নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

যত কষ্ট/দুঃখ গরিবের জন্যই!

২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫২

আমি সাধারণত দুঃখ কষ্টের ছবি তুলি না। কারন এই দেশে যে দিকেই তাকাই সব আমার কাছে দুঃখের এবং কষ্টের! বাসা থেকে নেমে রাস্তায় বের হলেই একে একে চোখে সেই কষ্ট দুঃখের ছবি পড়তেই থাকে। চলতি পথে নিজেও সেই কষ্ট দুঃখে পড়েই থাকি!



আমি সব সময়ে রাস্তায় যে দুঃখের এবং কষ্টের ছবি দেখি তা হচ্ছে আমাদের গরীব রিক্সা এবং সি এন জি চালক ভাইদের এবং সাথে পাবলিক বাস সার্ভিস গুলোর যাতে উঠে আমাদের গরীব সাধারন নাগরিকরাই। আমি বুঝি না, আমাদের ট্রাফিক পুলিশ ভাইরা কেন এদেরই টার্গেট করেই আটকাতে থাকেন। প্রতিদিন ঢাকায় কত রিক্সা এবং সি এন জি চালক এদের ফাঁদে পড়ে বিনা রুজিতে বাসায় ফিরে যান!



ধনীরা প্রতিদিন, প্রতিনিয়ত আইন ভাঙ্গেন, কাগজ পত্র ছাড়া কোটি টাকার গাড়ী নিয়ে রাস্তায় বের হয়ে পড়েন, আমি কখনোই দেখি না এমন একটা গাড়ী থামিয়ে ট্রাফিক পুলিশ ভাইরা এদের চেক করেন। বাস্তবিক পক্ষে আসলে এই সব গাড়ী থামাতে উনাদের সাহসই হয় না।



দুঃখের এই দেশে সব আইন কানুনই গরীব জনগণের জন্য! ধনীরা থাক না, সব কিছুরই উর্ধে! সরকার এই নীতিতেই আছেন বটে!







আশা করি এই গরীব দুঃখী মানুষ গুলো একদিন জেগে উঠবেই!

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৪

ভুলনা আমায় বলেছেন: সেই দিন কবে আসবে ।
আর কত দিন এমন হবে ।

২৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভুলনা আমায়! আমাদের দেশের আইন কানুন শুধু গরীবের জন্যই!
হবে, আমি আশাবাদী।
শুভেচ্ছা।

২| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:১০

জাফরুল মবীন বলেছেন: আমাদের নৈতিকতার অধঃপতন ঘটেছে তাই গরীবের কান্না আমরা শুনতে পাই না।

৩| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

বিপনন বলেছেন: apni nije jegechen to.

৪| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

বিপনন বলেছেন: garibder janna kaj karun.karben ki?

৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৩২

is not available বলেছেন: অবশ্যই জেগে উঠবে এই শাসিত শ্রেণী আর যেদিন তা হবে সেদিন পালানোর পথ খুঁজে পাবেনা|

৬| ০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:১৬

ব্লগারতারেক বলেছেন: মধ্যযুগে এস্টেট প্রথা নামে একটা প্রথা প্রচলিত ছিল । ঐপ্রথায় আইনকানুন শুধু একটা বিশেষ শ্রেনীর জন্য প্রযোজ্য । আমরাও কি ঐদিকেই এগুচ্ছি ?

৭| ০৫ ই জুন, ২০১৪ রাত ১:৪৬

সোজা কথা বলেছেন: আশায় বুক বাধি হয়তো একদিন আইনের সমতা বিধান সত্যিকার অর্থে প্রয়োগ হবে।

৮| ০৫ ই জুন, ২০১৪ সকাল ৮:৪৫

নিরীহ বালক০০৮ বলেছেন: গরীবরা স্রবদাই নিন্ম।শুধু দু:খ কষ্টেই তারা উচ্চ।

৯| ০৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৮

দৈনিক মজিদকন্ঠ বলেছেন: সহমত তারা জেগে উঠবেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.