নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষণ

সাব্বির আহমেদ ভাষন

একটু বেশি ভাবি।স্বপ্ন দেখতে ভালবাসি আর ভালবাসি গান শুনতে।পড়াশোনা যা হয়েছে হয়তো বা অনেক, বাকিটা চেষ্টা চলছে।ভালবাসি নিজেকে,ভালবাসি বই পড়তে।এই আমি এই আমার পৃথিবী.........

সাব্বির আহমেদ ভাষন › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন সালমান শাহ!

১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৯

'ও আমার বন্ধু গো' শুনে রাখো 'এখন তো সময় ভালোবাসার' । আমাকে ভালোবাসলে, 'ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো' । তুমি তো জানো 'তুমি আমার এমন ই একজন যাকে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন।'

'পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে' সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন দেখতে পাওয়ার সুখ। তোমার কি সে রাতের কথা মনে আছে ফোনে বলেছিলাম ' ও সাথীতে যেও নাকো কখনো দূরে'। আমার একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে সারা রাত ছাদে বসে চাদ দেখবো আর বলবো 'এখানে দুজনে নিরজনে সাজাবো প্রানের ও পৃথিবী'।

আমি তোমার প্রেমের নদীতে মাঝি হতে চাই। প্রান খুলে গাইতে চাই 'সব সখি রে পার করিতে নিবো আনা আনা তোমার বেলায় নিবো সখি তোমার কানের সোনা' আমাকে মাঝি বানাবে?

আমি সারা দুনিয়া কে জানাতে চাই 'পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম'। সত্যি বলছি 'সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরনে'। 'আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে’ বিশ্বাস করো একটু ও ঠকবে না।

তুমি 'বাজারে যাচাই করে দেখি নি তো দাম’ গান টি শুনা বাদ দিয়ে স্বচোখে এসে আমাকে যাচাই করে যাও৷ আমি খাটি সোনা।

প্রিয়, 'তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের তোলা' 'আমি যে তোমার প্রেমে পরেছি'।

এ জীবনে 'তোমাকে চাই শুধু তোমাকেই চাই'। আমার ভালোবাসা গ্রহন করো 'আমার জন্ম তোমার জন্য' স্বার্থক করো।

----প্রিয় নায়ক সালমান শাহ এর জন্মদিন উপলক্ষ্যে তার ছবির কয়েকটি বিখ্যাত গানের অংশবিশেষ ব্যবহার করে, তাকে এই পোষ্ট টি উৎসর্গ করলাম।

শুভ জন্মদিন ক্ষণজন্মা নায়ক। ❤

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: যারা আত্মহত্যা করে মরে তারা নির্বোধ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৪

মুক্তা নীল বলেছেন:
শুভ জন্মদিন ।
পুরো বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এবং দর্শক মনে সালমানশার যে অবস্থানে ছিলো,পুরো দেশবাসী তা মনে
রাখবে। সালমান শাহ ছিলেন স্টাইল আইকন।
আরেকজন সালমান শাহ আর কখনোই তৈরি হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সালমান শাহকে স্মরণ রেখে
জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.