নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

লাল শাড়ির মেয়েটি

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২

শিহাব আর মাহবুব দুই বন্ধু গলির মোড়ে চা খাচ্ছিল। হঠাৎ শিহাব দেখলো তার বন্ধু মাহবুব রাস্তার দিকে হা করে তাকিয়ে আছে। একটি সুন্দরী মেয়ে লাল শাড়ি পড়ে হেটে যাচ্ছে। লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে মেয়েটিকে, ঠিক যেন লাল টুকটুরে একটি পরী ধরনীতে নেমে এসেছে। মেয়েটি মাহবুবের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলো।

মাহবুব শিহাব কে বলল, "মামা তুই চা খা। আমি একটু আলাপ করে আসি পরীর সাথে। আজ আমার প্রেম কেউ আটকাতে পারবে না।"

শিহাব মাহবুবকে চ বর্গীয় দুই চারটা গালি দিয়ে চা খেতে লাগলো৷ ও দিকে মাহবুব মেয়েটির পিছনে পিছনে হাটতে লাগল। মেয়েটি গলির ঠিক শেষ অবধি হেটে গেল। গলির অপর পাশে একটা হসপিতালে গিয়ে ঢুকলো। মাহবুব ও মেয়েটির দেখা দেখি হসপিতালে গিয়ে ঢুকলো। হসপিতালে ঢুকে মাহবুব খানিক সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল, যেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে৷ তার ফলো করা লাল শাড়ি পড়া পরী মেয়েটি হসপিতালে এসেছে পেগনেন্সী টেষ্ট করাতে।

মাহবুব তাৎক্ষনিক মাথায় হাত দিয়ে হসপিতালের করিডোরে বসে পড়ল........!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: মাহবুব হলো লুচ্চা। লুচ্চা বন্ধুদের সাথে মিশবেন না।

২| ১৮ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩১

নেওয়াজ আলি বলেছেন: সাধারণ  লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.