নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

একজনের একগুঁয়েমিতে ব্যবসা বানিজ্য প্রায় শেষ!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

নিজের মত করে দেশটা দেখতে গিয়ে, নিজের আনন্দ বিনোদন ঠিক রাখতে গিয়ে দেশের অবস্থা প্রায় শেষ! বর্তমানে দেশের প্রায় ছোটখাট ব্যবসাহীদের অবস্থা বলতে গেলে প্রায় শেষ। একজনের একগুঁয়েমিতে ব্যবসা বানিজ্য প্রায় শেষ! যারা চিন্তা করছিলো আগামীদিনে বড় হবে তাদের স্বপ্নও প্রায় শেষ! একটা মানুষ এই দেশে কত বছর বাঁচে! X(























দুঃখজনক ব্যাপার। যদিও তাদের কিছু যাচ্ছে আসছে না, ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরাই, আমাদের পরিবার পরিজন, আমাদের পরবর্তি জেনারেশন।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮

কলাবাগান১ বলেছেন: একজনের দোষ???? যে বাসে আগুন দিচ্ছে, তার কোন দোষ নাই??? আজব

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: আগুন যারা দিচ্ছে ওগোরেও আগুন দেয়া দরকার!

ভাবনা চিন্তায় কান্নি খাইলে চলবো না! কে শুরু করেছেন সেটাও ভাবতে হবে। দেশ দেশের মত এগিয়ে যাচ্ছিলো, কে কারে কইছে পরিবর্তন পরিবর্ধনের! তাইলে নিজকে রানী ঘোষনা দিয়ে দিলেই তো চলে!

এমন নির্বাচন নিরপেক্ষ হবে ভাবেন কি করে?

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

ঢাকাবাসী বলেছেন: একজন তার মোটা ব্যাংক ব্যালেন্স নিরাপদ অক্ষত রাখার জন্য গদী ছাড়বেনা আরেকজন ঐরকম ব্যাংক ব্যালেন্বাস বানাবার জন্য গদীতে যাবেই! আমরা যাই কোথা!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ক্ষমতার লোভ কঠিন লোভ! চরম নেশা, এবার সেটা আবারো প্রমান হল! কিন্তু কেহই বুঝতে পারছে না যে, লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার জনগণ খেপলে আর বাঁচাইয়া রাখবো না!

এরশাদ কাগু বাইচ্যা গেছেন বটে!

(যত দোষ আমাদের! বটে! আরে আমরা তো তোদের ভালবেসে নির্বাচিত করে পাঠিয়েছি আমাদের মঙ্গল করার জন্য, তোরা আমাদের এই মঙ্গল করছিস!)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

বেকার সব ০০৭ বলেছেন: খুব দুঃখজনক ব্যাপার।

সবচেয়ে বড় খারাপ হলাম আমরা কারন আমরায় তাদের কে নীর্বাচনে ভোট দিয়ে তাদের একগুঁয়েমি করতে সোযোগ করে দেয়

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, আমাদের দোষ বটেই।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এজাবৎ সকল হরতালেই সরকারি, বেসরকারি ব্যাবসায়িক প্রতিস্টান, সকল ব্যাঙ্ক খোলা থাকে।

অবশেষে পিছু হটছে জামাত-শিবির পরিচালিত নাসকতাকারিরা।

আজ প্রথম আলোর খবর।
কিছু সাহসি ট্রাক মালিক ও ড্রাইভারদের কারনে প্রাকৃতিক নিয়মেই ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রাক চলাচল শুরু হয়ে গেছে। নস্যাৎ হয়ে যাছে অপশক্তির বিরতিহীন নাসকতা।
ঢাকা-চট্টগ্রাম রুটের রেলওয়ে গত শুক্রবার থেকে চালু হয়েছে, সবগুলো ট্রেনই চলছে। তব ধির গতিতে।
লঞ্চ এজাবৎ সব হরতাল অবরোধের ভেতর নির্বিঘ্নেই চলছে
Click This Link

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সাহাদাত উদরাজী বলেছেন: হাসান কালবৈশাখী ভাই, আপনাদের চিন্তা ভাবনা দেখলে পাগল হয়ে যাই। ধরুন কিছু মানুষ এই সব মানলো না, তাতে ওদের কি আসে যায়।

আমরা আম জনতা হিসাবে বুঝতে পারি, দেশে আওয়ামীলীগ থাকলে বি এন পিও থাকবে। এটা বুঝার জন্য বিজ্ঞানী হবার দরকার নেই। আওয়ামীলীগ যদি নির্বাচন করেও ফেলে তাতেও কি তারা শান্তি পাবে। হয়ত আরো জোরে চুরি চামারী চলতে পারবে মাত্র!

৫ বছর ক্ষমতায় থেকে কিছু করে, মানুষকে ভালবেসে তাদের মঙ্গল চাইলে এখন আর তাদের বাকা পথ ভাবতে হত না!

আমি দেশে এখনো কোন সার্ভের ফলাফল দেখি নাই যে, যেখানে মানুষ বলছে, এভাবে সষ্টু নির্বাচন হবে। বা এভাবে সরকার রেখে নির্বাচন করলে তা নিরপেক্ষ হবে।

বাংলাদেশ একটা পরিবার, এটা ভুলে গেলে চলবে না।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

অনির্বাণ রায়। বলেছেন: আপনি একটা শ্রমিক কে বললেন এই মাল টা , ট্রেইন এ উঠায়ে দিতে , সে টাকা নিয়ে উঠিয়ে দিবে ,তার কাছে টাকাই বড় ব্যাপার ।

সো প্রধানরাই ( নেতারা ) একক ভাবে এই সব এর জন্য দায়ী ।

অন্যরা না ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। ব্যাপারটা আপনি সুন্দরভাবে চিন্তা করেছেন।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ঢাকাবাসী বলেছেন: একজন তার মোটা ব্যাংক ব্যালেন্স নিরাপদ অক্ষত রাখার জন্য গদী ছাড়বেনা আরেকজন ঐরকম ব্যাংক ব্যালেন্বাস বানাবার জন্য গদীতে যাবেই! আমরা যাই কোথা!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: ঢাকা বাসীর চোখ খোলা আছে। ঢাকায় থাকে তো!

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

অকপট পোলা বলেছেন: চুতিয়া রাজনৈতিক কর্মীদের রিএকশন দেখলে অবাক হতে হয়! এরা কি কানা না কালা??!! আপনার বাক্য সংশোধন করুন। ২ জনের দোষে এই অবস্থা। একজন আগে যে ভুল করসে, আরেকজন তা রিপিট করতেসে।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: অকপটে সব কথা বলতে নেই রে পোলা!

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

সুমন কর বলেছেন: আমরা তাদের হাতে তৈরি নাচের পুতুল।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আমরা হাতের পুতুল হলে তো ভাল হত, এখন তো মনে হয় তাও নয়! আমাদের পিষে মেরে ফেলতে পারলেই ওরা মনে হয় বেঁচে যেত!

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাদ দেন এসব ব্যবসা! বড় ব্যবসা করেন! রাজনীতির চেয়ে বড় ব্যবসা আর কী আছে? এক বার যদি পাতি নেতা, ধেরে নেতা অথবা তেরে নেতা হতে পারেন তাহলে শত শত কোটি টাকা আপনার পাঁয়ের নীচে গড়াগড়ি করবে। যা আপনার বাবা, আপনি, আপনার ছেলে, আপনার নাতী অর্থাৎ চার পুরুষেও কামাইতে পারবেনা। যত বড় ব্যবসায় করেন না কেন? চ্যালেঞ্জ!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: বাঙ্গালী ভাই, এখন তো তাই দেখছি।
জাতীয় পার্টির মালদের দেখে এটা আরো স্পষ্ট হয়ে উঠছে! এরা সবাই বড় বড় ব্যবসাহী এবং মালদার কিন্তু তবুও আরো মাল কামাতে চায়!

অন্য দুই দলের হলে তো কথাই নেই!

আমি ওপেন চ্যালেঞ্জ নিতে পারবো না।

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪১

নীলতিমি বলেছেন: বাংলাদেশ এখন নিউটের সূত্রমতে চলতেছে: অ্যাকশন আররিঅ্যাকশন

হাসিনার অ্যাকশন আর খালেদার রিঅ্যাকশনে দেশ এখন ধ্বংসের পথে।

বলা বাহূল্য, অ্যাকশন না থাকলে রিঅ্যাকশনও থাকতো না ! /:) /:)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ নীলতিমি ভাই। আপনি সত্য বলেছেন। এটা আমাদের সবার বুঝা উচিত।

আপনি কি করে ভাবেন, আপনি আগাগোড়া সবি নিবেন! দেশে কি আর লোক নাই! হা হা হা.।

শুরুটা কে করল তা ভেবে দেখেতে হবে, এটা মগের মুল্লুক নয়!

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

বাতায়ন এ আমরা কজন বলেছেন: দেশ যাক রসাতলে
মাছের মুড়োটা তো তাদের থালে,

জনগণ আগুনে পোড়ে, জলে ভাসে
তাতে তাদের কীইবা যায় আসে?

-- এরাই তো আমাদের নেতা-নেত্রী.........তাই না।

-- আমরা নাচি, তারা নাচায়।

নির্বীষ যে সাপ সেও মাঝে মাঝে ফোস করে ওঠে,
আমরা যে তার চেয়েও ঠান্ডা হয়ে গেছি।

বীরের জাতি আমরা যেন আমাদের হারিয়ে ফেলেছি।

তবুও আশায় থাকি, সুদিনের, দিন বদলের।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: একদিন জেগে উঠবেই। তখন বুঝবে।

এত লজ্জাহীন এত বেবুঝদার এরা কি করে হয়।
শুভেচ্ছা।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬

প‌্যাপিলন বলেছেন: শাহজাহান প্রেমকে অমর করতে গিয়ে তাজমহল বানিয়ে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা, হাজার হাজার শ্রমিকের প্রাণ আর শাসন ব্যবস্থাতেই বিপর্যয় ডেকে এনেছিল। আমাদের দেশ তেমনি তাজমহল হল গণতন্ত্র আর সংবিধান। কারো গণতন্ত্রে আর আর কারো সংবিধান প্রেম অমর করতে গিয়ে শত শত মানুষের দাহ, প্রাণহানি, সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে...............

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

সাহাদাত উদরাজী বলেছেন: বটে! নিজেরটাই বুঝতে পারছেন, অন্যের টা নয়! তবে ফল পাবেন!

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

বেলা শেষে বলেছেন: সাহাদাত Vhai, Assalamualikum, now a days i am trying to read your all post. I observe you are very good writer , best Quality , correct explaination, to much good decoration, please write more - basically for new bloger as like me- i am also very new bloger. Thenk you very much.Up to next time Inshallah!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বেলা শেষে ভাই।
আপনার কমেন্টড়ে মন ভাল হয়ে গেল। আমি এখন আর তেমন লিখতে পারছি না। এখন শুধু রেসিপি নিয়েই আছি। আশা করি আমার রেসিপি ব্লগ দেখেছেন। যদি না দেখে থাকেন তবে আমন্ত্রন জানাচ্ছি।

গল্প ও রান্না
http://udrajirannaghor.wordpress.com/

আপনি একটা সত্য ধরেছেন, আমি সব সময়েই নুতন ব্লগারদের উৎসাহ দিয়ে থাকি এবং তাদের আরো আরো লিখতে বলি। কারন আমরা অনেকেই এখন পুরাতন হয়ে গেছি, নুতন রা না এলে চলবে কি করে।

শুভেচ্ছা। আশা করি সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.