নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
গল্পঃ কলা
সলিমুদ্দিন সাহেব অফিস থেকে ফেরার পথে এক ফালা কলা মানে ১৪টা নিয়ে বাসায় ফিরলেন ।
; এত কলা কিনো কেন, কে খায়, পচে যায়!
কলা গুলো ছিল হাল্কা কাঁচা, দুই দিন পরে খাওয়া যাবে।
; কি কলা কিনো, গাছ থেকে নিয়ে আসছো নাকি!
কলা গুলো ছিলো নরসিংদীর সাগর কলা।
; তুমি কি জানো না, আমি সাগর কলা খাই না!
কলা গুলো ছিলো নেপালী বড় সাগর কলা।
; এই কলার কোন পুষ্টি স্বাদ নেই, দেখতেই বড় দেখায়, এই সব কেন কিনো!
কলা গুলো ছিলো জামালপুরের ছোট চম্পা কলা!
; এত ছোট সাইজের কলা কেন কিনো!
কলা গুলো ছিলো পাকা এবং আজকেই খাবারের মত।
; এই কলা গুলোতো একদিনো রাখা যাবে না, কি কিনো, দেখে কিনতে পার না!
কলা গুলো ছিলো হাল্কা নরম।
; এত নরম কলা আমি খাই নাই, তোমার কলা তুমি খাও!
কয়েকটা কলার চামড়ায় কালো দাগ ছিলো।
; তোমাকে সারা জীবন লোকে ঠকিয়ে গেল, তোমাকে দিয়ে কিছু হবে না!
০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: আগে নিজের জীবন বাচলেই হয়!
২| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের গল্প কলার ন্যায় সামান্য কিছুদিন বাঁচবে মাত্র।
০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: এখন আর সেই সময় নেই, বেঁচে থাকার মত গল্প এখন আর নাই!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
ফারহানা শারমিন বলেছেন: বাংলা কলা কিনে দেখতে পারে, খুশি হলেও হতে পারে
০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: সেই কলা ছুঁড়ে স্বামীকে আহত করে ফেলতে পারে!
৪| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: সাহাদাত উদরাজী ,
এটাও বউয়ের আর একটি ছলাকলা.......
০৫ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:২৫
সাহাদাত উদরাজী বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।
৫| ০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২০
রানার ব্লগ বলেছেন: আপনার জীবন দেখছি কলাময় !!!
৬| ০৫ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯
রাজীব নুর বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:১০
চাঁদগাজী বলেছেন:
বউ'এর ভালোবাসা কমে গেছে