নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
কিছু বাংলার ইংরেজী শব্দ না জানলে পোলাপাইনের কাছে ধরা খাবেন। আমাদের প্রতিনিয়ত দরকারী জিনিষ। আজকালকার ছোট সোনামনিরা আপনাকে এই সবের ইংরেজী জিজ্ঞেস করতেই পারে। চলুন দেখে ফেলি!
(কোথায়ও কপি পোষ্ট করতে এই বন্ধুর নামটা মনে রাখবেন)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
পুঁই শাক – Basil (বেসিল)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
সিম – Bean (বিন)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
সবাইকে শুভেচ্ছা।
(ছবি গুলো আমার তোলা, আরো ছবি দেখতে চাইলে আমার রেসিপি সাইটে আসতে পারেন)
২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: জোবায়ের ভাই, আপনাকেও শুভেচ্ছা।
২| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩
এম ই জাভেদ বলেছেন: দারুন শিক্ষণীয় পোস্ট , মাঝে মাঝে দরকার পড়ে এসব।
২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই। আমি নিজেও বেশ কয়েকটার ইংরেজী নাম জানতাম না। আজ সকালে শিখে নিলাম, এবার মনে রাখতে পারলে হল! হা হা হা।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৮
সুপ্তপােভল বলেছেন: মাঝে মাঝে সোটো বোনের কাছে কট খায় কাজে লাগব....রে...।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++
হিহিহিহি কাজের পোস্ট দিয়াছেন
ভালো থাকবেন ভ্রাতা
৫| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫১
ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, প্রিয়তে দিয়ে রাখলাম।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন শিক্ষণীয় পোস্ট ,
৭| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
মিজভী বাপ্পা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
৮| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৩
আমি তুমি আমরা বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১:১২
কলমের কালি শেষ বলেছেন: হাসির হলেও চরম কাজের । ধন্যবাদ ভাই ।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬
ডট কম ০০৯ বলেছেন: খুব কাজের জিনিষ। ধন্যবাদ উদ্রাজি ভাই।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৭
ইয়ার শরীফ বলেছেন: চালতা এর ইংরেজি Elephant Apple জেনে খুব মজা পেয়েছি।
ইংরেজি ফলফলাদির নাম গুলা খুবই হাস্যকর। প্রায় সব কিছুতেই আপেল এর ছরা ছরি।
এখন আপনার থেকে জানলাম করলা এর নামের ইংরেজিতেও আপেল আছে করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
ধন্যবাদ আপনার এই পোস্ট এর জন্য।
১২| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৬
লিখেছেন বলেছেন: ধন্যবাদ আপনার এই পোস্ট এর জন্য।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৫
জোবায়ের বলেছেন: ধন্যবাদ, সাহাদাত ভাই, ভাল লাগল।