নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

নারী পুরুষ সবার জন্য যে দুটি কাজ বাস্তবে এবং অনলাইনে করতে খেয়াল রাখতে হবে!

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৬

দুটো বিষয় আপনারা জানেন বটেই তবুও মনে করিয়ে দেয়া মাত্র!



এক) বাস্তবে এখন প্রায় মোবাইলেই ভয়েস রেকর্ডিং সিস্টেম আছে মানে যারা এখন এন্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের কাছে কারো সাথে কথা বলেই অটো ভয়েজ রেকর্ডিং হয়ে যায়, এই জন্য গুগল প্লেতে অনেক এপ্স আছে, প্রায় সবাই নামিয়ে নিচ্ছেন এবং সমানে এই কাজ করে যাচ্ছেন। কাজে কাজেই মোবাইলে আপনি কার সাথে কথা বলছেন এবং কি কি কথা বলছেন এই বিষয়ে আপনাকে সব সময়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনি যদি আপনার প্রেমিকা বা প্রেমিকের সাথে মন খুলে মোবাইলে কথা বলেন তাতেও বিপদ থেকে যায়! এই প্রান খোলা কথা আপনাকে বিপদে ফেলবেই একদিন! উদাহরণ স্বরূপ দুই জনের নাম এখানে আপনাদের চোখের সামনে উল্লেখ করা যায়। বি এন পির ডাকসাইটে দুই নেতানেত্রীর কথা কি আপনাদের মনে আছে! সামান্য মোবাইলে কারে কি বলে সব ফাঁস হয়ে এখন এই দুই নেতানেত্রী আর পাবলিকের সামনেও আসতে পারছেন না! অথচ এই দুই জনের দলে কি দাপট ছিল! কি লজ্জার কথা!



সুতারাং সাবধান! বাপের লগেও কথা কইতে সাবধানে এবং শব্দ উচ্চারনে ও তথ্য দিতে সাবধানে দিতে হবে! অপর প্রান্তকে বিশ্বাসী মনে করার কোন কারনই থাকতে পারে না! করা উচিতও নয়!



দুই) আমরা যারা অনলাইনে সব সময়ে বসে থাকি তাদের জন্য নানা সামাজিক সাইটে 'চ্যাট' বলে একটা অফশন আছে (ফেসবুকে/ গুগলের, আপনারা আশা করি ভাল জানেন এবং চ্যাট করেন নাই এমন নারী পুরুষ এই দুনিয়াতে পাওয়াও মুস্কিল), এই চ্যাট বা কনভারশন সহজেই সেভ হয়ে থাকে বা চাইলেই আপনার সাথে যে চ্যাট করছে সে সেটার স্নাপসট বা স্ক্রীন সট নিয়ে রেখে দিতে পারেন। সময় এবং সুযোগ মত আপনার সেই কথা গুলো জনতার কাছে হাজির করে দিতে পারে এবং আপনার লুঙ্গী/শাড়ি জায়গাতেই খুলে দিতে পারে! কিছুক্ষন আগে এই একটা নমুনা আমাদের বিখ্যাত ব্লগার আরিফ জেবতিক ভাই ফেবুতে ফাঁস করে দিলেন। আরিফ ভাইকে কোন এক ছাগল/ছাগু হুমকি দিয়েছে! এখন দেখুন, তিনি কত সহজে ফেঁসে গেছেন!



সুতারাং সাবধান! বাপের সাথেও চ্যাটিং করতে সাবধানে এবং শব্দ লিখনে ও তথ্য দিতে সাবধানে দিতে হবে! অপর প্রান্তকে বিশ্বাসী মনে করার কোন কারনই থাকতে পারে না! করা উচিতও নয়!



আশা করি মনে করিয়ে দিতে পারছি! সাবধানের মার নাই, সাবধানে থাকুন, নিজের জীবন ভাল রাখুন। সামান্য ভুলে ফেঁসে যেতে পারেন! :P

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪১

ঘাষফুল বলেছেন: +

২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ঘাষফুল ব্রাদার।

২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ২:২৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: + :)

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ কায়রো ভাই।
কথা কিন্তু মিথ্যা বলি নাই।
শুভেচ্ছা।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৩১

অপ্রতীয়মান বলেছেন: জটিল মারাত্মক বিষয়। লুঙ্গীর সেফটি নিয়ে কথা :P
মানিয়া চলিতেই হইবে =p~ =p~ =p~

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। মারাত্বক বিষয় বটেই।
সবাইকে সতর্ক হতেই হবে। উপায় নাই।
শুভেচ্ছা।

৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৫

এম ই জাভেদ বলেছেন: এর জন্য কি এপ্স আছে আর ক্যাম্নে নামাতে হয় একটু যদি বলতেন।

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই।
এই সব বিষয় তো এখন সাধারন বিষয়। মোবাইলে গুগল প্লেতে গিয়ে কল রেকর্ডিং লিখে সার্চ করুন এবং এপস নামিয়ে নিন। ব্যস হয়ে গেল। আশে পাশে কাউকে জিজ্ঞেস করুন, প্রায় অনেকেই জানে।

তার পরেও না পারলে ফোন করুন, বলে দিব।

শুভেচ্ছা।

৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:০৪

আবু শাকিল বলেছেন: দুনিয়ার মানুষ গুলা এমুন ক্যারে!!!

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই।
এই দুনিয়া পিত্তলদি! কাউকে বিশ্বাস করার উপায় নাই।
শুভেচ্ছা।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪২

পাগলমন২০১১ বলেছেন: + :)

২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ পাগল ভাই।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫

জাফরুল মবীন বলেছেন: গুরুত্বপূর্ণ উপদেশ ও সতর্কবাণী।

ধন্যবাদ শেয়ার করার জন্য। :)

৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৫

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সাবধানের মাইর নাই।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৫

খেলাঘর বলেছেন:


এসব টেকনোলোজী যাতে বিনা অনুমতিতে ব্যভার করতে না পারে, সেই টেকনোলোজীর দরকার।

১০| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি তো ফেসবুকের ইনবক্স নিয়ে প্যারায় আছি। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.