নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

কুমার সাঙ্গাকার স্তুতি

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ২:০৬

ক্রিকেট বলতে কি বুঝো এই প্রশ্নটা যদি বর্তমান জেনারেশন কে বলা হয় তাহলে এক এক জনের কাছ থেকে এক এক জবাব পাওয়া যাবে।
কেউ বলবে আমি সচিন টেন্ডুলকারের কারনে ক্রিকেট বুঝি, কেউ হয়তো লারা, গিলক্রিস্ট, গেইল,সাকিব,ভিলিয়ার্স তাদের নাম বলবে।
কিন্তু, আমি নিজে মনে করি, ক্রিকেট মানে কুমার সাঙ্গাকারা।
তার মতো উদার, পরিশ্রমী আর নিবেদিত ক্রিকেটার ক্রিকেট বিশ্ব দেখেছে কিনা সন্দেহ আছে।
দলের বিপদের দিনে তাকে কান্ডারী রুপে অনেকবারই পাওয়া গেছে বা যায়।
কিন্তু,অনেক বিশ্বসেরা ক্রিকেটার আছে যারা নিজের জন্যই বেশী ভালো যতটা না দলের জন্য।
এই ওয়ার্ল্ড কাপের পর এই ক্রিকেট চেতা ভদ্র ক্রিকেটার ক্রিকেট থেকে অবসর নিবে।
যা ক্রিকেট লাভারদের জন্য এক বিরাট ক্ষতির মুহুর্ত।
কুমার সাঙ্গাকারা ক্রিকেট তোমাকে অনেক মিস করবে যতটা না তুমি ক্রিকেট কে মিস করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.