নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

একজন সাধারন নাগরিক হিসাবে কয়েকটা পর্যবেক্ষন, বিজয় দিবসের আয়োজনে!

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০২

বানানটা ভুল হয়েছে এবং সবাই এটা বুঝতে পারছে, এমন হতেই পারে! যারা এই কাজে জড়িত ছিল তারা এত শত ব্যাখ্যা না দিয়ে শুধু 'সরি' বললেই হয়ে যেত, অকাইম্যা ব্যাখ্যা দিয়ে এবং ভুল স্বীকার না করে আ_চোরারা আমাদের হাইকোর্ট দেখাচ্ছে, পুরাই জব্বারীয় ব্যাখ্যা বটে! অনুচিত এবং অভাবনীয়।

শপথের অনুষ্ঠানটা আমি একটি নিউজ টিভির রেকোর্ডেড ভিডিওতে দেখলাম, আমার মনে হয়েছে শপথ অনুষ্টান মুলত সেখানে অবস্থিত লোকজনের জন্যই আয়োজন করা হয়েছিল, সারা দেশবাসীর জন্য ছিলো না, দেশে যদি ধরা হয় ১৭ কোটি মানুষ বসবাস করে, তবে কতজন এই শপথ নিতে পারত, এই সময়ে, কারন সময় সঠিক ছিলো না বা এই সময়ে মানুষ এমন দিনে এক স্থানে বা ঘরে থাকার কথা না। যাই হোক, কতজন নিতে পারলো, তার একটা হিসাব দেয়া দরকার এখন।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন যিনি লিখে দেন, তার শব্দ ও বাক্য ও ব্যাখ্যা নির্বাচনে আরো কৌশলী হওয়া দরকার, একজন প্রধানমন্ত্রী ভাষন যেন সাধারন মানুষের মন ছুঁয়ে যায় বা তিনি যেভাবে কোন ঘটনার ব্যাখ্যা দিবেন তাতে যেন সবাই বুঝতে পারে যে, ঘটনা কি এবং নিজের ইনভল্মেন্ট কি! আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উদার ভাষন শুনতে চাই যা হবে জাতি গঠনে সহায়ক, চাই তিনি যা ব্যাখ্যা দিবেন সেটার চরম যুক্তিযুক্ত বা যা হবে আমাদের মনের কথা।

আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চরম মমতাময়ী, তিনি যখন তার ছোট বো্নকে ডায়াসে তুলতে বলেন, আয়, তখন চোখে পানি আসে, বোনের মত বোনতো এমনই হওয়া চাই, এভাবেই সারা দেশের মানুষকে প্রাণ খুলে বলুন, সবাই আসুন, নিশ্চয় আসবেই। 'আম্মা' নয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের অন্তরে 'বড় আপা' হয়েই থাকুন, এই মমতাময়ী চরিত্রে আপনি সেরা হতে পারেন নিমিশেই।

সরকার বাহাদুর বড় বড় শহরে মোড়ে মোড়ে নানান বিজয় অনুষ্ঠানের আয়োজন করতে পারত, ব্যান্ড পার্টি সহ, লাইভ গান নাচ বা এমন আনন্দের আয়োজনে সাধারন মানুষের মনে একটা বিজয় ফুর্তি ভাব আসত, সাথে রাষ্ট্রের পক্ষে থেকে কিছু খাবারের ব্যবস্থাও করা যেতে পারত রাস্তার ধারের দরিদ্র মানুষের জন্য, এই সব প্রশংসনীয় উদ্দোগ কি সরকারে থাকা কেহ চিন্তা করে না, বাস্তবতা কি কেহ বুঝতে পারছে না!

(১৭/১২/২০২১ইং দুপুর, একজন ব্লগারের ভাবনা)

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের সাধারণ মানুষের কথা উনার কতটুকু ভাবেন বা ভাবার সময় পান সেটা নিয়ে আমার শন্দেহ আছে ভাইজান।

অফটপিক : আপনি সম্ভবতো নাভানার একটি প্রজেক্টে প্লট কিনে ছিলেন। সেটির অবস্থা কি?

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: তা বুঝা যায়। ক্ষমতায় গেলে মনে হয় চাঁদে চলে গেল, আর পৃথিবীতে আসতে হবে না! অথচ আসতেই হবে।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২০

সাহাদাত উদরাজী বলেছেন: াভানার ব্যাপারে কি করবো ভাবতে ভাবতেই দিন যাচ্ছে, ওরা বলে ব্যাপার না, পাবেন, এদিকে আমার মনে হয় পাবো না্‌ এভাবেই চলছে।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশ এনেছেন উনার বাবা একা, বিজয়টা জাতির আপার একা।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২১

সাহাদাত উদরাজী বলেছেন: আচার আচরণে এই মনে হয়, বলার কি আছে।
অথচ তিনি চাইলেই কত সুন্দর দেশ বানিয়ে ফেলতে পারতেন।
শুধু বুদ্ধির খেলা ছিলো!

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


কোথায়, কিসের বানান ভুল হয়েছিলো, কি লিখতে কি লেখেছিলো?

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৩

সাহাদাত উদরাজী বলেছেন: গতকাল মাননীয় প্রধানমন্ত্রী সংসদ ভবনের এলাকা থেকে যে শপথ পড়িয়েছিলেন, সেখানের ডায়াসে বানানভুল ছিলো, 'মুজিববর্ষ' না লিখে লিখেছিল 'মুজিবর্ষ', 'ব' মিসিং ছিল, এর ব্যাখ্যাতে আরো ত্যান্যা পাছাইয়া সব গুব্লেট করে দিয়েছিল। যেখানে শুধু সরি বললেই হয়ে যেত!

৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৪

শূণ্য উপত্যকা বলেছেন: এখনো ব্লগিং করেন আপনি! দেখে ভালো লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: এই পরিচয়টাই ভাল লাগে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা ও তাদের নেতাদের কথা শুনলে মনে হয় দেশের জন্য যারা করার সব বঙ্গবন্ধু করেছেন। আর কারো কোনো ভূমিকা নেই।

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: ভুলের সাগরে উনার বসবাস করছেন। সময় থাকতে কেহ বুঝে না!

৬| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৫২

চাঁদগাজী বলেছেন:



কে কাকে শপথ পড়ায়েছেন?

আপনি কি বুঝতে পারছেন, আপনার লেখাটা গুছিয়ে লেখা হয়নি!

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এত স্পষ্ট করে লেখা যায় না, এই লেখা লিখেই দুই বিচি ঠনঠন করছে রে ভাই!

৭| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:২৯

জগতারন বলেছেন:
সাহাদাত উদরাজী আপনাকে এখনও এখেনে পেয়ে আমার খুব ভাল লাগছে।
আমি বর্তমানে দেশে অবস্থান করছি আসুন না এক যায়গায় বসি, সাক্ষাত করি ও চা-মধ্যহ্ন ভোজ করি।

১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৪

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা। ফেবুতে আমি নিয়মিত। মেসেজ দিন।
অবশ্যই আড্ডা দেয়া যেতে পারে।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৭

রংবাজপোলা বলেছেন: হক কথাই কইছেন। তয় "বিজয়" টা পুরা জাতির, হেটা কারো একার না। হেইটাই আমরা মাঝে মইধ্যে ভুইল্যা যাই। কিংবা ভুইল্যার ব্যাবস্থা করা হয়।

আরো লিইখেন। পড়ুমনে।

কদমবুছি লইয়েন।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের বিজয় ডাকাতি হয়ে গেছে !!! মানুষের বিজয় এখন দলীয় বিজয়ে রুপান্তর হয়েছে ।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভুলের সাগরে উনার বসবাস করছেন। সময় থাকতে কেহ বুঝে না!

মুরাদ তার পাপের ফল পাচ্ছে। অন্য সবাই যদি এরকম পেত।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর গঠণমূলক বিজয় ভাবনা....

১২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০০

বংগল কক বলেছেন: টু আর ইজ হিউম্যাড

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.