নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

দেশ ছেড়ে পালালেন হাসিনা রেহানা - মানবজমিন পত্রিকার এই হেডিং সবচেয়ে সেরা।

০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪

হাসিনার পরিনতি এই হবে জানা ছিল, যাদের অন্তত সামান্য ইসলামিক জ্ঞান আছে, তারা তার এই পরিনতি আগেই অনুমান করছিলো এবং হয়েই গেল! তবে তার শেষ ইচ্ছা ছিলো একটা ভাষন দেয়ার, সেটা পূর্ন হয় নাই!

সবাই উল্লাস করতে পারেন। দেশ বলা চলে নুতন করে আবার স্বাধীন হল! স্বাধীন বাংলাদেশ, এবার এই দেশের আরো একটা নুতন নাম দেয়া যেতে পারে।

ছাত্র ছাত্রী জনতার সবাইকে শুভেচ্ছা, যারা প্রাণ দিয়েছেন, তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, তাদের জন্য ভালবাসা, তাদের পরিবারকে আশা করছি নুতন সরকার অনেক আর্থিক ও সন্মান জানাবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



আপনাকে বিপদে ফেলে পালায়েছেন, দেশ আপনাকে চালাতে হবে।

২| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭

রিফাত হোসেন বলেছেন: গাজী সাহেব আপনি শ্রদ্ধার পাত্র। আপনারও বয়স হয়েছে। বারবার এক কথা বলে যাচ্ছেন অনেক দিন ধরে।
উনি বিপদে ফেলে পালিয়েছেন। এটা যদি মানছেন তাহলে কেন মানছেন না যে উনি নেতৃত্ব তৈরী হবার সুযোগ দেন নাই? এর জন্য তৈরী নতুন করে শুরু করতে হবে না? নাকি অনন্ত কাল এক পরিবার/মানুষ/দলের/ইচ্ছার শাসন চলবেই?

জাতির যদি শুদ্ধাচার এর প্রয়োজন হয়, তাহলে এভাবেই হোক।

শেখ হাসিনার যতটুকু মেধা ছিল, তা প্রয়োগ করেছেন উন্নয়ন এর জন্য। যা খালেদার ছিলই না কখনো। কিন্তু ক্ষমতার অপব্যবহার শেখ হাসিনার পিছনেই ছিল। মানুষের ভয় ছিল, বাক স্বাধীনতার অভাব ছিল। এটা থেকে মুক্তির প্রয়োজন ছিল।

৩| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:


@রিফাত হোসেন ,

আমি শেখ হাসিনার দেশ চালানোর প্যাটার্ণ দেখে ২০১৪ সালের ভোটের আগে থেকে লিখে আসছি যে, উনি যেন নিজে প্রাইম মিনিষ্টার না হন, কারণ তাতে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আজকে যারা জিতেছে, এরা জাতিকে ইয়েমেন কিংবা সুদান বানাবে।

৪| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৫

অক্পটে বলেছেন: গাজী ও অন্যান্য ফাত্রাদের খারাপ লাগারই কথা।

৫| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: স্বৈরাচারের এভাবেই পালাতে হয়। এখন অনেক বীর বাহাদুর আত্মগোপন করবে আর বিড়ালের মত মেও মেও করবে।

৬| ০৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৭

গোবিন্দলগোবেচারা বলেছেন:
ভারতকে সব দেওয়ার পরেও ভারত ওনাকে বাঁচানোর জন্য বিমান পাঠালো না।
আমি আশাবাদী ইন্টারপোলের মাধ্যমে উনাকে দেশে ফিরিয়ে এনে শতশত ছাত্র শিশু হত্যার হুকুমের আসামি হিসেবে বিচার করা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.