নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

নিজেই নিজকে খতম - এর দায় অন্য কারো না, অন্য কোন দেশেরও না! :(

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৯

নেত্রী শেখ হাসিনার পলায়ন মাত্র দুই দিন হল, মনে হচ্ছে হাজার বছর আগের কথা!

যাই হোক, আজ সারা দিন অফিস রাস্তায় বসে ভাবলাম, কেন এমন হল! কত কথা কত জনে বলল, কত দেশ বিদেশের নিউজ দেখলাম, কত কন্সপিরেসি থিউরি পড়লাম, কিছু আমার মত এল না! বার বার একটা প্রধান কথা মাথায় এসেছে, তা হচ্ছে শেখ হাসিনার মুখের কটু কথা! উনার মুখের ভাষা খুব বিশ্রী ছিল, কটু চিন্তায় তিনি বেশ পারদর্শী ছিলেন, যা সহজেই সাধারন মানুষকে আহত/নিহত করত প্রতিদিন, জাতি কিছু শিখতে পারত না! উনার এই ভাষার জন্য উনার মন্ত্রী পরিষদের ভাষা ও চিন্তা বিশ্রী, দাম্ভিক হয়েছিল।

একটা বাস্তব উদাহরণ দেই, ধরেন ঘরের স্ত্রী যে কোন বিষয়েই কটু ও জটিল করে বলেন, এমন স্বামীদের দেখবেন ঘরে আর কথাই বলে না, ছাড়তে পারে না, থেকে যায়, তবে মনে বিশাল ঘৃণা নিয়ে হয়ত পরপারেও চলে যায়, আর সুযোগ থাকলে হয়ত নিজে পালাত নতুবা স্ত্রীকে পালানোর সুযোগ দিয়ে দিত! মানুষের মুল চরিত্রের একটা হচ্ছে তার মুখের শব্দ উচ্চারণ!

যাই হোক, এই বিষয়ে সব চেয়ে সত্য লিখেছেন, আমাদের ডাইহার্ট আওয়ামী সমর্থক বন্ধু ভাই ব্লগার মোসাদ্দেক উজ্জ্বল ভাই, তিনিই সব চেয়ে সত্য কথা লিখেছেন, পড়ে দেখুন। লাভ ইউ উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাইকে এখনকার জামানার অনেকে চিনবে না, তবে যারা পুরানো ব্লগার তার পরিচয় জানবে, নানান ব্লগে তিনি এক সময়ে চমৎকার ব্লগ লিখতেন।

শুভেচ্ছা থাকলো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:১৫

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশে উটের ফার্ম কি লাভজনক হবে, দিনে ১টি উট কি পরিমাণ পানি খায়, আরবে থাকার সময়ে এগুলোতে ভালো ধারণা পেয়েছেন?

০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: চাগোল ভাই আমার, আমি উট চরালে আপনি শু/কো/র চরিয়েছেন।

২| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:




আরবে কি আপনি রাজনৈতিক উপদেষ্টা ছিলেন?

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: কি সব হে/ডা/র কথা লিখেন? আপনি আসলেই অমানুষ।

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ২:২৭

কামাল১৮ বলেছেন: এতোদিন লেখার স্বাধিনতা ছিলো ন বলে লিখতে পারেন নাই।এখন স্বাধীন ভাবে লিখছেন।এই তার নমুনা।

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: জ্বি।

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ ভোর ৬:৪৭

সোহানী বলেছেন: শতভাগ সহমত। এ মহিলার দাম্ভিকতা এমন পর্যায়ে পৈাছেছিল তার কোন সীমা নেই। সাইকোলিজির ভাষায় সে আসলে "গড কমপ্লেক্স" এ ভুগছিল। অথচ বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে সে অনেক কিছু করতে পারতো। বাবা যে ভুলগুলো করেছিল তা শুধরে নিতে পারতো। অথচ নিজেকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করলো।

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

সাহাদাত উদরাজী বলেছেন: শুরুতেই শক্ত হাতে প্রশাসন চালালে সত্যি উনার হাতেই বাংলাদেশ গড়ে উঠে যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.