নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন!

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৩:০৩

(সামুর পুরাতন ব্লগার হিসাবে আমি নিশ্চয় এই প্রচার টুকু করতেই পারি!)



আনন্দ সংবাদ! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।



আপনাদের ভালবাসায় ‘গল্প ও রান্না’ ধন্য। আপনাদের আরো আরো সহযোগীতা কাম্য।



রেসিপি প্রিয় পাঠক পাঠিকা ভাই বোন বন্ধু সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:৫০

উপপাদ্য বলেছেন: আপনার অধ্যবসায় সফল ও সার্থক হোক।

শুভ কামনা রইলো।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ উপপাদ্য ভাই।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৭:০৪

বৃতি বলেছেন: জেনে ভাল লাগলো ভাইয়া।

শুভকামনা আপনার জন্য।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বৃতি বোন। শুভেচ্ছা।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৯

আসফি আজাদ বলেছেন: It's quite a different endeavor! All the best wishes for you.

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আসফি আজাদ ভাই।
আমরা চেষ্টা করে যাচ্ছি।
শুভেচ্ছা।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:২৯

কয়েস সামী বলেছেন: great job brother. will install it soon.

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সামী ভায়া,
শুভেচ্ছা।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৮:৫১

জুন বলেছেন: সত্যি আনন্দ সংবাদ উদার ভাই!
অভিনন্দন জানাই :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.। ধন্যবাদ জুন আপা।
আরো ঘরে ঘরে পৌঁছার একটা চেষ্টা মাত্র।

যারা মোবাইল থেকে আমাদের রেসিপি দেখে থাকেন তাদের জন্য আমাদের আর খুঁজে বের করতে হবে না, চোখের সামনেই পড়ে থাকবো। চাইলেই ওয়ান টার্চে আমাদের পেয়ে যাবেন।

শুভেচ্ছা।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: গতকালই ডাউনলোড করেছি এবং প্লে স্টোরে রেটিং + কমেন্ট করেছি।

তবে এ্যাপটিতে কিছু ল্যাগ আছে, কিছু বাগ ফিক্স করে পরের ভার্সন রিলিজ করতে বলেন।
.........

সর্বপোরি, চমৎকার হয়েছে কাজটি।

++

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ফয়সাল ভাই।
আমি এপস তৈরিতে তেমন ভাল জানি না। একজন তরুণের কারবার এটা। আপনি মেইলে আমাকে সেই বাগ গুলো জানালে আমি সেগুলো নোট রেখে পরের ভার্সানে ঠিক করে নিবো। কিছু লিমিটেশন আছে, সেগুলো আগামীতে অভার কাম করার চেষ্টা করবো।

আপাতত হাতের মুঠায় থাকার একটা চেষ্টা। অনেকে আমাদের সাইটের ঠিকানা ভুলে যান, পরে খুঁজে বের করেন তাদের জন্যই।

এছাড়া কিছু রেসিপি পাগল পারা মনের মানুষ আছেন, যারা আমাকে ভালবাসেন তারা প্রতিদিন ব্লগে আসেন, নূতন কি আছে তা দেখার জন্য, সেই দিকটা খেয়াল রেখে এটা করা হয়েছে।

আশা করি মতামত জানাবেন।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০১

বেকার সব ০০৭ বলেছেন: আপনার অধ্যবসায় সফল ও সার্থক হোক।

শুভ কামনা রইলো।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বেকার ভাই।
শুভেচ্ছা।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

অথৈ সাগর বলেছেন:
গুড লাক সাহাদাত ভাই ।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ অথৈ সাগর ভাই।
শুভেচ্ছা।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

শরতের কাঁশফুল বলেছেন: great job man!! really Its a useful apps for me... don't mind..i take it personaly...

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কাশফুল ভাই।
ব্যচেলর এবং প্রবাসীরাই ভাই বোন বন্ধুরাই আমার টার্গেট।

শুভেচ্ছা।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: শুভ কামনা।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ অন্যমনস্ক শরৎ ভাই।
শুভেচ্ছা।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। শুভেচ্ছা।

১২| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:১৬

মামুন রশিদ বলেছেন: অভিনন্দন ভাই ।

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১:১২

সাহাদাত উদরাজী বলেছেন: আপনাকে ধন্যবাদ মামুন ভাই।

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩

রাবার বলেছেন: শুভ কামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.