নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
আপনি কি বিবাহিত? এই প্রশ্নের উত্তর এত কঠিন কেন? এই প্রশ্ন করলেই অধিকাংশ মানুষ কেমন যেন চমকে উঠে! ইন্টারনেট বা অনলাইনের প্রথম দিকে কারো সাথে পরিচয় হলে এই প্রশ্ন জিজ্ঞেস করলেই কেমন যেন করে উঠত। অধিকাংশ অনলাইনের নিবন্ধনে এই প্রশ্নটা একটা কমন প্রশ্ন ছিল এবং এটা ফিলাপ করেই আপনাকে আমাকে নিবন্ধিত হতে হয় বা হত। ইয়াহু মেইল গ্রুপ, অরকুট, ফেইসবুক বা গুগলে শুরুর দিকে এই প্রশ্ন থাকলেও এখন এটা আর নেই, তবে জন্ম তারিখ কিংবা মেইল ফিমেইল এই চয়েজটাও এখন আছে, যদিও এই প্রশ্ন গুলোর উত্তর দেয়াও এখন বাধ্যতা মুলক নয় এবং সারা বিশ্ব থেকে এই তথ্য চাওয়ার রেওয়াজ/বিষয়টা উঠে যাচ্ছে, অনেক দেশেই এখন আর এই সব তথ্য জানতে চায় না, অনেকটা ধর্মীয় পরিচয়ের মত বাদ যাচ্ছে! মানুষ যত সভ্য(!) হচ্ছে তত এই সব তথ্য কেহ কারো থেকে জানতে চাওয়া বেয়াদপী বলেই মনে হচ্ছে! সভ্য মানুষেরা এখন আর কেহ কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতেই চাইছে না! এটা মন্দ না, অহেতুক কেহ কারো গায়ে পড়ুক, এটা এখন আর কেহই চায় না!
যাই হোক, এটা আলোচ্য নয়, তবে কয়েকদিন আগে থেকে 'আপনি কি বিবাহিত?' এমন একটা প্রশ্নের উত্তরে বিবাহিতরা কি বলে সেটা নিজ চোখে দেখলাম! অনলাইনে দীর্ঘদিন থাকার ফলে সামান্য পরিচিতির কারনে অনেকে আমাকে নানান গ্রুপে যোগ দিতে চান এবং আমার কাছ থেকে কিছু কথা শুনতে চান, সেই মোতাবেক একটা ফেইসবুক গ্রুপে কিছু দিন আগে আমাকে মডারেটর বানিয়ে দেয়া হয় এবং এটা আমাকে না জানিয়েই, নোটিফিকেশন আসার পরে আমি বুঝতে পারি এবং বিষয়টা আমি এঞ্জয় করি, যদিও এই গ্রুপের প্রতিষ্ঠাতাদের আমি চিনি ও জানি! এই ফান গ্রুপে সদস্যদের যোগ দেয়ার তেমন কোন প্রশ্নই ছিল এবং এটা নির্যাতিত স্বামীদের একটা ফান গ্রুপ বলে সদস্যদের শুধু এক্টাই প্রশ্ন করা হয়েছিল (যদিও এর উত্তরদান বাধ্যতা মুলক নয়) এবং এই প্রশ্নের জবাব দিয়েই যোগ দেয়ার আবেদন জানানো হয়!
প্রায় শ পাঁচেক সদস্যের মধ্য থেকে অনেকেই উত্তর দেন নাই, কয়েক জন কি উত্তর দিয়েছেন তা তুলে দিচ্ছিঃ
- Y
- Ha
- Yes, Unfortunately!
- Yes
- Yep
- Yup
- হ রে ভাই
- জ্বি
- জি রে ভাই
- Hu
- আবার জিগায়
- Hae
- ?
- Uttor dibo na
- Ji
- Na
- চীরকুমার
- না, রাস্তায় আছি
- YY
- 2nd time
- আপনাদের বিবাহের কথা শুনে ভয় লাগে
- Why this question?
- Oh
- Ha ha ha
- Wo
- Keno jante chan
- Really
যারা উত্তর দেন নাই, তাদের সিষ্টেমের উত্তর ছিলো - Has not answered membership question!
এদিকে এই প্রশ্ন আমাকে কেহ করলে আমি কি উত্তর দিতাম?
- জ্বি, আমি বিবাহিত, ঘরে আমার সুন্দরী বউ আছে, শুধু সুন্দরী না, তিনি বিরাট সুন্দরী!
আরো ইলাবোরেট করলে এই টিকটিক দেখতে পারেন, এভাবে মাসুদ ভাই আমাদের জানিয়েছিলেন।
উপসংহারঃ বিবাহিত হয়েও নিজকে অবিবাহিত বলে এই জীবনের আর কষ্ট বাড়াইয়েন না! আনন্দে জীবন কাটান।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৪
সাহাদাত উদরাজী বলেছেন: কথা সত্য, এমন দেখেছি।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৬
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি বিবাহিত। এবং স্ত্রী কন্যা নিয়ে আমি ভালো আছি।
২২ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
সাহাদাত উদরাজী বলেছেন: আমিও তেমন করেই বলি। আমি দুই ছেলের বাবা, বড়জন এবার ইন্টারমেডিয়েটে পড়ছে, ২য় বর্ষে!
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩
নতুন বলেছেন: হ্যাঁ আমি বিবাহিত এবং স্ত্রী কন্যা নিয়ে আমি সুখে আছি।
০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
সাহাদাত উদরাজী বলেছেন: এখন সবাই বলে, আগে লুকাতেই আনন্দ পেত!
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না!!!
০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা.।।।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
বেশীরভাগ বাংগালী প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে না; বাংগালীদের প্রশ্ন করলে, উ্ত্তর না দিয়ে, উল্টো প্রশ্ন করে বসে।