নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

ইউটিউবে আপনার সমর্থন চাই (‘সাবস্ক্রাইভ’ করে, ভাল লাগলে ‘লাইক’ বা খারাপ লাগলে ‘ডিসলাইক’ করুন!)

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৬

ভেবেছিলাম ইউটিউবে কাজ করবো না, এদিকে এখন যে সময় তাকে ইউটিউবে চেহারা না দেখিয়েও কাজ হচ্ছে না! যাই হোক আমি যে কোন প্রযুক্তিকে সন্মান করি এবং আপনারা আমার সাথে যারা আছেন তাঁরা জানেন যে, আমি যে কোন নুতন বিষয় বা প্রযুক্তিকে আনন্দের সাথে গ্রহন করি। মুলত আমি ইউটিউবে কাজ করতে পারছিলাম না এই জন্য যে, আমি ভিডিও এডিটিং জানতাম না এবং এই এডিটিং নিয়ে আমার একটা আলাদা ভীতি ছিলো। আমার কাছে মনে হতো ভিডিও এডিটিং একটা কঠিন এবং উচুমর্গের কাজ ফলে আমি এই মুখি হতে চাই নাই। পাশাপাশি আমি অনেকের কাছে গিয়েছিলাম এবং টাকাও দিতে চেয়েছিলাম যে, তাঁরা যেন আমাকে এই বিষয়ে হেল্প করে, তাদের কাছে গিয়ে বা কথা বলে আমি আরো ডিসহার্টেড হয়েছি, কেহ সময় দিতে বা শিখাতে রাজি নয়। ফলে ভিডিও এডিটিং আরো কঠিন মনে হতে লাগলো।

কিছুদিন আগে আমার এই ভয় কেটে যায়। আমি ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়ে একটা ভিডিও এডিটিং সফটওয়ারের নাম চাইছিলাম যেটা খুব সহজে বুঝা যায় এবং সামান্য জ্ঞানে কাজ করা যায়। এই স্ট্যাটাস এর বিপরীতে প্রায় ২০/২৫টা সফটওয়ারের নাম আসে এবং আমি এঁকে এঁকে সব গুলোর ট্রায়াল ভার্সান নামিয়ে দেখতে থাকি। এই নামাতে যেয়েই এবং কাজ করে দেখতে যেয়েই আমার ভিডিও এডিটিং এর ভয় কেটে যায়, আমি বুঝতে পারি এটা তেমন কোন কঠিন কাজ নয়।

এর মধ্যে এক ফেইসবুক ভাই মিঃ রাজিউর রহমান, আমাকে পরিস্কার জানালেন যে, আপনার যে জ্ঞান আছে তাতে আপনি Camtasia Software দিয়ে সব চেয়ে ভাল কাজ করতে পারবেন এবং এটাই সব চেয়ে সহজ ভিডিও এডিটিং সফটওয়ারে। তার এই কথা আমার মনে ধরে কিন্তু অন্যান্য সফটওয়ারে দেখে ইত্যমধ্যে যে সাধারণ জ্ঞান অর্জন করি তাতে আমার আগ্রহ আরো বেড়ে যায়। যাই হোক, আমার আগ্রহে রাজী ভাই আমাকে Camtasia Software এর একটা ভার্সান দেন এবং তা দিয়ে কাজ শুরু করি। পাশাপাশি আমি দেখতে পাই যে, এই সফটওয়ারে এর ইংরেজি বাংলায় বেশ টিউটোরিয়াল আছে, সময় নিয়ে এই গুলো দেখে দেখে জ্ঞান বাড়িয়ে ফেলি। এতে মাত্র এক দিনেই ভিডিও এডিটিং ভীতি কেটে যায় এবং আমি দিনে রাতে বসে বসে শিখতে শুরু করি।


মাত্র কয়েক দিনের চেষ্টার এখন বলা চলে আমি একজন ভিডিও এডিটর! হা হা হা... হ্যাঁ, যদি আমাকে তা না মনে করেন তবে আমার ভিডিও গুলো দেখতে পারেন। ছবি, মিউজিক, কমেন্টস সহ ভিডিও এডিট করা এখন যেন পানি পানের ব্যাপার। ইউটিউবে এই এক দুই সপ্তাহে বেশ অনেক গুলো আপলোড দিয়েছি। আপনাদের জন্য প্রথম নমুনা পেশ করলাম।


এই ভিডিওতে কি কি ভুল আছে বা নেই তা উল্লেখ করে আমাকে জানালে খুশি হব। এখানে কিংবা ইউটিউবে কমেন্ট করে জানাতে পারেন।

হা হা হা, যাই হোক, এখনো উচুমর্গের এডিটর হচ্ছি না, তবে কাজ চালিয়ে যাবার মত হয়েছে বটেই। ফলে আর একটা নমুনা পেশ করছি।

আশা করি এই ভিডিওটা দেখে জানাবেন, আর কি কি করা যেতে পারে, সাউন্ড সহ কোথায় কি সমস্যা জানালে শিখতে পারবো।

যাই হোক, এখন নিশ্চয় ইউটিউবে সামান্য কিছু সাবক্রাইভার/ লাইক/ কমেন্টস নিশ্চয় আশা করতেই পারি, যদিও আমি এখনো ইউটিউবে আমার সাব্জেক্ট চুড়ান্ত নির্বাচন করি নাই, তবে গত কিছুদিনে ভিডিও এডিটিং যা শিখেছি তাতে কাজ চালিয়ে নেয়া যেতে পারে বলে মনে হচ্ছে! ভিডিও এডিটিং এত সহজ জানা হলে আরো আগে ইউটিউবে কাজ করতে পারতাম! আফসোস, বেশ সময় চলে গেল, ভিডিও এডিটিং ভয় পেয়ে পেয়েই!

যাই হোক, আশাহত হলে চলে না, এই তো জীবন! আমার ইউটিউবের লিঙ্ক নিন্মে দেয়া হল, আশা করি আপনাদের ভালবাসা (সাবস্ক্রাইব) পাব!
আমার প্রোফাইল লিঙ্কঃএখানে ইউটিউবে যেতে ক্লিক করুন


যাবার আগে বলে যাচ্ছি, আরো বেশ কিছু ভিডিও ইত্যমধ্যে আপলোড হয়েছে। আপনাদের কমেন্ট আশা করছি।


আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার আরো একটা ইচ্ছা আছে, এখানেই বলে দেই। আমি অনেকেই বিনা টাকায় ভিডিও এডিটিং শিখাবো খুব সহসাই ঘোষণা দিয়ে।

আনন্দে কাটুক সবার জীবন।

মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৪৯

রাজীব নুর বলেছেন: লিংকটা ঠিক করে দিন।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, হ্যাঁ, ঠিক করে দিয়ে টেষ্ট দেখলাম। সঠিকভাবে আলাদা উইন্ডোতে ওপেন হচ্ছে। শুভেচ্ছা থাকলো।

২| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০১

ডঃ এম এ আলী বলেছেন:



আপাতত প্রিয়তে তুলে রাখলাম।
পরে আবার আসব।
শুভেচ্ছা রইল

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা নিন। আশা করি সময় পেলে মতামত জানাবেন।

৩| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০২

অনল চৌধুরী বলেছেন: আমি ২০ বছর ধরে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করলেও সম্পাদনা শিখেছি মাত্র গত বছর।
ভালো লাগলো যে আমাদের শান্তিনগর এলাকা নিয়েই এতোগুলি ভিডিও বানিয়েছেন।
আর ভিডিওতে সাব-টাইটেলও দিয়েছেন।

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। ভিডিও এডিটিং আমি সব চেয়ে কঠিন কাজ মনে করতাম, যা আমার ভুল ধারনা ছিলো। তবে সম্পাদনা অনেক ধৈর্যের কাজ ও বুদ্ধির কাজ। আমার অফিস নয়াপল্টনে ফলে এই এলাকাই আমার যাতায়তের রাস্তা। এই রাস্তায় আসতে যেয়েই এই ভিদডিও গুলো বানিয়েছি।

৪| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:


সাবস্ক্রাইব করার সময় গুগল ইমেইল চাইলো; ইহাহু ইমেইলে হয় না?

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। না হবার কথা নয়। ওরা এভাবেই মানুষকে বাধ্য করে, এবং এভাবেই সারা বিশ্বের সব কিছু ওদের হাতে!

৫| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:



ঢাকা থেকেবরগুনার ভাড়া কত এখন?

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। ৩০০ টাকা থেকে শুরু উপরে ৬০০০ টাকাও আছে। তারকা হোটেলের মত ব্যাপার।

৬| ১৬ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Best wishes.

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি মতামত জানাবেন।

৭| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৯

ইসিয়াক বলেছেন: শুভকামনা।

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি মতামত জানাবেন।

৮| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভেচ্ছা ও শুভকামনা ভাই উদরাজী!
চমৎকার হয়েছে। হাজার ইউটিউব
চ্যানেলের মাঝে আপনারটিও স্বমহিমায়
বিরাজ করুক সেই দোয়া রইলো।

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি মতামত জানাবেন।

৯| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার চ্যানেল আগে থেকেই দেখতাম।
লেগে থাকুন, সাফল্য অবস্যই আসবে।
শুভকামনা উদরাজী ভাই

১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি মতামত জানাবেন।

১০| ১৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৫

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো, শুভকামনা সবসময়।

১৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি মতামত জানাবেন।

১১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:১৭

অনল চৌধুরী বলেছেন: লঞ্চ দেখে তো মনে হচ্ছে ছোটোখাটো ষ্টার ক্রুজ !!!!
কেবিনের ভিতর কি বাথরুম আছে না বাইরে যেতে হয়?
*** ক্যামটেশিয়াতে বাংলা টাইপ করলেন কিভাবে?
এটা করতে গিয়ে গত সপ্তাহে আমার মাইক্রোসফট ওয়ার্ড লক হয়ে গেছে।
আর খুলতেও পারছি না।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, এখন অনেক সুন্দর সুন্দর লঞ্চ আছে। কেবিনে নিজের বাথরুম আছে, তবে এই গুলো নাকি একটু বেশী দামের হয়। আমি সব কিছুতেই অভ্র ব্যবহার করি। অভ্র না থাকলে আমার বাংলায় লেখাই হয়ে উঠত না। অভ্র যে কোন কিছুতেই কাজ করে, শুধু দেখলাম ফটোশপে সংযুক্ত অক্ষর ছাড়া। ক্যামটাশিয়াতে কোন সমস্যা ছাড়াই কাজ করছে।

১২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৫৩

আমি সাজিদ বলেছেন: চ্যানেলে যুক্ত হলাম।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা। আপনার মতামত ভাল লাগলো।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯

জাহিদ হাসান বলেছেন: =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫

সাহাদাত উদরাজী বলেছেন: আমি দুঃখিত যে আপনাকে ফলো করতাম প্লাস আপনার পোষ্টে কমেন্টও করতাম! আমি কি লিখবো না লিখবো সেটা আপনি নির্বাচন করে দেবেন? আপনি কি লেখন সেটা আমি বলে দিবো? মানুষ রুপী এমন হায়েনা নিজকে করে গড়ে তুললেন!

১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: সামু মডারেটরগন, বিষয়টা দেখুন? কেমন জগন্য মান্সিকতার এই জাহিদ হাসান! এই শুয়োর অহেতুক আমাকে ফেবুতে একটা গালিও দিয়েছে!



https://www.facebook.com/udraji/posts/10215748546421581

১৫| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

জাহিদ হাসান বলেছেন: আপনিই আমাকে প্রথমে অপমান করেছেন। তাই আপনাকে আমি অপমান করেছি।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: ক্যামনে আমি আপনাকে প্রথম অপমান করলাম? আমি কি আপনাকে আমার পোষ্টে কমেন্ট করতে বলেছি? আপনিতো আমাকে আগে এসে বললেন আনফেন্ড করবেন এবং পোষ্ট মুছতে বললেন, এটা কি আপনাকে নিয়ে পোষ্ট ছিলো যে, আপনি এভাবে বলতে পারেন!

১৬| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

জাহিদ হাসান বলেছেন: শুনেন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। আসেন মীমাংসা করি। দুজনেরই লাভ ।
ফেসবুকে আমি আমার কমেন্ট ডিলেট করেছি। আপনি এই পোস্টে আমার সবগুলো মন্তব্য ডিলেট করেন।

কাহিনী শেষ।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: এত সহজে বুঝে গেলেন? নেশা করে অনলাইনে থাকেন নাকি! আমাকে তো আপনি সব জায়গাতে ব্লক করছেন, আপনার পোষ্টেও কমেন্ট ব্লক করেছেন। এই অবস্থা তো আপনি আগে তৈরী করছেন। আমি কি লিখবো না লিখবো এটা বলা কি শোভন, আমি কি আপনাকে এমন বলতে পারি! না, থাক, এই কমেন্ট গুলো এখানে থাক, সবাই দেখুক! এটা দেখে অনলাইনে আপনার মত অনেকে বুঝতে পারবে, আচরণ কি এবং অনলাইনে কেমন আচরণ করতে হয়!

১৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

জাহিদ হাসান বলেছেন: আমি এর জন্য দু:খ প্রকাশ করছি।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১

সাহাদাত উদরাজী বলেছেন: নিজকে অনলাইনে খুনী ধর্ষকের মত বা হিসাবে প্রমান করিয়েন না, এটা সাধারণ একটা জায়গা, সবাইকেই একদিন চলে যেতে হবে। মানুষ অনলাইনে থাকে সাধারণ আনন্দ ও সময় পার করার জন্য। আপনি ব্লগে ও ফেইসবুকে আমার সাথে ছিলেন সেই কারনেই, যদি সব কিছু বিচার করে আপনাকে বন্ধু বানাতে হত তবে আপনি আমার বালের (মাইন্ড খাইয়েন না) বন্ধুও হতেন না, কারন আমার বয়স, অভিজ্ঞতা সব মিলিয়ে আমি নিশ্চয় আপনার উপরে অবস্থান করি বলেই মনে হচ্ছে। অনলাইনে এই সব বিবেচ্য নয় বলেই আমি আপনার ব্লগে কমেন্ট করেছি বা বন্ধু বানিয়েছি, এত হিসাব নিকাশ করে কি মানুষ চলে। হিরো আলমকে আমি নিজেও পছন্দ করি না, আপনি স্ট্যাটাস এর কমেন্ট গুলোর উত্তর দেখলে বুঝতে পারতেন। রম্যপোষ্ট চোদান (মুখটা খারাপ না করলে বুঝতে পারবেন বলে মনে হচ্ছে না) অথচ রম্য বুঝেন না! এখন আবার দুঃখ প্রকাশ করছেন! আচরণের জন্য অনলাইনে আমি কখনো কারো কাছে দুঃখ প্রকাশ করি নাই, কারন সেই উদ্ধত্য আচরণ কখনোই করি নাই! ভাল থাকুন।

১৮| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২

ৎঁৎঁৎঁ বলেছেন: যুক্ত হয়েছি! শুভকামনা রইলো আপনার জন্য। আমরাও কীভাবে সহজে ভিডিও এডিটিং শিখতে পারি (যাদের টেকনিক্যাল জ্ঞান কম), সেই বিষয়ে সম্ভব হলে ভিডিও দিয়েন।

২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা।
অবশ্যই জানাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.