নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
সামু ব্লগে শিপু ভাই এখন অনেক দিন ধরে আর পোষ্ট দেন না। তিনি তার প্রোফাইলে লিখে রেখেছেন, "পক্ষপাতমূলক ও অস্বচ্ছ মডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে চলবে..." গত মে মাস থেকে তার আর কোন নূতন পোষ্ট আমরা দেখি নাই! আসলে শিপু ভাই কি কারনে এমন লিখে রাখছেন তা আমার জানা নেই। কারন সামু ব্লগের জন্য শিপু ভাইকে আমার সব চেয়ে বেশী নিবেদিত মনে হত। সামু ব্লগ ছেড়ে শিপু ভাই চলে যাবেন কিংবা সামুতে শিপু ভাই আর লিখবেন না, এটা আমি ভাবতেও পারি না! সামু ব্লগে শিপু ভাই যে ঝড় তুফান জয় করেছেন, তিনি কি করে এত সহজে সামুকে ভুলে যাবেন এটা আমার বোধগম্য নয়!
যাই হোক, শিপু ভাই ব্লগে নানান লিখা লিখে বেশ জনপ্রিয় আছেন (এবং আমি খুব খেয়াল করে দেখেছি, তিনি যা করেন সেটাই একটা ভাল কাজ হয়)। তার প্রতিটা ব্লগ দৃষ্টি আকর্ষন করেই। ব্লগ ফ্লিমের কন্সেপ্টের জন্য তিনি অনুসরনীয় হয়ে থাকবেনই! যার যার কৃতিত্ব তাকেই দেয়া দরকার।
সে যাই, আমি ফেইসবুকে শিপু ভাইয়ের ফেন্ড থাকায় তাকে আমি খেয়াল রাখি এবং সম্প্রতি তার পেন্সিলে আঁকা কিছু ছবি দেখে সত্যই অভিভূত।
পেন্সিলে তিনি এত ভাল ছবি আঁকতে পারেন এটা আমার মত অনেকের অজানা ছিল, আমিও জানতাম না। চলুন, সামুতে তার আঁকা ছবি গুলোর একটা প্রদর্শনী হয়ে যাক।
ছবি ১
ছবি ২
ছবি ৩
ছবি ৪
ছবি ৫
ছবি ৬
ছবি ৭
ছবি ৮
ছবি ৯
ছবি ১০
শিপু ভাই, আপনি আপনার রাস্তায় এগিয়ে চলুন। সময়কে নিয়ন্ত্রন করুন। এদিক সেদিক না তাকিয়ে আপনি আপনার মত করেই এগিয়ে চলুন। সাফল্য নিশ্চিত। শুভেচ্ছা নিন।
আপনারা কি বলেন!
২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৪
অপরাজিত একজন বলেছেন: সুন্দর সব ছবি। অনেক প্রতিভাবান বুঝা যাচ্ছে।
৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:২০
প্যাপিলন বলেছেন: শেষের কালার পেন্সিলে আকা স্কেচটি সবগুলোর মধ্যে সেরা হৈসে যাই হোক শিপু ভাইয়ের স্কেচ এর হাত প্রফেশনাল লেভেলের।
৪| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১
সাদা রং- বলেছেন: শিপুভাই খুবই সুন্দর ছবি আকেন দেখেই বুজা যাচ্ছে। এই পেন্সিল স্কেচগুলো বরাবরই আমার ভালো লাগে।
৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৯
সাসুম বলেছেন: আসলেই শিপু ভাই যে কত বহুমুখী প্রতিভা সেটা আমরা যারা উনার আশে পাশে থাকি তারাই উপলব্দি করতে পারি । আসলেই হি ইজ এ গ্রেট
৬| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেইসবুকে দেখছিলাম। স্কেচগুলা বহুত নাইস হইছে
৭| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৭
মেহেদী হাসান মানিক বলেছেন: সব শেষের ফডুডা কেডা আকিছে
৮| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০১
নিমচাঁদ বলেছেন: শিপু র অসাধারন এই স্কেচ আমিও দেখেছি এবং মনে মনে এই কারণে আমি নিজের প্রতি খানিকটা ক্ষুব্দও বটে ।
ক্ষুব্দ হওয়ার কারণ টা হলো ,
বছর দুই আগে আমি ও নিজের একটা পোট্রেট আকাঁইয়া ছিলাম ( আমি আকিঁ নাই , পেইড লোক দিয়া) সেটার মান এই গুলার তুলনায় খুবই নিম্ন স্তরের ।
এখন সমস্যা হইলো, শিপুর এই আকাঁআকিঁ দেইখা আমার নিজের ও ছবি আকঁতে ইচ্ছে করতাছে । কিন্তু ক্লাস নাইনে আমার আকাঁ ব্যাং দেইখা মোশারফ স্যার বলেছিলেন , বাবা এইটা তোর লাইন না , তুই আর জীবনে কিছু আকিছ না কারণ তর আকাঁ ব্যাং, এই ভূমন্ডলে নাই । সৃষ্টি কর্তার কোন সৃষ্টির এই রূপ বিকৃত রূপ আকারঁ জন্য তোকে আমি সারা জীবনের জন্য আকাঁআকিঁ হতে অব্যাহতি দিলাম ।
সে যাই হোক , আমি নিয়ত করছি , গুরুর নিষেধ আমি অমান্য করমু না , তয় শিপুরে দিয়া নিজের আরেকটা পোট্রেট করামু ।আমার জীবদ্দশায় না হোক , আমার পোলাপাইন পরে এই টার শিল্প মূল্য বেইচা দুইটা ভাত খাইবার পারবো ।
জয়তু শিপুর আকাঁআকিঁ
৯| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৮
উদাসী স্বপ্ন বলেছেন: এই ফাত্রা পোলাটার চামচামী শুরু করলেন কেন বুঝলাম না উদরাজী সাহেব!
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
সাহাদাত উদরাজী বলেছেন: উদাসী স্বপ্ন, আপনিতো দেখছি পুরাই ছাগল। এটা চামচামির কি হল? একজন ভাল আঁকেন তার কথা লিখবো না এবং তিনি আমাদেরই সহযাত্রী।
আপনি ভাল কিছু করলে আপনাকেও নিয়ে লিখা যেত, এখন দেখা যাচ্ছে আপনি জীবনে ভাল কিছু করেন নাই আর করতেও পারবেন না। কারো প্রশংসা পাবার যোগ্য আপনি হতেই পারবেন না।
কমেন্টেও ভিন্ন ভাবে বলে কারো সমালোচনা করা যায়। মাথার ঘিলু বদলে ফেলুন!
১০| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৩
লিঙ্কনহুসাইন বলেছেন: শেষের ছবিটা আমি আঁকছি শিপু ভাইরে অনেক ভালা পাই ।
১১| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬
শিপু ভাই বলেছেন: এক অসভ্য মহিলার ছাগল জামাই এই পোস্টে তার নোংরা নাক ঢুকাই দিছে ।
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: শিপু ভাই, আমি এখন আর নেটে/অনলাইনে এই সব ছাগল/বলদ দেখে নিজকে রাগিয়ে তুলি না। আসলে ওদের কাজ ওরা করবে, আমাদের কাজ আমরা করবো। যারা লেখনী এবং চিন্তা ভাল সেই টিকে থাকবে। আপনি অহেতুক এই সব ছাগল/পাগল দেখে রেগে যাবেন না। আপনি আপনার কাজ করে চলুন। দিন শেষে জয় আপনারই।
আমি রান্না নিয়ে অনেক সমস্যা পার করে এসেছি। ফেবুতে সত্য স্ট্যাটাস বলে দিয়ে গতকালও অনেক কথা শুনলাম। আসলে কিছু বাঁকা মন পাবেনই সব সময়, ওদের কথা মাথায় না নিলেই চলে।
শুভেচ্ছা। ভাল থাকুন।
১২| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০০
এম মশিউর বলেছেন: এত্তগুলা ভালো লেগেছে!
১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
স্বপ্নবাজ অভি বলেছেন: শিপু ভাই এত চমৎকার ছবি আকে আগে জানতাম না !
ফেসবুকে সবগুলাই দেখেছি , ওনার প্রতিভায় মুগ্ধ হয়েছি !
আসলেই উনি ব্যাপক !
ওনার জন্য আর আপনার জন্য শুভেচ্ছা রইলো !
১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
ডানাভাঙ্গা চিল বলেছেন: শিপু ভাই লোকটা নাকি ইভ টিজার ?
ঘটনা কি সত্য নাকি ? তার ছবি আঁকার ধরণ দেখে তাই তো মনে হয়
মজা করলাম আর কি একটু :#> :#> :#> :#> , উনি ভালো ছবি আঁকেন এ নিয়ে কোন সন্দেহ নেই(আজকাল কম্পিউটারেও নাকি পেন্সিল পাওয়া যায় , ঐটা করতেও জানা লাগে অবশ্য )।
১৫| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
ধূর্ত উঁই বলেছেন: ভাল একেছেন শিপু ভাই। আপনার এই প্রতিভার পরিপূর্ন বিকাশ কামনা করছি। আমারও আঁকা আকিঁর শখ। কিন্তু ভাল আকতে পারিনা।আপনার ছবিতে মুগ্ধ।
১৬| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
শিপু ভাই বলেছেন: অনেক ধন্যবাদ ও kritoggota উদরাজী ভাই । আমার এই সাধারণ ছবিগুলোকে আপনি প্রদর্শন যোগ্য মনে করেছেন ।
কেউ কোন অন্যায় করলে তার সাজা আল্লাহ তারে দেয় । ঐ ছাগল সেটা পাইছে তার বৌ এর অপরাধে । অসভ্য কুনহান্কার !
১৭| ২১ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
১১স্টার বলেছেন: Shipu vai er akar ekjon vokto amio
১৮| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: অসাধারণ স্কেচ
১৯| ২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯
বশর সিদ্দিকী বলেছেন: ফেসবুকে দেখছি। অসাধারন আকেন শিপু ভাই।
২০| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫২
রিমঝিম বর্ষা বলেছেন:
অসাধারণ ব্যাপার কি জানেন শিপু ভাই? আপনার ছবিগুলো নিয়ে যদি কোন এক্সিবিশন হয় তবে তার মধ্যে আমার ছবি থাকবে। দারুন। এক কাজ করেন....আমার আরো কতগুলো ছবি এঁকে ফেলেনতো। :#>
২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
খাটাস বলেছেন: সুন্দর ।
২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ছবিগুলো সুন্দর ।
২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
তামিম ইবনে আমান বলেছেন: শিপু ভাইকে তো চিনলাম না। উনি কি সামুর ব্লগার ছিলেন নাকি?
২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫
ড. জেকিল বলেছেন: শিপু ভাইরে তো ব্লগে অনেকদিনই দেখিনা, তাড়াতাড়ি লেখালেখি শুরু করেন ভাই।
স্কেচ গুলা অনেক সুন্দর।
২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
ইখতামিন বলেছেন:
শিপু ভাইরে চিনতে পারলাম না... ব্লগার নাকি?
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০২
বেঈমান আমি. বলেছেন: এই সুন্দর পোলাটা কে?