নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
চীনের ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুর খাওয়া চলে দেদারসে!
আর নেপালে গরু বলি চলে কিন্তু খাওয়া হয় না!
বিচিত্র দুনিয়া!
(নেট থেকে পাওয়া)
০৫ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:০৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ রাখাল ছেলে ভাই।
দুনিয়া সত্যই বড় বিচিত্র!
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৮
রাখালছেলে বলেছেন: অদ্ভুদ না ..! এর থেকে আরও ঘৃন্য কাজ নিয়ে একটা প্রতিবেদন দেখছিলাম। সেখানে কুকুর না খেয়ে মারা হয় তাদের চামড়ার জন্য । হায়রে এ পৃথিবীতে কত কিছুই না হয় যা দেখতেও কষ্ট হয় ।