নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
আমার অফিস ছোট, অনলাইনের খুব নিন্ম টাইপের কাজ কর্ম করি, মানে বিদেশের কিছু ওয়েবে প্রবেশ এবং ডাটা এন্ট্রি করে থাকি! কিছু বিষয় অনলাইনে সত্য মিথ্যা যাচাই বাচাই করি। ওয়াইফাইয়ের সাথে মাত্র একটা কম্পিউটার তার দিয়ে যুক্ত, সাথে ২/৩ জনের মোবাইল যুক্ত ওয়্যারলেসে!
অনেক দিন নেট লাইন বন্ধ থাকায় অফিসেই আসি নাই, কারন অফিসে এসে কোন লাভ ছিলো না, আমাদের প্রতি মুহুর্ত্তেই নেটলাইনের দরকার, সমস্ত যোগাযোগ আমাদের অনলাইনেই, দেশে বা বিদেশে! এই নেট না থাকায় বেশ কিছু ব্যবসাও হারিয়েছি। এখন আবার আমাদের ডকস পাঠানো, পাওয়া পুরাই নির্ভর করে হোয়াসআপ এপে কিংবা ইমুতে, সাধারন লোকেরা বিশেষ করে প্রবাস থেকে মানুষে মানুষে যোগাযোগের একমাত্র মাধ্যম, প্রতিটা কাজেই কথা বলার বা ভয়েস মেসেজ পাঠানোর বিকল্প নেই!
ব্রডব্যান্ড নেট লাইন চালু হওয়াতে কিছুটা খুশি হয়েছিলাম, যাই হোক, কাজ করা যাবে, ফেইসবুক টিকটক যদি নাও দেখি ব্যাপার না! কিন্তু মাননীয়রা, আপনারা নেটের যে স্লো লাইন করে দিয়েছেন, তাতে এখন কাঁদতে ইচ্ছা হয়। সকাল থেকে কোন ডক্স চেক করা তো দুরের কথা, ঘুরে ঘুরে অফ হয়ে যাচ্ছে! খুব মনো কষ্টে আছি।
আর মোবাইলে যে দুই সিমে ১০ জিবি ফ্রি পেয়েছি তিন দিনের জন্য, আমার মনে হয় না যে আধা জিবিও ইউজ করা গেছে! আমাদের আফসোস ছাড়া আর কিছু করার নেই!
হয় গতি বাড়ান, নতুবা বন্ধ রাখুন! লস যা হবার হউক, অন্তত কষ্টে রাখবেন না! (এই কয়েক লাইনের পোষ্ট লিখতে অনেক সময় নিয়েছে)
ভিপিএন চালালে আর কিছুই চলে না! একটু ইউটিউব দেখার চেষ্টা করছিলাম!
৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৯
সাহাদাত উদরাজী বলেছেন: এই শতকে এসেও এত কষ্ট নিয়ে বাঁচা যায় না, সুযোগ থাকলে চলে যান। আমাদের বয়সের কারনে আর কোন সুযোগ নেই, প্রবাসী ছিলাম মধ্যপ্রাচ্যে, ফলে ফিরতেই হয়েছে। ভেবেছিলাম, জীবন এখন দেশেই কোনমতে কাটিয়ে পরপারে পাড়ি জমাবো। এখন মনে হয় ভুল সবই ভুল! এই আধুনিক বিশ্বে আমাদের একজন সুচিন্তার সুশাসক নেই এখনো! আফসোস!
২| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৩
সাহাদাত উদরাজী বলেছেন: সামু আসে যেভাবে! কয়েক মিনিট পরে ধরা দেয়!
৩| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার নেট কানেকশান থাকার কথা ৭৫ এম.বি.পি.এস.। অবস্থা দেখুন।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:১৬
সাহাদাত উদরাজী বলেছেন: কি বলবো বুঝতেই পারছি না! ওরা রঙ্গীন চশমা পরে দুনিয়া দেখছে!
৪| ৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: জটিল পরিস্থিতি। জনসাধারণের একটাই ইউটিউব সেটিও বন্ধ ছিল।
৩০ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৬
সাহাদাত উদরাজী বলেছেন: খরচ কমাতে এখন অনেকেই বাসায় ডিস লাইন রাখেন না, তাদের অবস্থা ভয়াবহ, সময় কাটানো যাচ্ছিলো না! এখন আবার যে লাইনের অবস্থা তাতে ২৪০ পি তেও চলে না!
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অবস্থা বেগতিক, আমিও বেশ ঝামেলায় পড়েছি ইন্টারনেট নিয়ে। বাসায় দুটো ইন্টারনেট কানেকশান, দুটোই কোষ্ট-কাঠিণ্যের মতো কুতোকুতি করছে, কাজ খুব একটা এগুচ্ছে না। আমার বসকে জানিয়েছি যে বাংলাদেশে এসে মাইনকা চিপায় পড়ে গেছি। খুব তাড়াতাড়ি দেশ ছাড়তে হবে, দিস প্লেস ইজ নট ফর মি। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।