নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

udraji@gmail.com ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

প্রতিহত না করলে ওরা আবারো দাঁড়িয়ে যাবেই!

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৫

প্রতিটা গুলিতে হত্যায় আহতে পলাতক শেখ হাসিনাই প্রধান আসামী, যারা এর বাইরে ব্যাখ্যা দিচ্ছেন তারা মানুষরুপী পশুই, মানুষের রক্তই এদের প্রধান খাবার।

পলাতক শেখ হাসিনা ও তার সহযোগীদের প্রতি বর্তমানে সহানুভূতি দেখানো ব্যক্তিরা সমান দোষী। এদের প্রোফাইলে গেলেই বুঝা যায়, এরা সবাই 'এই স্বাধীনতা ছেয়েছিলাম' দলের অফসোস সমর্থক, এদের কলিজা ফেটে যাচ্ছে। এদের প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব, এদের প্রোফাইল রিপোর্ট করুন এবং পরে ব্লক করে দিন, এরা একা হয়ে যায়।

ইউরোপ আমেরিকায় নাগরিকত্ব নেয়া কিছু শিক্ষিত গোলামেরপুত আছে, যারা কখনোই এই দেশ আর গ্রহন করবে না, এরা দূরে বসে এখনো বেসুরে কথা বলছে, এদের প্রোফাইল রিপোর্ট করুন এবং পরে ব্লক করে দিন।

বর্তমান ড. মুহম্মাদ ইউনূস সরকারের ছাড় দেয়া মানসিকতা হয়ত একদিন তাদেরও বিচারের মুখোমুখি করে তুলবে, কথাটা তাদের মাথায় গেধে নিতে হবে।

বিশ্ববিদ্যালয় গুলোর ৫০/৫৫ বয়সের চৌকস বিষয় ভিত্তিক শিক্ষক আছে, নানান বড় অর্গানাজেশনের বড় বড় ক্যাপাবেল সুবিবেকের সুশাসন সুচিন্তার মানুষ আছে যাদের অতিদ্রুত নানা স্থানে প্রতিষ্ঠানের হেড হিসাবে নিয়োগ দেয়া যেতে পারে, সময় চলে গিয়ে বিশৃঙ্খলার পরে নিয়োগে হয়ত আর কাজ হবে না, এতএব সাধু সাবধান। সব কাজ কয়েকজন করবে বা একজনের অধিক দায়িত্ব পালন, এই চিন্তা আবারো প্রতিষ্ঠান গুলো ধ্বংস করবে।

অন্যায় দেখলেই ভিডিও করুন, আজকাল ঘটে যাওয়া ঘটনার কথা মুখে বললে কেহ বিশ্বাস করে না, ভিডিও প্রমান জরুরী বিষয়। :((

নয়াপল্টন, ঢাকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১

এম ডি মুসা বলেছেন: রাজনীতি কেন করে আমি বুঝতেছিনা , মনে হয় এখানে লাভ আছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৮

সাহাদাত উদরাজী বলেছেন: ্যাঁ, হিসাবটা শুধু টাকার। বেশী উপার্জন করা যাবে এই ভেবেই!

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৫

বাকপ্রবাস বলেছেন: আসিফ নজরুলকে সন্দেহ হচ্ছে। বিচারের ব্যাপারে ওনার আগ্রহ আছে বলে মনে হয়না, কোন লক্ষণ দেখছিনা।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩০

সাহাদাত উদরাজী বলেছেন: এরা যদি ফেইল করে তবে তাদের কি অবস্থা হতে পারে তা হয়ত এখনো তাদের মাথায় প্রবেশ করছে না। শয়তান ফিরে এলে এদের তো গলা টিপেই ফেলে দিবে, বুলেট খরচ করবে না! তাদের নিজদের সতর্ক থাকা উচিত।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩২

খাঁজা বাবা বলেছেন: যারা আফসোস করছে, তারা এই খুনিদের সহযোগী। সমান অপরাধী।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০

সাহাদাত উদরাজী বলেছেন: নিশ্চিত।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: ইউরোপ আমেরিকায় নাগরিকত্ব পান নাই বলে এত আফসোস। ইউরোপ আমেরিকায় নাগরিকত্ব পাওয়া লোকদের গোলামের পুত বলছেন।

প্রতিহত করুন। আপনাদের কেউ ধরে রাখে নাই।

ইউনুস সরকার তো আর ভোদাই না। আবেগ দিয়ে দেশ চালাবে। তারা জানে, তাদের সীমারেখা কতটুকু।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০

সাহাদাত উদরাজী বলেছেন: আপনি গায়ে নিচ্ছেন কেন? সোনাগাজী মার্কা লোক কি চোখে পড়ে না?

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ছাড় দিলে পস্তাতে হবে। রাজনীতি এত সস্তা জিনিস নয় এটা অনেক সময় নির্মম। দশটা কোটা গিলে খাওয়ার কথা বলা নেত্রীর কথা মনে পড়ছে পিছনে যাওয়ার নেই রাস্তা পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা আমরা মরেই যাবো আর না হয় মেরেই যাবো....

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০২

সাহাদাত উদরাজী বলেছেন: এদের কঠোর হতেই হবে। অনেক সময় ক্ষমতায় থাকলে নিজেরা নিজদের বুঝতে পারেন না।

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

মিল্লাত হোসেন বলেছেন: আওয়ামীলী আর কখন মাথা তুলে দাঁড়াতে পারবে না । যখন একটু মাথা তুলে দাঁড়াতে যাবে এদেশের জনগন লাথি দিয়ে তাদের বসিয়ে দিবে ।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০২

সাহাদাত উদরাজী বলেছেন: সেটাই যেন হয়!

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪

জুল ভার্ন বলেছেন: আওয়ামী জামানায় ১৬ বছর লাগামহীন দুর্ণীতিতে অভস্থ্য সরকারী চাকুরিজীবিদের ঘুস-দুর্ণীতিতে সমস্যা হচ্ছে তাই- যাবতীয় দাবী আদায়ের আন্দোলন শুরু করেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: এদের থামিয়ে দিতে হবেই।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

এম ডি মুসা বলেছেন: তাহলে আমি আর রাজনীতি করতে চাই না। আমি চাই দেশের তরে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি শান্তিপূর্ণ বাংলাদেশ। দলীয় প্রভাব মুক্ত দল বল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ব্যক্তিগত সকলে মিলেমিশে চলা। শান্তি শৃঙ্খলা মেনে চলা।

৯| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২১

এম ডি মুসা বলেছেন: আমি ২০১৮ সালে প্রথম ভোট দিতে গেছি। ভোটার হয়ে। নিজের ভোট নিজে দিতে পারিনি। আমি দলের কোনো কর্মী নয়। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের আমার শ্রদ্ধা সম্মান জানানো আমার, আবেগ অনুভূতির বড় স্থান।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৮

জ্যাক স্মিথ বলেছেন: অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আওয়ামীলীগ এবং বিএনপি দেশে তৃতীয় কোন শক্তিকে কোন মতেই দাঁড়াতে দিবে না, মিলেঝিলে তারাই দেশের শাসন কার্য পরিচালনা করবে। সজিব ওয়েজদ জয় তো বলেই দিয়েছে- যদি বিরোধী দলও হতে পারি সেটাও ভালো।

রাজনীতির মত এত বড় ব্যবসা পৃথিবীতে আর একটিও নেই।

১১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬

কিরকুট বলেছেন: এম ডি মুসা বলেছেন: আমি ২০১৮ সালে প্রথম ভোট দিতে গেছি। ভোটার হয়ে। নিজের ভোট নিজে দিতে পারিনি। আমি দলের কোনো কর্মী নয়। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের আমার শ্রদ্ধা সম্মান জানানো আমার, আবেগ অনুভূতির বড় স্থান।

ভাইরে ট্যাগ খাইলেন বইলা । হাম্বালীগের সিল দেয়া টি শার্ট পাচ্ছেন উপহার হিসেবে । যাদের কাছে সাইদি মহান তাদের কাছে আসছেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধার সম্মানের কথা শোনাতে ।

হাতে যে কয়টা মুক্তা আছে তা আর ছড়িয়েন না । নিজের জন্য রেখে দিন ।

১২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: একমত।

১৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৯

ইফতেখার ভূইয়া বলেছেন: আওয়ামী লীগ-কে নিষিদ্ধ ঘোষণা করা উচিত সেই সাথে তাদের বিচার প্রক্রিয়া শুরু করা উচিত। আইন উপদেষ্টা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগ-কে পরবর্তী নির্বাচনে অংশ গ্রহণ করার কথা বলছেন, এটা অগ্রহনযোগ্য বলে আমি মনে করি। গণতান্ত্রিক অধিকারের কথা বলে অনেকেই আওয়ামী লীগ-কে নতুন করে রাজনীতিতে আসার কথা বলছেন, আমি জানিনা তারা এত সাহস কোথায় আর কিভাবে পাচ্ছে?! হিটলারের দল কি যুদ্ধ পরবর্তী জার্মানীতে রাজনীতি করতে পেরেছিলো না নিষিদ্ধ হয়েছিলো? তাহলে আওয়ামী লীগকে কেন সুযোগের কথা বলা হচ্ছে? বি.এন.পি. ও কিছুটা লাফালাফি করার চেষ্টা করছে, ওদের মনে রাখা উচিত এত কিছুর পর এদেশের মানুষ আবার বি.এন.পি. কে-ও দেখতে চায় না, জামাত তো নয়ই। সংস্কার বিরোধী ছাত্রদের খুব তাড়াতাড়ি নতুন দলের ঘোষণা করা উচিত। নয়তো দিন শেষে এই আন্দোলন বৃথা হয়ে যাবে। ধন্যবাদ।

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৫

জটিল ভাই বলেছেন:
সহমত।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো বড় নরপিচাশ রাস্টক্ষমতায় ছিল দেশের মানুষ বুঝতে এতোটা বছর লেগে গেল! ওর সাংগ-পাঙ্গুদের আর রাজনীতিতে সুবিধা করতে দেওয়া যাবে না।

১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

ধুলো মেঘ বলেছেন: আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে আন্তরিকতার চরম অভাব দেখতে পাচ্ছি। ক্রমে ক্রমে হতাশ হয়ে যাচ্ছি।

১৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৮

অস্বাধীন মানুষ বলেছেন: ভাই যদি কোনোভাবে রাষ্ট্র পরিচালনায় আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকার ফেল করে আর
আওয়ামীলীগ আবার মাথাচাড়া দিয়ে দাঁড়িয়ে যেতে পারে তাহলে শুধু বর্তমান উপদেষ্টা গন না বরং
এই দেশের ৯০% মানুষকেই মরতে হবে, হয় গুলিতে না হয় ফাঁসিতে । দুই একজন বাঁচলেও তাদের জন্য
আয়না ঘর বরাদ্ধ দেয়া হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.