| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাব্বির আহমেদ ভাষন
একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........
আমরা আমাদের নতুন প্রজন্ম কে কি শিক্ষা দিচ্ছি?????
ভালো কিছু তো???
টিভিতে একটা অ্যাড দেয় পিউলি নামের পিলের। এইটা কি জিনিস বা এইটার কাজ ই বা কি??? এইটা খায় নাকি মাথায় দেয়????
টিভিতো সব বয়সের ছেলে মেয়েরাই দেখে।এই অ্যাড দেখে তাদের মনে কি কৌতুহল জাগতে পারে।এই অ্যাডে কি নোংরামী দেখানো হয় নি????
বাংলাদেশের খেলা চলা কালীন এই অ্যাড টা ঘন ঘন প্রচার করা হয়েছে।যারা ফ্যামিলির সাথে বসে খেলা দেখে তারাই জানে যে তারা কতটা বিব্রত হয়েছে।
আমরা কি আমাদের স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের নষ্ট করছি না???? তারা যদি এই জিনিস টার উপকারিতা নিতে চায় তাহলে এর দায় ভার কে নিবে????
নাকি আমরা জাতি হিসেবে অনেক স্মার্ট হয়ে গেছি???
২|
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
ঢাকাবাসী বলেছেন: ভুল বলছেন। এসব আরো বেশি করে সহজ ভাষায় প্রচার করা দরকার। জন্মনিয়ন্ত্রণ এদেশে ভয়ংকর রকমের দরকার। বাচ্চা উৎপাদন বন্ধই করে দেয়ার দরকার। ২০ কোটি লোক নিয়ে বাংলাদেশ ডুবছে। মনুষ্য প্রোডাকশন বন্ধ করতে হবে। না হলে সামনে ভয়াবহ অবস্হা হবে। মুনুষের ভীড়ে সব ধ্বংশপ্রায়। কঠিন বঙ্কিমী ভাষায় না করে সহজ কাজী আনোয়ার হোসেনের ভাষায় আরো বেশী বেশি প্রচার দরকার।
৩|
২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ৩:০১
সাব্বির আহমেদ ভাষন বলেছেন: ঢাকাবাসী, আপনি নিজে কি বিয়ে সাদী করেছেন??
আপনার কি কোন বাচ্চা কাচ্চা আছে???
৪|
২৬ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১২
টি এম মাজাহর বলেছেন: সম্মানিত ঢাকাবাসী শুধুমাত্র দামী এবং ব্যয়বহুল বিষয় নিয়েই বেশী চিন্তিত। সম্ভবত তিনি নিজেও সরাসরি বড় হয়েই জন্ম নিয়েছিলেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২২
নতুন বলেছেন: বিষয়টা দৃস্টকটু... এবং এই ঔষুধের ক্ষতির দিক অনেক বেশি... কিন্তু পিউলি বিক্রির জন্য এই ভাবে বিঙ্গপনর নিয়ন্ত্রন করা দরকার...
এই সবের প্রচারনা ডাক্তার এবং জন্মনিয়ন্ত্রনের সাথে কাজকরে তাদের মাঝে হতে হবে...