![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
এখনকার বা বর্তমানের বাক স্বাধীনতা হচ্ছে বাংলাদেশের ব্যক্তিদের সেরা স্বাধীনতা। আপনি স্বাধীনভাবে চিন্তা করতে পারেন এবং তা লিখেও দিতে পারেন, এটা কিন্তু কোন রাজনৈতিক নির্বাচিত সময়ে এমন পাবেন বলে মনে করি না, আপার আমলে কল্পনাও করা যেত না, আর যারা নির্বাচিত হয়ে আসবেন তা্রাও এমন স্বাধীনতা দেবেন বলে মনে হয় না! ব্যক্তি মানুষের জীবনে যে কোন বিষয় নিয়ে কথা বলার এটাই সেরা সময় যাচ্ছে এবং যতদিন এভাবে চলবে তত দিন এই সুযোগ পাবেন বলে মনে করি। বর্তমান সরকারের যে কোন সমালোচনা (কিছু আলোচনা যোগ্য না হলে না করাই ভাল) করি, করছি কিন্তু মনে কোন ভয় নেই, চিন্তাও করি না যে এমন লেখার জন্য কেহ বাসায় আসবে বা গ্রেফতার হতে পারি বা গুম হত্যায় পড়তে পারি।
এখন এই পরিস্থিতিতে যারা বা যে সাংবাদিকেরা বলেন, সত্য লিখতে পারছি না, এরা মুলত কোন কালেই লিখতে পারবে না, কাপড় খুলে দিলেও পারবে না, এরা এক ধরনের গোলামীর জিঞ্জির পরে বসে আছে বহু কাল আগে থেকেই। এদের কোন সাহস নেই, সাহসী হবার ইচ্ছাও নেই। প্রাসঙ্গিক ভাবে মুলত এরা এখনো লীগ, বিএনপি, জামাতকে ভয় পায়, তারা ভয় পায় এরা কোন না কোনদিন ক্ষমতায় আসবে এবং এর প্রতিশোধ নিবে, অথচ এমন চিন্তা করার পরিস্থিতি এখন নেই, এখন সময় ছিল প্রাণ খোলা স্বাধীন আচরণের, পারছে না, তবে গোলামীর চরিত্র এমন ছায়া দেখলেও সালাম দেয়ার অভ্যাস হয়ে যায়!
স্বাধীনতার মাত্রা বুঝে নিজের মত প্রকাশের এখনই সময়, কারো ভয়ে পিছিয়ে পড়বেন না, নিজকে মেলে ধরুন! গোলামী ছাড়ার এখনই সময়! (ক্রমশ)
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৫ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: ধনীরা চাটুকারিতা পছন্দ করে। গোলামি পছন্দ করে।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪০
রিফাত হোসেন বলেছেন: ড. সাহেব ব্যবসায়িক purpose এ বলেছে। মানুষ এটাকে চটকাচ্ছে, যে যার সুবিধা অনুসারে ব্যাখ্যা করছে। সাধারণত এই ধরনের বক্তব্য ভারত থেকে শুনে অভ্যস্ত। ইউনুস সাহেব trend ভঙ্গ করেছেন। উনি হাসিনার মত মেরুদণ্ডহীন নন। ভারত এমনেও ঝুঁকিতে আছে মনে করছে আর কিছু না বললেও মনে করবে। তাদের তাবেদারী করার মানুষ যে ভেগে গিয়েছে!
তারা আমাদের প্রতিবেশী। তাদের সাথে সুসম্পর্ক রাখা উচিত কিন্তু ওজন মেপে।