নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
বর্তমানে একটা দেশ কেমন হালে আছে, তাদের উন্নতি কেমন হয়েছে, সামগ্রিক ধারনা পেতে আজকাল আর সেই দেশ ভ্রমনের দরকার নেই। হাজারো ভিডিও ব্লগারের ভিডিও এখন ইউটিউবে, চাইলেই খুঁজে বের করে দেখা যায়, দেশ শহর খুঁজে দেখলেই বুঝা যায়।
সম্প্রতি Mr. Benjamin Rich (Bald and Bankrupt is an English travel vlog YouTube channel operated by Benjamin Rich, who is better known as Mr. Bald on his YouTube channel. As of April 2024, the channel has 261 videos, 4.08 million subscribers and 637 million views) ই/ন্ডি/য়া ভ্রমনের উপর একটা ভিডিও আপলোড দিয়েছেন, আর এই এক ভিডিও দেখেই বর্তমানে আমাদের পাশের দেশ কেমন আছে তা বুঝা যায়, সাধারন মানুষ এখনো সেই আগের আমলের মতই আছে, শব্দ দুষন, বায়ু দূষণ, রেল, নদী, রাস্তাঘাট, মানুষ সব দিন দিন যেন আরো নিন্মমানের দিকেই যাচ্ছে!
যাই হোক, তার এই ভিডিও দেখে পাশের দেশের অভিজাত বাবুরা খুব রাগ করে ফেলেছে, বিখ্যাত পত্রিকা হিন্দস্থান টাইমস লিখেছে, একে যেন আর তাদের দেশে প্রবেশ করতে না দেয়া হয়, দেখলেই যেন বের করে দেয়া হয়, ইত্যাদি! দাদাদের কথা শুনে হাসছিলাম, সত্যকে সত্য বলা যাবে না! মুলত অপশাসনে একটা দেশের অবস্থা যা হয় আর কি! দিন দিন নিন্মমুখি! সুচিন্তার শাসক না থাকলে যা হবার তাই হচ্ছে, এক শ্রেণী বিরাট ধনী, বাকীরা নিন্মমুখি দরিদ্র, এই দারিদ্রতা সহ্য করার মত না।
Mr. Benjamin Rich বাংলাদেশেও হঠাত হঠাত এসে বেশ কয়েকটা ভিডিও করেছেন, আমরা সেগুলো দেখেছি। আপনাদের নিশ্চয় মনে আছে, তিনি বাংলাদেশের মানুষের সততা, অতিথিয়েতার প্রশংসা করেছিলেন, তুলনা মুলক আলোচনায় বলেছিলেন, বাংলাদেশের মানুষেরা ভা/র/তের তুলনায় অনেক কিছুতেই এগিয়ে!
ভিডিও দিলাম, দেখে বুঝে নিয়েন।
দেশ এগিয়ে যায় শাসকের সুচিন্তা ও সুবিবেচনায়, প্রতিদিন শাসক নুতন কাপড় পরলে আর তার চেহারা চকচক করলেই জাতির উন্নতি বলা চলে না, আর এই শাসকদের আজ বা কাল পালিয়ে যেতেই হয় বা হবে।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভারতে ইলিশ রপ্তানি কোন চোখে দেখেন? ব্যাপারটা ঠিক আছে কি না? শেখ হাসিনা সরকারের পতনে একটা মন্ত্র ছিল ভারত বিরোধীতা। এখন কেন উল্টো সুর দেখা যাচ্ছে?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: ভাই আপনি ইলিশ মাছ রান্না করতে পারেন?
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
ঢাবিয়ান বলেছেন: একটা ভ্রমন ভিডিও দেখে একটা দেশ সম্পর্কে মন্তব্য করা যাবে না। সামগ্রিকভাবে ভারতের জীবনযাত্রার মান আমাদের দেশের চাইতে ভাল। নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম সহনীয় পর্যায়ে, চিকিৎসার মান ভাল। কম টাকায় সেখানে মানসম্পন্ন জীবন যাপন করা সম্ভব যা আমদের দেশে সম্ভব নয়। ভারতের মন্ত্রীরা কখনও হাজার কোটি টাকা লুন্ঠন করে বিদেশে পাচার করে না। এই যে বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে এত কিছু নিয়েছে , সেটা সে দেশের জনগনের জন্যই , ক্ষমতাসীনদের জন্য নয়।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:০২
নিমো বলেছেন: আপনার ডিমের হালি নাকি ডজনের দাম কমেছে?