নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

কিভাবে আপনার শত শত ছবিতে এক সাথে ওয়াটার মার্ক দেবেন

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৮

(অনেকে এটা জানতে পারেন, তবুও জানিয়ে গেলাম, কারন অনেকের কাজে লাগতে পারে, যারা বেশী ছবি তুলেন এবং নানান সাইটে প্রকাশ করেন, তাদের জন্যই)

এই মাত্র একটা চরম জিনিষ শিখলাম। একসাথে কয়েক শত বা কোটি ছবিতে একই স্থানে মার্ক/ওয়াটার মার্ক (নাম সহ যাবতীয় কিছু লিখে) দিয়ে দেয়া এখন কত সোজা কাজ! ধন্যবাদ আসিফ ভাই, আপনার জন্য শুভেচ্ছা। আমি এমন একটা সফটওয়্যার খুঁজছিলাম অনেক দিন ধরেই। যাই হোক, বন্ধুরা, আপনারাও লিঙ্ক থেকে এই সুন্দর এবং সহজ সফটওয়্যার টা নামিয়ে নিতে পারেন। কাজ দেবে, আপনার মুল ছবি থেকে যাবে শুধু অন্য স্থানে (ডাইরেক্টরিতে) বসে যাবে ওয়াটার মার্ক!

নিন্মের লিঙ্কে ক্লিক করে ডাউন লোড করে নিন, দারুন কাজের সফটওয়্যার।
http://sourceforge.net/projects/jaco-watermark/?source=typ_redirect


যারা বেশি ছবি তোলেন তাদের জন্য এটা চরম একটা জিনিষ। অপারেশন খুব সোজা, অনেকটা গ্লাস থেকে পানি পানের মত! হা হা হা।।

ছবির যেখানে ইচ্ছা, মার্ক দিন, ফন্টতো আছেই!

তবে এই সফটওয়্যার ইন্সটল করার আগে জাভা ইন্সটল করে নিবেন। আর না পারলে, আমি তো আছিই! ০১৯১১৩৮০৭২৮

সবাইকে ধন্যবাদ।

কৃতজ্ঞতাঃ আসিফ ভাই, চট্রগ্রাম। (যিনি এই সফটওয়্যার এর খোঁজ দিয়েছেন)

* আমি রেসিপি লিখি বলে প্রচুর ছবি তুলি, এই সফটওয়্যার পেয়ে আমার ভাল লেগেছে যে, এখন খুব সহজে ছবিতে মার্ক করে দিতে পারবো, সময় বাঁচবে। দুনিয়াতে কত মানুষ কত কিছু ফ্রি দিয়ে দিয়ে দিচ্ছে, এই সফটওয়্যার ও ফ্রি! এই সফটওয়্যার এ কাজ করতে গিয়ে কাগু জাব্বারের কথা মনে হল! হায় রে কাগু! :P

হালকা নিজের প্রচারঃ গল্প ও রান্না
https://udrajirannaghor.wordpress.com/

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন কাজের জিনিস দিলেন ভাই!!! ধন্যবাদ।

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

সাহাদাত উদরাজী বলেছেন: ভালবাসা ভাই, সত্যই এটা অতান্ত কাজের জিনিষ। আপনার মুল ছবি অক্ষত রাখুন, আর মার্ক করা ছবি গুলো নেটে দিয়ে ছবি চোর ঠেকান। দারুণ এবং সহজ।

ফটোশপ দিয়ে এমন কাজ করতে গেলে অনেক সময় নষ্ট হয় আর এই সফটওয়্যার দিয়ে মিনিটেই কাজ!

আপনাকেও শুভেচ্ছা।

২| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪২

জাফরুল মবীন বলেছেন: খুব কাজের জিনিস।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মবীন ভাই,
জায়গাও সামান্য নিচ্ছে কিন্তু কাজ দেবে অনেক।
শুভেচ্ছা।

৩| ১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ উদরাজী ভাই ।

১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ মাথা ঠান্ডা ভাই,
আপনার মত যদি মাথা ঠান্ডা রাখতে পারতাম! আহ.।।
শুভেচ্ছা।

৪| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

কাবিল বলেছেন: প্রয়োজনীয় পোস্ট
শেয়ার করার জন্য ধন্যবাদ।

৬| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার। কাজে দেবে।

৭| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুডিং খাববববব....;)


প্রিয়তে রেখে দিলুম :) পুডিং না লিংকু :):):)

৮| ১৬ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ইন্সটল করলাম কিন্তু ওয়াটারমার্ক করতে পারছি না। কষ্ট করে একটু পদ্ধতিটা বলে দিলে ভালো হতো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: বিদ্রোহী বাঙালি ভাই, এটা কি বলছেন, এটা তো খুব সহজ সফটওয়্যার। প্রথমে ছবি সিলেক্ট করুন, যেখানে আসল ছবি গুলো আছে। তার পর টেক্স ওয়াটার মার্ক লিখুন তবে এটা লিখতে এনাভেল এ টিক দিন। আগে যা এডিট ছিল সেটা তুলে নিজের লাইন লিখে দিন। তার পর আউটপুটে চাপ দিয়ে নিজে একটা ডাইরেক্টরি নাল লিখে দিন। যদি এই ডাইরেক্টরি না থাকে তবে সে নিজে ক্রিয়েট করে নেবে। এখানে আপনাকে লিখার আগে জানিয়ে দেবে মানে অনুমতি চাইবে। এর পর একদম উপরে বারে দেখুন, স্ট্রাট লিখা আছে, সেখানে চাপ দিন। মুল ছবি জায়গায় থেকে যাবে, নুত্ন ডাইরেক্টরি তে মার্ক লিখা ছবি চলে আসবে। তবে টেক্স ওয়াটার মার্কে চাপ দিলে আরো অনেক কিছু দেখবেন সেটা নিজেই সেট করে দিন।

এতো পানি খাবার মত ব্যাপার। ঘাটুন! যত ঘটবেন ততই জানবেন। নষ্ট হবার চান্স নেই।

শুভেচ্ছা। তবুও না বুঝলে আছি।

৯| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৩

কলমের কালি শেষ বলেছেন: দারুণ শেয়ার ।

১০| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার শেয়ার।

কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

১১| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

চমৎকার শেয়ার।

কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.