নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

আপা শেখ হাসিনার পলায়নে সবচেয়ে কে বেশি খুশি? ও অন্যান্ন

১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:২৬

১। শেখ হাসিনার পলায়নে ও সরকার পতনে সবচেয়ে কে বেশী খুশি? এমন চিন্তায় আমার যে নামটা মনে আসে, তিনি হলেন মিঃ বেনজির আহমেদ! আমার ধারনা হয়, তিনি ইউরোপের কোন এপার্ট্মেন্টের বেল্কনিতে বসে প্রিয়তমা স্ত্রীর সাথে চিনি ছাড়া ব্লাক কফি পান করছেন এবং স্ত্রীকে বলছেন, দেখো যার জন্য এত করলাম, সে আমাকে দেখলো না, দেখো এখন তার কি অবস্থা!

২। প্রফেসর ইউনূস সাহেবকে মুলত পালিয়ে যাওয়া আপা শেখ হাসিনাই তৈরী করছেন বলে মনে হয়! বিষয়টা হাস্যকর, তবে তিনি ক্ষমতায় আসার পর থেকেই প্রফেসর ইউনূস সাহেবের পিছনে লেগে লেগে উনাকে আরো সারা বিশ্বে জনপ্রিয় করে দেন, যারা তার নাম জানত না, তারাও জেনেছে এবং তিনিই সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ন ব্যক্তি হয়ে উঠেন। যারা তার নাম জানত না, তারাও এই প্রচারে তাকে জেনে গিয়েছিলেন, আর আপা যেহেতু মিথ্যায় পারদর্শী ছিলেন, তখন সবাই ভাবত যে, প্রফেসর ইউনূস সাহেব সঠিক! আহ, ভাগ্য! যার পিছনে এত সময় এত মেধা নষ্ট হল, সেই এখন চাইলেই কত কি করতে পারে! কাউকে শত্রু ভাবার আগে অনেক গবেষণার দরকার, আসলেই সে কি শত্রু! এই সব চিন্তায় আমাদেরই মাথা ভনভন করে, আর আপা শেখ হাসিনা এখন কি করে ঘুমান? বিশ্রী চিন্তায় দেশ হারালেন, এমন কি এখন এই দেশে কবর পাবেন কি না তাও অজানা!

৩। যে খবর গুলো জানার জন্য বারবার সংবাদ পত্রের পাতা গুলো খুলে দেখি, তা হচ্ছে শেখ হাসিনার নিযুক্ত মন্ত্রী এম্পিদের বর্তমানের অবস্থা কি, কে কোথায় কোন চকির তলে আছে! হাজার কোটি চুরি করে দেশবিদেশে সম্পদের পাহাড় গড়ে এরা এখন কি করছে, অথচ পত্রিকাগুলো এই সবের কিছুই জানাচ্ছে না, আফসোস লাগছে। এদের অন্তত জেলে দেখলে ভাল লাগত!

৪। স্বরাষ্টমন্ত্রী আজকে অনেক কথা বলছেন, যে সব মিডিয়া চাটুকারিতা করবে তাদের বন্ধ করে দেয়া হবে! মানে সরকারের চাটুকারিতা করার দরকার নেই। কথাটা বার বার পড়ছিলাম, আপা হাসিনার সময়ে আমরা জানতাম, যে যত বেশি চাটুকারিতা করবে সে তত সুযোগ পাবে, বন্ধ দুরের কথা। এই কারনে চাটুকারিতাও একটা খেলা হয়ে দাঁড়িয়েছিল, কে বা কোন মিডিয়া প্রথম হতে পারে! চাটুকার জই মামুন আজকে চাকুরী হারিয়ে, ভাবতেই কেমন লাগছে!

৫। ঢাকা শহর এখন খুব পরিস্কার ও পরিছন্ন, এর পুরা কৃতিত্ব যায় ছাত্রছাত্রীদের উপর। শহরে দুই মেয়র ও হাজারো লোকবল থাকার পরেও এই শহর পরিস্কার থাকত না। দুই মেয়র আসলে কোন কাজই করত না, এদের ধান্ধা ছিল একটাই, কিভাবে আরো আরো অর্থ উপার্জন করা। এই চেয়ারে বসার মুল কারন ছিল এদের 'উপার্জন'। এই হারাম/খোরেরা তেমন কোন কাজই করে নাই, যা করছে লোক দেখানো। আজকে ছাত্রছাত্রীরা কয়েক হাজার টাকার রঙ দিয়ে একেটা পিলার রঙ করে দিচ্ছে, অথচ এই শু/য়ো/রে/রা হয়ত এক পিলারেই কয়েক লক্ষ টাকার রঙ লেগেছে বলে হাতিয়ে নিত বা নিয়েছে!

নয়াপল্টন, ১১/০৮/২০২৪ইং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৩

নয়া পাঠক বলেছেন: রাস্ট্র এবং সমাজের সকল স্তরে সংস্কার প্রয়োজন। যা কেবল কয়েক বালতি রংয়ে হবে না এর জন্য সকলের সহযোগীতা প্রয়োজন। সকলকে ন্যায়ের পথে এবং সত্যের পথে থাকা অত্যন্ত বেশি প্রয়োজন। আর প্রয়োজন অন্যায়ের প্রতিবাদ করা সহ সকল সাধারণ নাগরিকের একজোট থাকা। তাহলে দেশে আর পরিবারতন্ত্রের উদয় ঘটবে না বলে আমার মনে হয়।

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: রাইট, রং ও পরিস্কারের কথা আমি উদাহরণ হিসাবে এনেছি। একজন মেয়র চাইলে তার এলাকা ঝকঝকে করতে পারেই, শুরু দরকার বুদ্ধি ও লেগে থাকা। আমাদের মেয়রেরা এলাকাতে হেঁটেও দেখে না।

২| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩৯

জটিল ভাই বলেছেন:
ভাইরে, বাংলাদেশের মিডিয়ায় আপনি কি খবর পাবেন? ভারতীয় চ্যানেল দেখেন। তখন বুঝবেন যে দেশ কতোটা রসাতলে গেছে যা আপনি আমি দেশে থেকে জানিনা =p~

১২ ই আগস্ট, ২০২৪ রাত ১২:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: কলকাতার বাংলা চ্যানেল কখনো দেখি না, এরা যে ত্যান্যা প্যাঁচায়! হা হা হা, মনে হয় মদ পান বা নেশা করে এরা খবর পাঠে নামে। তবে মমতা দিদির হিসাব ভাল লাগছে।

৩| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ২:০২

সোনাগাজী বলেছেন:




জীবিত রাজাকারেরা ওদের পরিবারগুলো সবচেয়ে বেশী খুশী ঃওয়ার কথা।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: ভুয়া মুক্তিযোদ্ধাদের খুব কষ্ট হচ্ছে। সাড়ে সারামজাদার মত কথা কইয়েন না!

৪| ১২ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৫

সিরাজ১৭৫৭ বলেছেন: দেশ পরিষ্কার পরিছন্ন রাখতে কি এর আগে বাধা দেয়া হচ্ছিল নাকি ৫ আগস্ট এর আগে দেশটা আমাদের ছিলোনা? জাতি না শুধরালে এসব সবই সাময়িক।

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: চেষ্টা তো চালতে হবে, এরা না পারলে আবার পরের জন আসবে, এর আগে তো চেষ্টাই চোখে পড়ত না।

৫| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৫

আহলান বলেছেন: সবচেয়ে বেশী খুশি সাধারণ জনগন!

১২ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০০

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ, জনগণের আশা পূর্ন হউক।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

কোমলমতিরপ্যাদানি বলেছেন: বিদেশে থাকা ব্লগের তিন উচ্ছিষ্টভোগীর তো করুণ অবস্থা । এদের মধ্যে দুইটার ম্যাতকারে ব্লগে থাকা দায় । আরেকটা লজ্জায় মুখ দেখাইতে পারতেসে না।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭

সাহাদাত উদরাজী বলেছেন: শেখ হাসিনার পলায়নে এদের ঘুম হারাম হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.