নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আর কতদিন মিথ্যাচার চলবে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

একটু সময় বাঁচানোর আশায়, একটু বেশি কাজের লোভে, কিছু টাকা বেশি খরচ করে গত কয়েক মাস থেকে টেলিটক থ্রী জি ব্যবহার করে আসছি। আমি দৌড়ানোর আশায় কিনে এখন মাঝে মাঝে হাটতেও পারছি না! ১ এমবিপিএস লাইন নিয়ে বার বার মনে হয় আমার আগের মহল্লার লাইন কত ভাল ছিলো! মাঝে মাঝে তো লগইন করাই দুরহ। আহ!





নমুনা দেখুন (গতকাল মাঝে রাতের)





আরো ক্লোজ!



একটা সরকারী প্রতিষ্ঠান কি করে এমন মিথ্যা বলে যায় দিনের পর দিন সেটা বুঝতে পারি না! কষ্টের টাকা এবং সময় নষ্টের জন্য কার কাছে বিচার চাইবো!





বি দ্রঃ সামুতে প্রবেশ নিয়ে অনেকেই মন খারাপ করে ফেবুতে স্ট্যাটাস লিখে থাকেন, আসলে কম স্পীডে সামু কেন বাংলা কোন ব্লগেই প্রবেশ করা যায় না। মজার ব্যাপার এই রকম স্পীডে ফেবুতে প্রবেশ করা যায় এবং কাজও করা যায়। ব্যাপারটা মাথায় ধরে না! :((

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: টেলিটকের ফ্রীকেয়েন্সি দেখুন ১০০%। আমার মহল্লা রামপুরা, ঢাকা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

নিশি মানব বলেছেন: যেই ছবিগুলো তুলেছেন। ওইটা কিভাবে করেছেন একটু বলবেন!

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। এটা আসলে খুব সহজ ব্যাপার। প্রিন্ট স্ক্রীন কী ছেপে স্ক্রীন পেষ্ট/কপি করে সেটা ফটো শপে নিয়ে পেশ এডিট করে।

খুব সহজ কাজ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

সাদা কলো বলেছেন: আমার এলাকায় ত টেলিটকের ভালোই স্পিড পাই,৫১২Kbps লাইনে অন্তত জিপি থেকে অনেক ভালো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, জিপি বা অন্য কোন থ্রী জি দেখতেই আর ইচ্ছা হয় না।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

পাকাচুল বলেছেন: কোন প্যাকেজ ব্যবহার করছেন, মাসে কতটাকা দিতে হচ্ছে?

আমি কিউবি ব্যবহার করছি, খুবই শান্তিতে আছি স্পীড নিয়ে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

আসাদ /পারেভজ বলেছেন: Would you pls text me your GPS location ...to [email protected]

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

আসাদ /পারেভজ বলেছেন: Would you pls text me your GPS location ...to [email protected]

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩

নিশি মানব বলেছেন: আমার ভাই খুব করুন অবস্থা।
স্পীডের প্রবলেম নাই। তবে যেই পরিমান স্পীড খায়।মাত্র ১৫ দিনেই ১০ জিবি শেষ। অথচ বড় ধরনের কোন কিছুই টাউনলোড করা হয়নি। উইন্ডোজের অট আপটেড সব বন্ধ।
তারপর ও প্রচুর স্পীড খায়।
কাস্টমার কেয়ারে গেলে বলে,তুমি নেটের সম্পর্কে কি বুঝ। উলটা পালটা কর। আর তাই কিভাবে কি কাটে টের পাওনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.