নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
প্রযুক্তির ক্ষেত্রে আমি যে কোন নুতন কিছুকে সব সময়ে অভিনন্দন জানিয়ে থাকে কারন আমি মনে করি, পুরাতনের চেয়ে নুতন যা আসে তাতে কিছু না কিছু এডভ্যান্টেজ থাকেই, ইউজার ফেন্ডলি হয়ে থাকেই। সামুর নুতন পুরাতন ভার্সান চালু থাকার সময়ে আমি নুতন ভার্সানে তেমন একটা আসি নাই, পুরাতন দিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলাম, তবে মাঝে মাঝে স্বার্থপরের মত এসে শুধু দেখেছি, আমার পুরাতন ব্লগ ও ছবি গুলো ঠিক আছে কি না! হা হা হা, তবে আমার গুলো ঠিক থাকলে সব ভাই বেরাদরের পোষ্ট ঠিক থাকবে এটা মনে হয়েছিল!
যাই হোক, পুরা দমে নুতন ভার্সান চালু হলে আমি খুশি হয়েছি। আজ সময় পেয়ে কাজের ফাঁকে ফাঁকে নুতন ভার্সান দেখেছি। সামনে আরো দেখে অনেক কিছু বলা যাবে, তবে আজ এখন পর্যন্ত যা দেখেছি তা নিয়ে কথা হয়ে যাক। এই পোষ্ট সম্পূর্ন টেষ্ট কেইস! চলুন ভাল মন্দ সামান্য কিছু পয়েন্ট দেখি!
পরিবর্তন লাগবেঃ
- নেটিফিকেশন শুন্য করতে পারছি না, আগের পোষ্ট গুলো নেটিফিকেশন এরিয়াতে দেখাচ্ছে না।
- পোষ্ট টেক্স বাউন্ডারিতে বাউন্ডারি লাইন হলে ভাল লাগবে, অবশ্য হেডার, ট্যাগ সহ যে কোন এরিয়াতেই বাউন্ডারী ভাল দেখায়।
- লেখা এলাইন্মেন্ট সাইন গুলো নেই, এটার দরকার আছে।
- নুতন ব্লগ লিখুন, কমলা বক্স ভেংগে যাচ্ছে।
- খোঁজাখুঁজির ব্যাপারটা আগের মতই, আরো স্ফেসিফিক হলে ভাল হত।
- অনলাইনে কে কে আছেন, এটা নাম আকারে দেখাচ্ছে, আমি ছবি দেখে আমার বন্ধুদের চিন্তে পারি, কাজেই ছবি থাকাটা হলে ভাল লাগবে।
- অনুসরণ করছি, সংখ্যাটা ঠিক কি না জানি না তবে অনুসরণ করছেন এটা সবার জন্যই ১ দেখাচ্ছে! আমি কয়েকজনের প্রোফাইল দেখলাম, সবার জন্যই ১! এটা মনে হয় ভুল দেখাচ্ছে!
- নিজের পোষ্ট নিজে লাইক দেয়া যাচ্ছে, এটা উঠিয়ে দেয়া দরকার।
- লেখা আপত্তিকর, কয়টা হিট পেলে লেখা খোয়াড়ে চলে যাবে?
(আপাতত)
ভাল লাগছেঃ
- ফাষ্টার, দারুন
- চেহারা দেখে মন ভাল হয়ে যায়!
- অট্রোড্রাফট মোছার সহজ সমাধান ভাল লাগছে, আমার অনেক অট্রো ড্রাফট আজ সব এক সাথে মুছে দিলাম।
- পোষ্ট প্রিভিউ দেখার সুবিধা ভাল লাগছে।
- ছবি যোগ আগের চেয়ে বেটার মনে হয়েছে (যোগ দিয়ে দেখলাম)
- ভিডিও যোগ ভাল লাগছে (যোগ দিয়ে দেখলাম)
- ইমো যোগ আরো সহজ এবং সাধারন।
- লিঙ্ক যোগ পানি পানের মত ব্যাপার হয়েছে।
(আপাতত)
ছবি যোগ টেষ্টঃ
ভিডিও যোগ টেষ্টঃ
লিঙ্ক টেষ্টঃ
গল্প ও রান্না
[যারা রেসিপি পছন্দ করেন বা নুতন রান্না শিখতে চান, চান্সে প্রচার চালিয়ে গেলাম]
ইমো টেষ্টঃ
সবাইকে শুভেচ্ছা।
স্যামহ্যায়ার-ইনের আরো আরো সাফল্য কামনা করি।
১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ নুর ভাই,
আমার মনে হয় এখনো ডেভালপ চলছে, আশা করি সব অফশন এসে যাবে। কৃতপক্ষ আমাদের কথা শুনবেন।
শুভেচ্ছা।
২| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হলেই ভালো,
কি বোর্ডের ব্যাপারে বলতে চাই
যেকোন একটি কিবোর্ড যেন ডিফল্ড করে রাখা যায়,
প্রতিবারে কি বোর্ড সিলেক্ট করে মন্তব্য করা বিরক্তিকর।
ধন্যবাদ আপনাকে
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:০২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ নুর ভাই,
হ্যাঁ, এমন কোথায় যেন দেখেছিলাম। হয়ত প্রোফাইলে। সেখানে একবার সেট করে দিলে সব সময়েই এক সেট হিসাবে থাকবে। আমি অভ্র দিয়ে লিখি, কাজেই আমি শুধু বাংলা লিখার জন্য এফ১২ চাপ দিয়েই শুরু করি।
যাই হোক, আবার খুঁজে বের করতে হবে।
শুভেচ্ছা।
৩| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৫৮
মুহাম্মদ রেজাউল হাসান বলেছেন: আমার স্বাভাবিক যেকোনো কিছু বুঝতে একটু সময় লাগে, ঠিক তেমন তাই এই খানে ও হয়েছে। কিছু বুঝতে পারছি এখন আরো বুঝতে হবে।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:০৫
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ হাসান ভাই,
তা তো বটেই, তবে এক সময়ে সব ঠিক হয়ে যায়। উইন্ডোজ নিয়েও এমন কথা চলে, পরে ব্যবহার শুরু করলে সব পানির মত লাগে। এই কয়েকদিনেই আমি নুতনে অভস্থ্য হয়ে গেছি।
আশা করি, আপনিও পারবেন। সব একই আছে, কিছু এদিক সেদিক, এই তো।
শুভেচ্ছা নিন।
৪| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমি অবশ্য বেটা ভার্সন থেকেই ব্যবহার করছি। তবে প্রাথমিক ভাবে যেট মনে হচ্ছে তা হল অটো-লগআউট। এটা খুব ঝামেলাময়।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই,
অটো লগ আউট মানে কি একবার ব্রাউজার থেকে বের হলে আবার প্রবেশে নুতন করে লগ হওয়া বুঝাতে চাইছেন?
শুভেচ্ছা।
৫| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৩:৩৭
জনতার রায় বলেছেন: পরের পেইজে যাবার উপায় কি? আমি সকাল থেকে স্ক্রল করে করে এখনও প্রথম পাতায়ই আছি
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, আসলে নুতন সামুতে পরের পেইজ বলে কিছু নেই! শুধু আস্তেই থাকে!
৬| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:২৯
কলমের কালি শেষ বলেছেন: দেখাযাক কেমন লাগে । সবে তো মাত্র শুরু ।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ। আসলে সব কিছুই একদিন সয়ে যায়। পুরাতন চলে যায়, নুতন আসে।
৭| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৪৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: একবার লগইন হলাম, আমাকে সিসটেম কনফার্মও করল যে আমি লগইন হয়েছি। কিন্তু কিছু সময় পর দেখছি আমি লগআউট অবস্থায় আছি। আমি সাধারণত অফিস ডে তে সকাল ১০:০০টা থেকে বিকাল ৬:০০টা পর্যন্ত সামুতে থাকি এবং এর মধ্যে কম করে হলেও ৪ থেকে ৫ বার আমাকে পুনরায় লগইন হতে হয়।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৪:৫২
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, আমি আজ সকাল থেকে একবারেই লগ-ইন হয়ে আছি। এই সমস্যা হচ্ছে না। তবে ব্রাউজার বন্ধ করে আবার সামুতে প্রবেশ করতে চাইলে দেখি লগ আউট। আবার প্রবেশ করতে হচ্ছে। যাই হোক, আশা করি কৃর্তপক্ষ এই বিষয়ে উত্তর দেবেন। শুভেচ্ছা।
৮| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় উদারজি ভাই একটি পরিপূর্ন ফিডব্যাক দেয়ার জন্য। এখানে বেশ কিছু ব্যাপারে আমাদের দৃষ্টি আকর্ষন হয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করছি দ্রুততম সময়ে সকল সমস্যাগুলোর সমাধান করার জন্য।
অনেকেই অনেক অভিযোগের কথা বলছেন, কিন্তু আমরা যখন সমস্যাটির ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে তাদের কাছে আরো বিস্তারিত জানতে চাইছি, তারা হয়, সেই সমস্যার ব্যাপারে কোন বিস্তারিত তথ্য দিতে পারছেন না অথবা আমাদেরকে জানাচ্ছেন সমস্যাটির সমাধান হয়েছে।
যে কোন সমস্যার ব্যাপারে আমাদেরকে ফিডব্যাকে মেইল করুন। এতে আমরা দ্রুত সমাধান করতে পারি।
১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:০৯
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভালবাসা ভাই,
হ্যাঁ, যেহেতু এটা এখনো বেটা পর্যায়ে আছে তাই আমিও মনে করি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা আমাদের সমস্যা গুলো জানাবো আপনারা আপনাদের চেষ্টা করে যাবেন, এভাবেই একটা চমৎকার নির্ভুল ব্লগ দাঁড়িয়ে যাবে। এটাও ঠিক যে, এত ডাটা নিয়ে কাজ করা এমন একটা ব্লগ পরিচালনা অনেক কঠিন কাজ। তবে একবার দাঁড়িয়ে গেলেই হল।
নুতন ভার্সনে আমি আনন্দিত। আপনাদের শুভেচ্ছা জানাই।
৯| ১৩ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৬
সুমন কর বলেছেন: কা_ভা, প্রথম পেজে আগের মতো একটা ক্রম থাকা উচিত। এভাবে সারাদিন একই পেজে থাকা যাচ্ছে না। কারণ নতুন পোস্ট আসার ফলে আবার পুরনো পোস্ট সামনে চলে আসে। স্ক্রল করেও শেষ করা যায় না। তাই সব পোস্ট দেখতে পারছি না।
এটা আগে ঠিক করা উচিত।
ভাই, আপনার পোস্টেই সমস্যাটা বললাম।
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১০
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ সুমন ভাই।
এই কয়েকদিনে এটা আমিও লক্ষ করলাম, সময় নষ্ট হচ্ছে। পেইজ নং আশা উচিত। এতে জলদি পেইজ দেখে ফেলা যায়।
যাই হোক, আশা করি এই সমস্যার ব্যাপারে কৃতপক্ষ নজর দিবেন। যাদের নেট লাইন স্লো তারা এটা মেনে নিতে পারবে না।
শুভেচ্ছা।
১০| ১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
অপু তানভীর বলেছেন: সুমন কর এর সাথে এক মত । প্রথম পেইজটাতে আগের মত নেক্সট পেইজ কিংবা নাম্বারিং থাকাটাই মনে হয় ভাল ছিল । এতো স্ক্রল করা যায় না আর নেট শ্লো হলে তো কথাই নাই ।
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১১
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ তানভীর ভাই।
হ্যাঁ, এটা করা উচিত।
শুভেচ্ছা।
১১| ১৪ ই মে, ২০১৫ রাত ৩:৩৫
অপ্রতীয়মান বলেছেন: নতুন ভার্সনটি চালু হবার প্রথম দু'দিন একটি সমস্যা খুব ঝামেলা করছিল। তারপর এখন অবশ্য চোখে পড়ছে না। সমস্যাটি ছিল পেইজ অটো রিলোড করা সংক্রান্ত। ধরুন কোন একটি পোষ্ট পড়ছি, পোষ্টটি বড় হবার করণে সময় লাগছে পড়তে। এর মাঝেই সে অটো রিলোড নিতে শুরু করলো। ব্যাপারটা খুবই বিরক্ত করছিল প্রথম দু'দিন। এখন অবশ্য ঠিক আছে। আর ব্যবহারকারীর বিভাগ অংশটাকে মিস করছি। এমনিতে খুব বেশি প্রয়োজনের না হলেও নিজের কিংবা অন্যের লেখা গুলি আলাদা করে দেখার একটা সুবিধা ছিল সেখানে। আর নোটিফিকেশন আর অনুসরণের কথা আপনিও বললেন তাই সেটা নতুন করে বললাম না।
বাকি ব্লগ ইন্টারফেস চমৎকার, তাই বাকি অভিযোগ গুলি আপাতত তুলে রাখছি। সমাধান না হলে তারপর সে গুলি আবার করা যাবে।
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৩
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
আশা করি সমস্যা গুলো সমাধান আমরা পাবো।
শুভেচ্ছা।
১২| ১৪ ই মে, ২০১৫ সকাল ১১:১৬
বিদগ্ধ বলেছেন: অল্প কথায় চমৎকার রিভিউ দিলেন। নতুন সবকিছুই বেখাপ্পা লাগে।
আশা করছি উন্নকারীরা উপরোক্ত সুপারিশ নিয়ে প্রয়োজনীয় উন্নয়ন সাধন করবেন।
১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪
সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ বিদগ্ধ ভাই।
আমরা আশা করে যাচ্ছি।
শুভেচ্ছা।
১৩| ১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৩০
জুন বলেছেন: সুন্দর এনালাইসিস সাহাদাত উদারজী
©somewhere in net ltd.
১| ১৩ ই মে, ২০১৫ দুপুর ২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: পুরাতন ভার্সনে প্রত্যেক ব্লগারের নিজস্ব একটা ক্যাটাগরি ব্যবহার করতেন,
যেমন লেখক তার গল্প, কবিতা, সংবাদ কিংবা বিশেষ দিনের লেখাগুলো
আলাদা আলাদা ফোল্ডারে রাখতে পারতো। যখন প্রয়োজন শুধু ফোল্ডার
ক্লিক করলেই নির্দ্দিষ্ট ক্যাটাগরির লেখা দেখা যেতো। বর্তমান ভার্সনে
সেই অপসনটি নাই, তাই বড্ড মিস করছি পুরাতন ভার্সন।