নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

ভেনিজুয়েলাঃ জনগণের আন্দোলন চলছে, এখন পর্যন্ত ১৬জনের মৃত্যু!

৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৪

আপনারা অনেকে জানেন, তবুও আবারো বলি, ভেনিজুয়েলাতে এখন কঠিন গন মানুষের আন্দোলন চলছে, ভোট চুরির প্রতিবাদে মি মাদুরোকে মানুষ গ্রহন করে নাই, তাকে প্রতারক ও ভোটচোর বলা হচ্ছে, আর এই কারনে মানুষ রাস্তায় নেমে এসেছে। একই কায়দা, স্তাপনা রক্ষার নামে মানুষকে তার পুলিশ গুলি করে মেরে ফেলছে, তবে বিক্ষোভের পরিমাপ করা যায় ছবি গুলো দেখলে, সেই কাদুনে গ্যাস, সাউন্ড গ্রেনেড সবি হচ্ছে, পাশাপাশি কয়েকটা ছবি দেখলাম, যেখানে পুলিশ বেশ ধৈর্যও দেখাচ্ছে। তবে মানুষ প্রাণ দিতে কার্পণ্য করছে না! আমি এই মাত্র নানান খবর দেখলাম, তাতে নাম উঠে এসেছে ১৬জনের মৃত্যু (১জন পুলিশ সহ), এবং হাজারের বেশী ইঞ্জুর্ড, যদিও জনগণ বলছে আরো অনেক মানুষ মারা গেছে!

এই আন্দোলন থেমে যাবার মত নয়, মনে হচ্ছে মানুষ এর শেষ দেখে ছাড়বে। যুগে যুগে মানুষ এভাবে প্রাণ দিয়ে স্বৈরাচারী শাসককে গদি থেকে নামিয়েছে, আমার ধারনা এবারেও ভেনিজুয়েলাতেও তাই হবে!

দুনিয়ার প্রায় সব নামকরা প্রত্রিকা খবর প্রকাশ করছে।


বাংলা পত্রিকা গুলো এই খবর হাইড করার চেষ্টা করছে! হা হা হা, অথচ এই খবর এই দেশে প্রথম পাতায় স্থান পাবার কথা! কারন একই ভোটাধিকার আমাদেরও হরন করা হয়েছে!

আমি নিশ্চিত করে বলছি, মি প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো এই যাত্রায় রক্ষা পাবেন না, তাকে পালাতেই হবে, যদিও তার পালানোর মত জায়গা খুব একটা এই দুনিয়াতে নেই! মি প্রেসিডেন্ট নিকোলাস মাদূরো প্রায় ১০ বছরের বেশি সময় ক্ষমতায় থেকেও তেমন কিছুই জনগণের জন্য করতে পারেন নাই, তার দূর্বল শাসনে সাধারন মানুষ সুখ পায় নাই, সেই তার চ্যালারা শুধু কামিয়ে নিয়েছে হাজার কোটি টাকা! অথচ কত সুযোগ ছিল তার হাতে, আফসোস!

ভিডিও

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: At least 16 reported dead as Maduro meets Venezuelan protests with forc view this link

২| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: এই ভিডিও দেখলে পরিস্থিতি অনুমান করতে পারবেন। view this link

৩| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

কামাল১৮ বলেছেন: আপনি কি নিয়মিত আমাদের দেশের আন্দোলনে অংশগ্রহন করেন।

৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: আমি সব সময়েই সত্যের পথে থাকার চেষ্টা করি, এটা আমার চরিত্রগত অভ্যাস। ন্যায় দাবীকে আমি সব সময়েই সন্মান করি।

৪| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৮:০৩

কামাল১৮ বলেছেন: সম্মান করা আর অংশ গ্রহন করা এক না।কোনটা সত্য কি ভাবে বুঝেন।তাছাড়া সত্য একটা আপেক্ষিক শব্দ।

০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: কোনটা সত্য কি ভাবে বুঝেন - ভাই, আমার চুল্বাল সব পাকা, ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.