নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

মি সোহেল তাজের বিবাহ এবং আমার চিন্তা ভাবনা!

২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:০৯


মি সোহেল তাজের আপাতত ফাইন্যাল বিবাহকে আপনারা কে কিভাবে দেখলেন জানিনা, তবে আমার কাছে বেশ ভাল লেগেছে, আমি মনে সাহস ও আনন্দ পেয়েছি। ইটস এ পাওয়ার ক্যাপল নাও! প্রচুর অর্থ, অনেক সম্পদ, দক্ষ শরীর, রাজনৈতিক ক্ষমতা, জনগণের কাছে পরিচিতি সব মিলিয়ে এই দম্পতিকে আমার কাছে ভাল লেগেছে।

মি সোহেল তাজ আমাদের মত কাপুরুষ নন, তিনি এই বয়সে চমৎকার চর্বি ছাড়া শরীর বানিয়েছেন, স্ত্রীও পেয়েছেন সেই রকম, আমাদের মত পেট মোটা করে তিনি জীবন যাপন করেন না, চাইলে তিনি লুকিয়ে পেটকা গুদাম গাদ্দাম কোন মেয়েকে বিবাহ করে বা না করেও কামনা বাসনা চালিয়ে যেতে পারতেন, তিনি তা করেন নাই, জনসম্মুখে তিনি তার ভালবাসার মানুষকে নিয়ে এসেছেন এবং সন্মানের সাথে তাকে ঘরে তুলেছেন! আমি মি সোহেল তাজের মানসিকতাকে অভিনন্দন জানাই।

তিনি আমাদের মত মাঝ বয়সি চিত কাইত বিচি ঝোলা কাপুরুষদের বুঝিয়ে দিয়েছেন, তোরা চিপাচাপায় পড়ে থাকিস না, মন খারাপ হলে বালিশে মুখ লুকিয়ে কাঁদিস না, তোরাও সব ঝেড়ে বাঁচার মত বাঁচ একদম আমার মত! :D

(অভিনন্দন মি সোহেল ভাই, লাভ ইউ ম্যান, হেভ এ নাইস ফিউচার, এঞ্জয়, টক উইদ জয়।)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি এসব আবার চিন্তুা করিয়েন না ভাইজান।

আমাদের ভাবী যে কত সুন্দর আর ভালো মাশাআল্লহ

২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, দুনিয়াতে সবাই সব কপাল নিয়ে জন্মায় না!

২| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর কিন্তু বাংলাদেশী
বিদেশী না শুভ হোক বিবাহত সংসার

২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: আমিন।

৩| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: বডি আর রুপিয়া থাকলে ছোকড়ি ম্যাটার নেহি কারতা হ্যায়।

২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

সাহাদাত উদরাজী বলেছেন: আমাদের সমাজের এই বিশেষ ট্যাবু ভাঙ্গা সহজ কাজ নয়।

৪| ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৭

রাসেল বলেছেন: জনাব সোহেল তাজ বিবাহ করেছেন, যা সম্পূর্ণই উনার ব্যক্তিগত ব্যাপার। উনি একজন সেলিব্রিটি পর্যায়ের লোক। মানুষ ওনাকে অণুসরণ করবে। সমাজে ইহার কি প্রভাব পড়তে পারে, তা বিবেচনা করা যেতে পারে।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

সাহাদাত উদরাজী বলেছেন: অবশ্যই। প্রভাব আর কি? আমাদের এই সব পথেই এগিয়ে যেতে হবে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৩

এ পথের পথিক বলেছেন: খুনি হাসিনার আমলে বিয়ে করেন নি, তার আমলে বিয়ে করলে কি রকম হত কল্পনা করতে পারছিনা । :D

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: সেই আমলে করলে আরো আলোচিত হত!

৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৪

ধুলো মেঘ বলেছেন: বিবাহ নিয়ে আমার কোন আপত্তি নেই, বিবাহ ভালো জিনিস। কিন্তু আপত্তি হল নির্লজ্জতা আর বেহায়াপনা। যেসব বুড়ো ধারিরা কচি মেয়ে বিয়ে করে, তাদের বেহায়াপনা হল সীমা ছাড়ানো বেহায়াপনা। সবার সামনেই তারা হাতাহাতি করে - যেটা খুব দৃষ্টিকটু।
হাসপাতালের এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে, কসাই জবাই করার আগে গরুর মাংস চর্বি ঠিক আছে কিনা, চেক করে নিচ্ছে।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৯

সাহাদাত উদরাজী বলেছেন: এদের নিয়ে আসলে বেশী কিছু বলার নেই! অর্থ আর লোভ ছাড়া মুলত আর কিছু নেই।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: সোহেল তাজকে কোনদিন দেখি নাই নিজের স্ত্রী কে নিয়ে ওপেন ফোরামে কূট কথা বলতে....।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সাহাদাত উদরাজী বলেছেন: সর্বিক বিবেচনায় তিনি ভাল এবং সাহসী।

৮| ২১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৫

কিরকুট বলেছেন: অন্যের জীবন নিয়ে আমাদের চিন্তার শেষ নাই ।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০

সাহাদাত উদরাজী বলেছেন: মানুষ সামাজিক জীব। হেতে ছবি তুলে অনলাইন করবো, আমাদের দেখাইবো, আর আমরা কিছু বলতে পারবো না!

৯| ২১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: বিবাহ করা ভালো।

২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১

সাহাদাত উদরাজী বলেছেন: জ্বি, অবশ্যই!

১০| ২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

অপু তানভীর বলেছেন: ভাই আপনার মেইলে একটা মেইল পাঠিয়েছি। সময় করে একটু দেখবেন দয়া করে।

২৫ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার একটা ফেবু মেসেজ দেখেছি কিন্তু এখন আর খুঁজে পাই না। বেশী মেসেজ আসার কারনে হয়ত। যাই হোক, আমার যোগাযোগ হচ্ছে Email: [email protected]
Mobile/WhatsApp/Imo: 01911380728

১১| ২৪ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১

কলাবাগান১ বলেছেন: আপনাকে অনেক 'বুদ্ধিমান' মনে করতাম....আমার উপর এর কমেন্ট আপনার বুঝা উচিত ছিল।

১২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩২

অপু তানভীর বলেছেন: আপনাকে একটা মেইল করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.