন কি-করে ? ইসরায়িলী শিশুরা কি শিশু নয় ? অপর দিকে -সোনার হাছিনা তো নিজ দেশের মানুষ মারছে নিজ পরিবারকে আ-জীবন খমতায় রাখার জন্য আর সেটাই আপনারা মেনে নিচ্ছেন এবং সেটাই আপনাদের সুখ ! বাহ ! কি সু-শীল সমাজ আপনারা ? কি সু-শীল সমাজের বাংলাদেশ ? সাবাশ বাংলাদেশ ! সাবাশ স্বাধীনতা !! সাবাশ বাংলাদেশর সু-শীল সমাজ !!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.